ম্যাচের এখনও অনেকটা সময় বাকি। বুধবার চূড়ান্ত প্রস্তুতি সারবে ভারত-নিউজিল্যান্ড দু-দলই। বৃহস্পতিবার শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। বেঙ্গালুরু টেস্ট জিতে ১-০ এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টেও কেন উইলিয়ামসনকে পাচ্ছে না তারা। বেঙ্গালুরুতে জয়ের পর উইলিয়ামসন অধ্যায় নিয়ে খুব একটা চিন্তিত নয় কিউয়ি শিবির। বরং ভারতীয় শিবিরেই নানা ভাবনা। প্রথমত, সিরিজে ঘুরে দাঁড়াতে হবে। ভারতীয় টিমের বড় মাথা ব্যাথা শুভমন গিল ও ঋষভ পন্থের ফিটনেস। তবে ভারতের কোচিং টিমের সদস্য রায়ান টেন দুশখাতে অবশ্য ইঙ্গিত দিয়েছেন, এই দু-জনই ফিট হয়ে উঠেছেন। শুভমন ফিরলে একাদশে বাদ পড়বেন কে? এই নিয়েও জল্পনা।
বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ছিলেন না শুভমন। চোটের কারণে শেষ মুহূর্তে তাঁকে বাদ দিয়েই একাদশ গড়া হয়। সরফরাজ খানকে সুযোগ দেওয়া হয়। শুভমন না থাকায় ব্যাটিং অর্ডারেও বড় রদবদল করতে হয়। তিন নম্বরে ব্যাটিং করছিলেন শুভমন। পছন্দের চার নম্বর থেকে বিরাট কোহলিকে তিনে নামানো হয়। এমন একটা পজিশন যেখানে তাঁর পরিসংখ্যান সুখের ছিল না। প্রথম ইনিংসে খাতাই খুলতে পারেননি, দ্বিতীয় ইনিংসে ৭০ করেন বিরাট। ইংল্যান্ড সিরিজের পর ফের একাদশে সুযোগ পেয়েই কেরিয়ারের প্রথম সেঞ্চুরি সরফরাজ খানের। ১৫০ করার পরও কি তিনিই বাদ পড়বেন?
দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, শুভমন ফিরলে বাদ পড়া উচিত লোকেশ রাহুলের। কারণ, ১৫০ করা সরফরাজকে বাদের পক্ষে তিনি নন। শুভমন গিল একান্তই খেলতে না পারলে বিরাট কোহলির ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তুত সঞ্জয় মঞ্জরেকর। সেক্ষেত্রে লোকেশ রাহুলকে তিনে নামানোর পক্ষে সঞ্জয়। বিরাটকে তাঁর পছন্দের চার নম্বরেই দেখতে চান সঞ্জয় মঞ্জরেকর। বুধবারের প্রস্তুতিতেই হয়তো চিত্র কিছুটা পরিষ্কার হয়ে যাবে।