IND vs NZ, CT 2025 Final: ৪ ক্যাচ মিসের খেসারত! ফাইনালে মানসিকভাবে এগিয়ে গেল কিউয়িরা

India vs New Zealand, CT 2025: রবিবার মরুশহরে নীল জার্সিধারীরা কামাল দেখালেই চ্যাম্পিয়ন্স ট্রফি আসবে ভারতে। তার জন্য অবশ্য কিউয়ি বোলিং বিভাগকে এ বার সামলাতে হবে রোহিতদের।

IND vs NZ, CT 2025 Final: ৪ ক্যাচ মিসের খেসারত! ফাইনালে মানসিকভাবে এগিয়ে গেল কিউয়িরা
৪ ক্যাচ মিসের খেসারত! ফাইনালে মানসিকভাবে এগিয়ে গেল কিউয়িরাImage Credit source: Surjeet Yadav/MB Media/Matthew Lewis/ICC via Getty Images

Mar 09, 2025 | 6:37 PM

দুবাই: ক্রিকেটে যে কথাটা নিয়ে জোর চর্চা হয়, ‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস।’ ভারতীয় ক্রিকেট প্রেমীরা মনে প্রাণে চাইছেন টিম ইন্ডিয়ার সঙ্গে অন্তত আজ যেন এমনটা না হয়। কারণ, এক, দুই নয়, মোট ৪টি গুরুত্বপূর্ণ ক্যাচ আজ মিস করেছে টিম ইন্ডিয়া। তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চে। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ক্যাচ মিস মানে অনেকটাই প্রতিপক্ষকে এগিয়ে দেওয়া। রোহিতব্রিগেড যেন সেটাই করল। এর খেসারত দিতে হবে না তো!

মরুশহরে মিনি বিশ্বকাপের ফাইনালে টস হারেন রোহিত শর্মা। আর অপরদিকে থাকা মিচেল স্যান্টনার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান তোলে কিউয়িরা। এতটা রানই হয়তো স্কোরবোর্ডে জ্বলজ্বল করত না, যদি ভারতীয় ফিল্ডাররা ফিল্ডিংয়ে আরও সচেতন হতেন।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাচ মিসের কোনও ‘মাফি’ হয় না। সেখানে সামি, রোহিত, শ্রেয়স, শুভমনরা চার বার ক্যাচ মিস করলেন। শুরুটা মহম্মদ সামি করেছিলেন। সপ্তম ওভারের তৃতীয় বলে রাচিন রবীন্দ্রর ক্যাচ মিস করেন সামি। সেই সময় রাচিন ছিলেন ২৯* রানে। এরপর অষ্টম ওভারের প্রথম বলে ফের রাচিন পান দ্বিতীয় জীবনদান। শ্রেয়স আইয়ার এ বার ফেলেন রাচিনের ক্যাচ। তখন কিউয়ি ওপেনার ছিলেন ৩১* রানে। সেখান থেকে ৩৭ রান করে মাঠ ছাড়েন তিনি। এ তো গেল ২টো ক্যাচ মিসের কথা। তবে ক্যাচ মিস কাহন তখনও শেষ হয়নি।

এরপর ৩৪.৫ ওভারে রোহিত শর্মা মিস করেন ড্যারেল মিচেলের ক্যাচ। সেই সময় তিনি ৩৮ রানে ছিলেন। এক হাতে ক্যাচ ধরার সুযোগ ছিল তাঁর। কিন্তু তা মিস করেন। এরপর মিচেল করে যান ৬৩। আর এই ম্যাচে শেষ ক্যাচটি মিস করেন শুভমন গিল। ৩৫.৬ ওভারে গ্লেন ফিলিপসকে ফেরানোর সুযোগ ছিল। সেই সময় তিনি ছিলেন ২৮* রানে। শেষ অবধি তিনি করে যান ৩৪ রান। যদি এই ৪ ক্রিকেটার ক্যাচ মিস না করতেন, তা হলে টার্গেট ২৫২-র জায়গায় খানিকটা কম হতে পারত।