IND SQUAD: চেন্নাই জয় করেই দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই

Sep 22, 2024 | 12:41 PM

India vs Bangladesh 2nd Test: ভারতীয় দলের কোচ হিসেবে এটিই প্রথম টেস্ট ছিল গৌতম গম্ভীরের। প্রথম টেস্ট পরীক্ষায় ফুল মার্কস গম্ভীরের টিমেরে। প্রথম ম্যাচ জিতেই দ্বিতীয় টেস্টের ভাবনা শুরু। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার স্কোয়াডও ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

IND SQUAD: চেন্নাই জয় করেই দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই
Image Credit source: PTI

Follow Us

বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। এ বারের সিরিজ খুবই কঠিন হবে, এমনটাই মনে করা হয়েছিল। সদ্য পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। সে কারণেই ভারতের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল বলা যায়। যদিও চ্যালেঞ্জ এসেছে সামান্যই। আর তা দক্ষতার সঙ্গেই পেরিয়ে গিয়েছে ভারত। প্রথম ইনিংসে কিছুটা কঠিন পরিস্থিতিতে পড়েছিল ভারতীয় ব্যাটিং বিভাগ। এমন পরিস্থিতিতে দলকে দুর্দান্ত জায়গায় পৌঁছে দেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।

ব্যাটে-বলে অশ্বিন, জাডেজার দুর্দান্ত পারফরম্যান্স, বোলিংয়ে সার্বিক পারফরম্যান্স, ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ, শুভমন গিলের সেঞ্চুরি। অলরাউন্ড পারফরম্যান্সে চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের। তাও আবার মাত্র সাড়ে তিন দিনেই। ভারতীয় দলের কোচ হিসেবে এটিই প্রথম টেস্ট ছিল গৌতম গম্ভীরের। প্রথম টেস্ট পরীক্ষায় ফুল মার্কস গম্ভীরের টিমেরে। প্রথম ম্যাচ জিতেই দ্বিতীয় টেস্টের ভাবনা শুরু। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার স্কোয়াডও ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচের জন্যও একই স্কোয়াড ধরে রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানের পিচ-পরিস্থিতি অবশ্য আলাদা থাকবে। একাদশেও বদল হতে পারে। তবে স্কোয়াডে কোনও বদল হল না। অর্থাৎ শ্রেয়স আইয়ার, মুকেশ কুমারদের মতো ক্রিকেটারদের ওয়েটিং লিস্টেই থাকতে হচ্ছে।

এই খবরটিও পড়ুন

কানপুর টেস্টের স্কোয়াড- রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, যশ দয়াল।

Next Article