India Tour of Australia: চাপে পড়ে হঠাৎই ইউ-টার্ন! প্রথম টেস্টের আগে ওয়ার্মআপ ম্যাচ খেলবেন বিরাটরা

Border Gavaskar Trophy: ঘরের মাঠে পর পর দুটো সিরিজ খেলার জন্য ক্লান্তি ছিল। তাই অস্ট্রেলিয়া সফরে নামার আগে বাড়তি অনুশীলনের প্রয়োজন আছে বলে মনে করেনি ভারত। যুক্তি ছিল, লম্বা সফরের আগে চোট বাড়তে পারে। কিন্তু নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর পরিস্থিতি পাল্টে গিয়েছে অনেকটাই।

India Tour of Australia: চাপে পড়ে হঠাৎই ইউ-টার্ন! প্রথম টেস্টের আগে ওয়ার্মআপ ম্যাচ খেলবেন বিরাটরা
India Tour of Australia: চাপে পড়ে হঠাৎই ইউ-টার্ন! প্রথম টেস্টের আগে ওয়ার্মআপ ম্যাচ খেলবেন বিরাটরাImage Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Nov 13, 2024 | 12:48 PM

সুনীল গাভাসকর বলেছেন। সোচ্চার হয়েছেন অনেকেই। অবশেষে হুঁশ ফিরল ভারতীয় ক্রিকেট টিমের (Team India)। ৫ টেস্টের অস্ট্রেলিয়া সিরিজের আগে ঠিকঠাক প্রস্তুতির পথে হাঁটতে চলেছে রোহিত শর্মার টিম। আন্তঃদলীয় প্রস্তুতি ম্য়াচ খেলবেন বিরাট কোহলি, ঋষভ পন্থরা। শুরুতে কিন্তু ভারত ওয়ার্মআপ ম্যাচ খেলার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না। ঘরের মাঠে পর পর দুটো সিরিজ খেলার জন্য ক্লান্তি ছিল। তাই অস্ট্রেলিয়া সফরে নামার আগে বাড়তি অনুশীলনের প্রয়োজন আছে বলে মনে করেনি ভারত। যুক্তি ছিল, লম্বা সফরের আগে চোট বাড়তে পারে। কিন্তু নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর পরিস্থিতি পাল্টে গিয়েছে অনেকটাই। বিরাট কোহলির ফর্ম নিয়ে কথা উঠে গিয়েছে। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়েও চলছে কথা। এই পরিস্থিতিতে ছন্দ খোঁজার জন্য ওয়ার্মআপ ম্যাচেরই দরকার, তা কোচ গৌতম গম্ভীর ভালোই বুঝতে পারছেন।

পারথে সিরিজ শুরু। তার আগে ওয়াকায় আগামী কাল থেকে তিনদিন প্রস্তুতি সিরিজ খেলবে ভারত। আন্তঃদলীয় ম্যাচের জন্য সবাইকে দেখে নেওয়ার সুযোগও থাকবে। সবচেয়ে বড় কথা হল, প্রথম টেস্টে যদি রোহিত না খেলেন, যশস্বী জয়সওয়ালের সঙ্গী ওপেনার বাছতে হবে। অভিমন্যু ঈশ্বরণ, লোকেশ রাহুলের মধ্যে কাকে বাছা হবে, তাও ঠিক করতে হবে টিম ম্যানেজমেন্টকে। অস্ট্রেলিয়ায় পৌঁছে ভারতীয় টিম ইতিমধ্যেই নেমে পড়েছে নেট প্র্যাক্টিসে। ঐচ্ছিক নেট সেশন থাকায় বিরাট ও অশ্বিনকে প্র্যাক্টিসে দেখা যায়নি। বাকিরা প্রাক্টিস করেছেন।

এই সিরিজ সব দিক থেকে ভারতের কাছে গুরুত্বপূর্ণ। এক সন্ধীক্ষণে দাঁড়িয়ে জাতীয় দল। টিমের একঝাঁক সিনিয়র আর কতদিন খেলবেন, এই সিরিজ থেকেই বোঝা যাবে। পাশাপাশি টিমের তরুণরা দলের দায়িত্ব নেওয়ার মতো তৈরি কিনা, সে পরীক্ষাও হবে। এতেই শেষ নয়, এই সিরিজই বলে দেবে, লাল ও সাদা বলের জন্য ভারতীয় দলের নতুন দুই কোচ দরকার কিনা। গম্ভীর যদি ব্যর্থ হন, তাঁকে লাল বলের কোচিং থেকে সরানো হতে পারে। তাঁর বদলে টেস্ট টিমের দায়িত্ব নিতে পারেন ভিভিএস লক্ষ্মণ। এত প্রশ্নের উত্তর দেবে এবারের অস্ট্রেলিয়া সফর।