AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS, Live Streaming: ফাইনালে ওঠার শেষ সুযোগ; কবে, কখন, কোথায় ও কীভাবে দেখবেন IND vs AUS সেমিফাইনাল ম্যাচ?

India vs Australia, Champions Trophy 2025 Cricket Match Live Streaming: ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। এই মেগা ম্যাচ কখন, কোথায় দেখবেন, জেনে নিন খুঁটিনাটি।

IND vs AUS, Live Streaming: ফাইনালে ওঠার শেষ সুযোগ; কবে, কখন, কোথায় ও কীভাবে দেখবেন IND vs AUS সেমিফাইনাল ম্যাচ?
ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল কীভাবে দেখবেন?Image Credit: TV9 Bangla Graphics
| Updated on: Mar 03, 2025 | 2:32 PM
Share

দুবাই: বাইশ গজে আরও একটা ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বৈরথ। বিগত কয়েক বছরে এই দুটো দল যখনই ক্রিকেট মাঠে মুখোমুখি হয়েছে, উত্তেজনার পারদ ছড়িয়েছে। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছেই ওডিআই বিশ্বকাপ হেরেছিল রোহিত শর্মার ভারত। এ বার মিনি বিশ্বকাপে ফের ভারত-অস্ট্রেলিয়ার মেগা ম্যাচ। হলই বা সেমিফাইনাল, তারপরও এই ম্যাচ যেন ফাইনালের আবহ তৈরি করেছে। এ বারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) গ্রুপ-এর শীর্ষে থেকে ভারত প্রথম সেমিফাইনালে উঠেছে। আর গ্রুপ-বি থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া। জেনে নিন কবে, কখন, কোথায় ও কীভাবে দেখবেন মিনি বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটি কবে হবে?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটি আগামিকাল, মঙ্গলবার (৪ মার্চ) হবে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটি কোথায় হবে?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে। ম্যাচের আগে ২টো নাগাদ টস হবে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস ২ ও স্পোর্টস ১৮-১ এবং স্পোর্টস ১৯-খেল। এ ছাড়া মোবাইলে দেখা যাবে জিওহটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।