AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: অস্ট্রেলিয়ায় গোলাপি বলে ২টো দিনরাতের ম্যাচ খেলবেন রোহিতরা

২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতীয় টিমকে প্রথম টেস্টেই গোলাপি বলে খেলতে হয়েছিল। ফলে ভারতের কাছে প্রস্তুতির সুযোগ সেই মতো ছিল না। এমনিতেও ভারত বেশি পিঙ্ক বল টেস্ট খেলে না। এখনও অবধি তিনটে গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া।

IND vs AUS: অস্ট্রেলিয়ায় গোলাপি বলে ২টো দিনরাতের ম্যাচ খেলবেন রোহিতরা
IND vs AUS: অস্ট্রেলিয়ায় গোলাপি বলে ২টো দিনরাতের ম্যাচ খেলবেন রোহিতরাImage Credit: X
| Updated on: Aug 09, 2024 | 4:18 PM
Share

কলকাতা: চলতি বছরের শেষটা দেশের বাইরে কাটাতে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। বর্ডার গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় যাবে রোহিত শর্মার দল। এ বার ৪টি নয়, বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত (India) ও অস্ট্রেলিয়া (Australia) ৫টি টেস্ট ম্যাচ খেলবে। এই সিরিজে একটি দিন-রাতের টেস্টও রয়েছে। তার আগে ভারতীয় ক্রিকেটাররা সুযোগ পাবেন গোলাপি বলের টেস্টে নিজেদের খেলার জন্য তৈরি করে নেওয়ার। বিষয়টা ঠিক কী? আসলে অস্ট্রেলিয়া সফরে গিয়ে একটা দিন-রাতের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ভারতীয় ক্রিকেট টিম।

২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতীয় টিমকে প্রথম টেস্টেই গোলাপি বলে খেলতে হয়েছিল। ফলে ভারতের কাছে প্রস্তুতির সুযোগ সেই মতো ছিল না। এমনিতেও ভারত বেশি পিঙ্ক বল টেস্ট খেলে না। এখনও অবধি তিনটে গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে একটাই পিঙ্ক বল টেস্ট খেলেছিল টিম ইন্ডিয়া। ইডেনে সেই ম্যাচ জিতেছিল ভারত। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাডিলেডে গোলাপি বল টেস্টে ৩৬ রানে অলআউট হয়েছল ভারত। এরপর ২০২১ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে জেতে ভারত। এ বার বর্ডার গাভাসকর ট্রফি খেলতে গিয়ে সেই অ্যাডিলেডেই অজিদের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।

গত বারের অস্ট্রেলিয়া সফরে গিয়ে টিম ইন্ডিয়া প্রথমেই গোলাপি বলের টেস্টে খেলে চাপে পড়ে গিয়েছিল। এ বার প্রথমে একটা অনুশীলন ম্যাচ খেলবে ভারত। ১ ডিসেম্বর ক্যানবেরায় প্রাইম মিনিস্টার XI এর বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। যার ফলে পারফরম্যান্স ভালো করার সুযোগও থাকছে টিম ইন্ডিয়ার। শুধু তাই নয়, এ বার সিরিজের দ্বিতীয় টেস্টে রাখা হয়েছে পিঙ্ক বলে খেলা। তাই ভারতীয় টিমের কাছে কিছুদিন অনুশীলন করারও অপশনও রয়েছে।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি—

  • প্রথম টেস্ট – নভেম্বর ২২-২৬, পার্থ
  • দ্বিতীয় টেস্ট – ডিসেম্বর ৬-১০, অ্যাডিলেড (দিনরাতের টেস্ট)
  • তৃতীয় টেস্ট – ডিসেম্বর ১৪-১৮, ব্রিসবেন
  • চতুর্থ টেস্ট – ডিসেম্বর ২৬-৩০, মেলবোর্ন
  • পঞ্চম টেস্ট – জানুয়ারি ৩-৭, সিডনি