India vs Australia, 4th Test 2023, Day 4 Highlights: জমজমাট চতুর্থ দিনের শেষে ভারতের থেকে ৮৮ রানে পিছিয়ে অজিরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 12, 2023 | 5:15 PM

India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) চতুর্থ টেস্ট (4th Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Australia, 4th Test 2023, Day 4 Highlights: জমজমাট চতুর্থ দিনের শেষে ভারতের থেকে ৮৮ রানে পিছিয়ে অজিরা
ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) চতুর্থ টেস্টের লাইভ
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

আমেদাবাদ: বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ, শেষ টেস্টের ফয়সলা হবে শেষ দিনে। তৃতীয় দিনের শেষে ক্রিজে ৫৯ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সঙ্গে ছিলেন রবীন্দ্র জাডেজা। চতুর্থ দিন আমেদাবাদে বিরাটের ব্যাটে এসেছে বহু কাঙ্খিত টেস্ট সেঞ্চুরি। ১২০৫ দিন পর কোহলির টেস্ট শতরানের খরা কাটল। দেশের মাটিতে কেরিয়ারের ৫০তম টেস্ট ম্যাচে খেলতে নেমেছেন বিরাট। আর সেই বিশেষ ম্যাচে কেরিয়ারের ৭৫তম এবং টেস্টে ২৮তম সেঞ্চুরি করলেন বিরাট। পৌঁছে গিয়েছিলেন ডাবল সেঞ্চুরির কাছেও। মাত্র ১৪ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া হয় বিরাটের। শেষ অবধি ৫৭১ রান তুলে থামে ভারত। ৯১ রানের লিড ছিল বিরাটদের। চতুর্থ দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ৬ ওভার খেলে ৩ রান তোলে অজিরা। এ দিন ওপেনিংয়ে নামেন ট্রেভিস হেড ও নাইটওয়াচম্যান ম্যাট কুহনেম্যান। বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের চতুর্থ দিনের হাইলাইটস দেখে নিন TV9Bangla-র এই লাইভব্লগে।

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 12 Mar 2023 05:12 PM (IST)

    বিরাট ও দ্বিশতরানের মধ্যে কাঁটা সেই মার্ফি

    বিরাট সমর্থকদের হতাশ করে দ্বিশতরানের একটু আগে ভারতের প্রাক্তন অধিনায়ককে সাজঘরে ফেরান তরুণ স্পিনার।

    পড়ুন বিস্তারিত – Virat Kohli: মাত্র ১৪ রানের জন্য…বিরাট ও দ্বিশতরানের মধ্যে কাঁটা সেই মার্ফি

  • 12 Mar 2023 05:05 PM (IST)

    চতুর্থ দিনের খেলা শেষ

    • জমজমাট চতুর্থ দিনের খেলা শেষ।
    • চতুর্থ টেস্টের চতুর্থ দিনের তৃতীয় সেশনের শেষ বেলায় ব্যাটিংয়ে নামে অজিরা।
    • দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নামেন ট্রেভিস হেড ও নাইটওয়াচম্যান ম্যাট কুহনেম্যান।
    • চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৬ ওভার ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া।
    • কোনও উইকেট না হারিয়ে ৩ রান তুলেছে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি।
    • দিনের শেষে ভারতের থেকে ৮৮ রানে পিছিয়ে অজিরা।

  • 12 Mar 2023 04:53 PM (IST)

    ৩ ওভারে অস্ট্রেলিয়া ১/০

    • অজিদের দ্বিতীয় ইনিংসের ৩ ওভারের খেলা শেষ।
    • এই ৩ ওভারের মধ্যে কোনও উইকেট না হারিয়ে ১ রান তুলেছে অজিরা।
  • 12 Mar 2023 04:48 PM (IST)

    অজিদের দ্বিতীয় ইনিংস শুরু

    চতুর্থ দিনের তৃতীয় সেশনের শেষ বেলায় ব্যাটিংয়ে নামল অস্ট্রেলিয়া। ট্রেভিস হেডের সঙ্গে নাইটওয়াচম্যান হিসেবে নামলেন ম্যাট কুহনেম্যান।

  • 12 Mar 2023 04:47 PM (IST)

    বিরাট আউট হতেই অল আউট ভারত

    • শ্রেয়স আইয়ার চোটের জন্য প্রথম ইনিংসে নামেননি। তাই বিরাট কোহলি আউট হতেই ইনিংস ব্রেক হয়ে গেল।
    • ৫৭১ রান করে অলআউট হল ভারত।
    • ৯১ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া।
    • ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন বিরাট কোহলি (১৮৬)।
    • অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি, ৩টি করে উইকেট নিয়েছেন নাথান লিয়ঁ ও টড মার্ফি।
  • 12 Mar 2023 04:33 PM (IST)

    ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হল কোহলির

    ৩৬৪ বল খেলে ১৮৬ রানের মাথায় আউট হলেন বিরাট। টড মার্ফি ১৭৮.৫ ওভারের মাথায় তুলে নিলেন বিরাটের উইকেট। মাত্র ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হল কোহলির।

  • 12 Mar 2023 04:23 PM (IST)

    রান আউট উমেশ

    রান আউট হলেন উমেশ যাদব। পিটার হ্যান্ডসকম্ব ডাইরেক্ট হিট করে ফেরালেন উমেশ যাদবকে।

  • 12 Mar 2023 04:18 PM (IST)

    অশ্বিন ফিরলেন ড্রেসিংরুমে

    ম্যাট কুহনেম্যান তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিনের উইকেট। ৭ রান করে মাঠ ছাড়লেন রবিচন্দ্রন অশ্বিন।

  • 12 Mar 2023 04:12 PM (IST)

    ১৭৫ ওভারে ভারত ৫৬৪/৬

    • চতুর্থ টেস্টের চতুর্থ দিনের তৃতীয় সেশনের খেলা চলছে
    • ভারত প্রথম ইনিংসে এখনও অবধি ১৭৫ ওভার খেলেছে
    • ১৭৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৬৪ রান তুলেছে টিম ইন্ডিয়া
    • ক্রিজে বিরাট কোহলি-রবিচন্দ্রন অশ্বিন
    • কোহলি ব্যাট করছেন ৩৪৯ রানে
    • অশ্বিন রয়েছেন ৩ রানে।
  • 12 Mar 2023 03:54 PM (IST)

    অক্ষরের স্টাম্প ছিটকে দিলেন স্টার্ক

    অক্ষর প্যাটেলের উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। ১১৩ বল খেলে ৭৯ রানের মাথায় উইকেট দিয়ে বসলেন অক্ষর।

  • 12 Mar 2023 03:38 PM (IST)

    আপাতত ৫০ রানের বেশি লিড ভারতের

    • ভারতের প্রথম ইনিংসে ১৭০ ওভারের খেলা শেষ
    • ১৭০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৫৩৮
    • ক্রিজে জমে গিয়েছে বিরাট-অক্ষর জুটি
  • 12 Mar 2023 03:17 PM (IST)

    অক্ষরের হাফসেঞ্চুরি

    আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ৯৫ বলে অর্ধশতরান পূর্ণ করলেন অক্ষর।

  • 12 Mar 2023 03:01 PM (IST)

    ভারতের ৫০০ রান পূর্ণ

    ১৬৩.৫ ওভারে ভারতের দলগত ৫০০ রান পূর্ণ হল। ক্রিজে জমাট হচ্ছে বিরাট-অক্ষর জুটি।

  • 12 Mar 2023 03:00 PM (IST)

    কোহলির ১৫০ রান পার

    ১৬৪ তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে পর পর দু’টি চার মারলেন বিরাট কোহলি। তাঁর ব্যক্তিগত ১৫০ রান পূর্ণ হল।

  • 12 Mar 2023 02:57 PM (IST)

    লিড নিল ভারত

    চতুর্থ টেস্টের তৃতীয় সেশনের শুরুতেই অস্ট্রেলিয়ার করা ৪৮০ রান পেরিয়ে গেল ভারত। ফলে বলা যায় প্রথম ইনিংসে আপাতত লিড নিল ভারত।

  • 12 Mar 2023 02:43 PM (IST)

    ১৬০ ওভারে টিম ইন্ডিয়া ৪৭৬/৫

    • ভারতের প্রথম ইনিংসের ১৬০ ওভারের খেলা শেষ
    • এর মধ্যে ৫ উইকেট হারিয়ে ৪৭৬ রান তুলেছে ভারত
    • আপাতত অস্ট্রেলিয়ার থেকে আর মাত্র ৪ রান পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া
  • 12 Mar 2023 02:34 PM (IST)

    তৃতীয় সেশন শুরু

    আমেদাবাদ টেস্টের তৃতীয় সেশন শুরু। চা বিরতির পর মাঠে ফিরলেন বিরাট-অক্ষর।

  • 12 Mar 2023 02:13 PM (IST)

    চা বিরতি

    • আমেদাবাদে চতুর্থ টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষ
    • চা বিরতিতে ভারতের স্কোর ৫ উইকেটে ৪৭২
    • এখনও অস্ট্রেলিয়ার থেকে ৮ রানে পিছিয়ে রয়েছে ভারত
    • চা বিরতিতে বিরাট ১৩৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন
    • অক্ষর ৩৮ রানে অপরাজিত রয়েছেন
  • 12 Mar 2023 01:35 PM (IST)

    বিরাট-অক্ষরের ৫০ রানের পার্টনারশিপ

    ১৪৮.২ ওভারের মাথায় বিরাট কোহলি ও অক্ষর প্যাটেলের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।

  • 12 Mar 2023 01:14 PM (IST)

    ১৪৫ ওভারে ভারত ৪১৯/৫

    • ভারতের প্রথম ইনিংসের ৪১৯ রানের খেলা শেষ
    • আমেদাবাদে চলছে চতুর্থ টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশন
    • ক্রিজে বিরাট কোহলি (১১০*) ও অক্ষর প্যাটেল (১৪*)
  • 12 Mar 2023 12:43 PM (IST)

    বিরাটের সেঞ্চুরি

    টেস্টে তিন অঙ্কের রানের খরা কাটল কোহলির

    বিরাট কোহলির টেস্ট সেঞ্চুরির খরা কাটল। আমেদাবাদ টেস্টে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি করলেন বিরাট।

    পড়ুন বিস্তারিত – Virat Kohli: ‘বিরাট’ অপেক্ষার অবসান, কাটল কোহলির টেস্ট সেঞ্চুরির খরা

  • 12 Mar 2023 12:35 PM (IST)

    হাফসেঞ্চুরি হাতছাড়া হল কেএস ভরতের

    আমেদাবাদ টেস্টের চতুর্থ দিন হাফসেঞ্চুরি হাতছাড়া করলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার কেএস ভরত। ৪৪ রানের মাথায় কেএস ভরতের উইকেট তুলে নিলেন নাথান লিয়ঁ।

  • 12 Mar 2023 12:13 PM (IST)

    ম্যাচের মাঝেই স্ক্যান করাতে হচ্ছে ভারতের কোন ক্রিকেটারকে?

    ভারতীয় শিবিরে চিন্তা বাড়ালেন শ্রেয়স আইয়ার। চতুর্থ দিন ব্যাট করতে নামতে পারেননি শ্রেয়স।

    পড়ুন বিস্তারিত – IND vs AUS, BGT 2023: রোহিতদের বড় ধাক্কা! চোটের কারণে চতুর্থ টেস্টে ব্যাটিংয়ে নামতে পারলেন না ভারতের ব্যাটার 

  • 12 Mar 2023 12:12 PM (IST)

    লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশন শুরু

    • আমেদাবাদে লাঞ্চ বিরতি শেষ
    • লাঞ্চ বিরতির পর চতুর্থ টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু
    • ক্রিজে বিরাট-শ্রীকর
  • 12 Mar 2023 11:35 AM (IST)

    আমেদাবাদে লাঞ্চ বিরতি

    • আমেদাবাদে চতুর্থ টেস্টের চতুর্থ দিন লাঞ্চ বিরতি হল
    • লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৬২
    • সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি
    • বিরাট রয়েছেন অপরাজিত ৮৮ রানে
    • কেএস ভরত রয়েছেন ২৫* রানে
    • প্রথম সেশনের পর অস্ট্রেলিয়ার থেকে ১১৮ রানে পিছিয়ে রয়েছে ভারত
  • 12 Mar 2023 11:28 AM (IST)

    ১৩০ ওভারে ভারত ৩৫৯/৪

    • ভারতের প্রথম ইনিংসের ১৩০ ওভারের খেলা শেষ
    • বিরাট-শ্রীকরের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ
    • ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন বিরাট
  • 12 Mar 2023 10:48 AM (IST)

    ১২০ ওভারে ভারত ৩৩২/৪

    • টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসের ১২০ ওভারের খেলা শেষ হল
    • এর মধ্যে ৪ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৩৩২ রান
    • বিরাট কোহলি-কোনা শ্রীকর ভরতের পার্টনারশিপে উঠেছে এখনও অবধি ২৩ রান
  • 12 Mar 2023 10:12 AM (IST)

    ১১০ ওভারে ভারত ৩১৮/৪

    • চতুর্থ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা চলছে
    • ভারতের প্রথম ইনিংসের ১১০ ওভারের খেলা শেষ
    • ক্রিজে রয়েছেন বিরাট কোহলি-কোনা শ্রীকর ভরত
    • কোহলি ব্যাট করছেন ৬৯ রানে
    • কেএস ভরত রয়েছেন ৭ রানে
  • 12 Mar 2023 10:02 AM (IST)

    জাডেজা আউট

    ১০৭তম ওভারের শেষ বলে টড মার্ফি তুলে নিলেন রবীন্দ্র জাডেজার উইকেট। চতুর্থ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে প্রথম উইকেট হারাল ভারত। ২৮ রান করে মাঠ ছাড়লেন জাডেজা।

  • 12 Mar 2023 09:44 AM (IST)

    টিম ইন্ডিয়ার ৩০০ রান পূর্ণ হল

    ১০১.৪ ওভারের মাথায় টিম ইন্ডিয়ার ৩০০ রান পূর্ণ হল। ক্রিজে কোহলি-জাডেজা জুটি।

  • 12 Mar 2023 09:35 AM (IST)

    ১০০ ওভার শেষে ভারত ২৯৩/৩

    • ভারতের প্রথম ইনিংসের ১০০ ওভারের খেলা শেষ
    • এই ১০০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ২৯৩ রান তুলেছে ভারত
    • এই মুহূর্তে ১৮৭ রানে পিছিয়ে রয়েছে ভারত
  • 12 Mar 2023 09:32 AM (IST)

    শুরু হল চতুর্থ দিনের খেলা

    আমেদাবাদে শুরু হল চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলা। বল হাতে এলেন ক্যামেরন গ্রিন। ক্রিজে বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা।

  • 12 Mar 2023 09:00 AM (IST)

    ভারতের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করে কী বললেন গিল?

    ভারতের মাটিতে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন শুভমন গিল। দেশের মাটিতে শতরান হাঁকিয়ে কী বললেন গিল? দেখুন ভিডিয়ো —

  • 12 Mar 2023 08:40 AM (IST)

    আজ আসবে কি কোহলির ব্যাটে সেঞ্চুরি?

    BGT-র শেষ টেস্টের তৃতীয় দিনের শেষে ৫৯ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। ২০১৯ সালের পর থেকে তাঁর ব্যাটে টেস্ট সেঞ্চুরি নেই। ফলে চতুর্থ দিন ভিকের ব্যাটে সেঞ্চুরি এলে সোনায় সোহাগা হবে।

  • 12 Mar 2023 08:31 AM (IST)

    আজ BGT-র শেষ টেস্টের চতুর্থ দিন

    আজ রবিবার, BGT-র শেষ টেস্টের চতুর্থ দিন। একঘণ্টা পর শুরু হবে চতুর্থ দিনের খেলা

Keshav Maharaj: স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, বিশ্বকাপে খেলা ঘোর অনিশ্চয়তা
WPL 2023 Points Table: মুম্বইয়ের বিজয়রথ বজায় রাখার পালা, এক ঝলকে লিগ টেবলের পরিস্থিতি