ধরাশায়ী প্রতিপক্ষ, পিঙ্ক বলে চমক ভারতীয় পেসারদের

sushovan mukherjee |

Dec 12, 2020 | 10:49 AM

অস্ট্রেলিয়ার মাটিতে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান করলেন জসপ্রীত বুমরা। তাঁর শটেই মাথায় চোট পেলেন অজি অলরাউন্ডার ক্যামারন গ্রিন।

ধরাশায়ী প্রতিপক্ষ, পিঙ্ক বলে চমক ভারতীয় পেসারদের
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বল হাতে সফল মহম্মদ সামি। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – ব্যাট হাতে গোটা দলটাই কার্যত ব্যর্থ। বুমরা অপরাজিত ৫৫ রানের ইনিংস না খেললে, দেড়শো পেরতো কিনা সন্দেহ। ক্রিকেট বিশেষজ্ঞরা যখন ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজে বিরাটের দলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন, তখনই বাউন্স ব্যাক। পিঙ্ক বল হাতে নিয়ে আগুন ঝরাতে শুরু করলেন ভারতীয় পেসাররা। প্রতিপক্ষকে গুটিয়ে দিল ভারত (India)।

 

 

অস্ট্রেলিয়া এ (Australia A) দলের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৯৪ রান ভারতের। পৃথ্বী-শুভমানের ব্যাটে কিছুটা ভারসা পাওয়া গেলেও বাকি ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মত ভাঙল। দশম উইকেটে বুমরা-সিরাজ যোগ করলেন ৭১ রান। বুমরার কেরিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি। জবাবে মাঠে নেমে অস্ট্রেলিয়া এ দলের ব্যাটিং আরও ভঙ্গুর। ১০৮ রানেই শেষ তাদের ইনিংস। সামি ও সাইনি পেলেন তিনিটি করে উইকেট। ২টি উইকেট বুমরার, একটি সিরাজের। ব্যাট হাতে রান করতে না পারলেও আউট ফিল্ডে আসমান্য ক্যাচ ঋদ্ধিমানের। ভারতের লিড  ৮৬ রানে (86)।

 

 

অনুশীলন ম্যাচের প্রথম দিনে ভারতীয় ব্যাটিং নিয়ে যেমন চিন্তা, তেমনই অস্ট্রেলিয়ার চিন্তা ওপেনার। বোলিং করার সময় মাথায় চোট পেলেন ক্যামরন গ্রিন। কনকাসন সাব নিতে হল তাঁর জন্য। অন্যদিকে মার্কস হ্যারিস ও জো বার্নসের ব্যাটে রান নেই। ওয়ার্নারের বদলি খুঁজতে হচ্ছে। তার ওপর হ্যারিস ও বার্নসের ব্যাটে খরা। চিন্তায় আছেন জাস্টিন ল্যাঙ্গারও।

আরও পড়ুন – ফিটনেস টেস্টে পাস, রবিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত

Next Article