লন্ডন : ওভালে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই নিয়ে টানা দ্বিতীয় বার WTC ফাইনালে (WTC Final) ভারত। অস্ট্রেলিয়া প্রথম বার এই ইভেন্টের ফাইনালে উঠেছে। উদ্বোধনী সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বিরাট কোহলিদের। এ বার ভারতীয় দলের কাছে দ্বিতীয় বার ট্রফি জেতার একটা সুযোগ। ভারতের সঙ্গে ট্রফির দূরত্ব ক্রমশ বাড়ছে। প্রথম তিন দিন এক পেশে লড়াই দেখা গিয়েছে ওভালে। তৃতীয় দিন রাহানের লড়াই ভারতীয় শিবিরে সাহস জুগিয়েছিল। ম্যাচ জিততে ভারতের প্রয়োজন আরও ২৮০ রান। ক্রিজে বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। অবিশ্বাস্য কিছু না করতে পারলে ভারতীয় দলের পক্ষে ট্রফি জিতে দেশে ফেরা খুব একটা সম্ভব নয়। পঞ্চম দিন তারই অপেক্ষায় ভারত। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন ভারত-অস্ট্রেলিয়া WTC ফাইনালের চতুর্থ দিনের খুঁটিনাটি।
দ্বিতীয় ইনিংসে ২৭০-৮ স্কোরে ডিক্লেয়ার অজিদের। ভারতের সামনে জয়ের লক্ষ্য ৪৪৪ রান।
ওভালে শেষ দিন জয়ের জন্য ভারতের প্রয়োজন আরও ২৮০ রান। ড্র, হার, জিত। ভারতের সামনে সব রাস্তাই খোলা।
বিতর্ক হওয়ারই কথা। সফ্ট সিগন্যাল নেই। চূড়ান্ত সিদ্ধান্ত ছিল তৃতীয় আম্পায়ারের ওপরই। পড়ুন বিস্তারিত : থার্ড আম্পায়ার কি অন্ধ? শুভমনের আউট নিয়ে সরব সেওয়াগ-শাস্ত্রী, সোশ্যাল মিডিয়ায় হইচই
যতক্ষণ ক্রিজে কোহলি, হার মানবেই বা কী করে ভারতীয় ক্রিকেট প্রেমীরা! বিস্তারিত পড়ুন : মরিচিকার পথে বিরাট-রাহানে, অজিদের ঘুম হবে তো?
শুভমন গিল ক্রিজে থাকলে, আরও সুরক্ষিত থাকত ভারত। বিস্তারিত পড়ুন : গিল আউট নাকি নট আউট? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে জোর বিতর্ক
অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে ভুল শট সিলেকশন। শর্ট পিচ ডেলিভারি। আপার কাটের চেষ্টা। অনেকটাই উঁচুতে বল। লেট খেলেছিলেন পূজারা। কট বিহাইন্ড হয়ে ফিরলেন পূজারা।
অফস্পিনার নাথান লিয়ঁর বোলিংয়ে সুইপের চেষ্টা। লেগ বিফোর রোহিত। অর্ধশতরান হাতছাড়া। ৪৩ রানে ফিরলেন। রিভিউ নিলেও লাভ হয়নি। দ্বিতীয় ইনিংসে পঞ্চম বলেই উইকেট। নাথান লিয়ঁ আরও এক বার মনে করালেন, অশ্বিনকে না খেলিয়ে ভুল করেছে ভারত।
লক্ষ্য ৪৪৪ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও অবধি সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডের চেয়েও বেশি। মিরাকল সম্ভব! বিস্তারিত পড়ুন : ৪টে সেশন, ৪৪৪ রান…রোহিতদের চাই চারটে সেঞ্চুরি! নতুন ইতিহাস লিখবে ভারত?
এ মাসের শুরু থেকে সফ্ট সিগন্যাল তুলে দিয়েছে আইসিসি। গ্রিনের ক্যাচ ক্লিন কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখছেন রিচার্ড কেটেলবোরো। আউটের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের।
দ্বিতীয় নতুন বলে দ্বিতীয় উইকেট সামির। কামিন্সের উইকেটেই ইনিংস ডিক্লেয়ার অজিদের। ভারতের কাছে ৪ টি সেশন সামলানোর চ্যালেঞ্জ।
দ্বিতীয় নতুন বলে উইকেট। মিচেল স্টার্ককে ফেরালেন মহম্মদ সামি। অজি শিবির সম্ভবত ৪৫০ লিডের অপেক্ষায়। ক্রিজে অধিনায়ক প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়ার লিড ৪৫০-র কাছাকাছি। সম্ভবত মিচেল স্টার্কের অর্ধশতরানের অপেক্ষায় অধিনায়ক প্যাট কামিন্স। দ্রুতই ইনিংস ডিক্লেয়ার করতে পারে অজিরা। ভারতের সামনে পাহাড় প্রমাণ লক্ষ্য অপেক্ষা করছে।
দ্বিতীয় নতুন বল নেওয়ার অপশন রয়েছে ভারতের সামনে। সুযোগ হাতছাড়া করলেন না রোহিত শর্মা। দ্বিতীয় নতুন বলে স্পেল শুরু মহম্মদ সামির।
জাডেজার বলে স্লিপে চান্স। বিরাট কোহলি ছিলেন। কঠিন চান্স মিস। আরও একটা বাউন্ডারিতে লিড ৪০০ ছাড়িয়ে গেল অস্ট্রেলিয়ার।
উমেশ যাদবের ডেলিভারি অ্যালেক্স ক্যারির ব্যাটে লেগে স্লিপে। যদিও দুই স্লিপ ক্যাচার বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা দর্শকের ভূমিকায়। কোহলির ক্যাচও বলা যায়। ক্যাচের বদলে বাউন্ডারি। অস্ট্রেলিয়ার লিড ক্রমশ ৪০০-র দিকে।
অনবদ্য একটা ডেলিভারি। ক্যামেরন গ্রিনকে বোল্ড রবীন্দ্র জাডেজার। যদিও অস্ট্রেলিয়ার লিড ৩৪০ রান।
স্পিনের বিরুদ্ধে অ্যালেক্স ক্যারির গড় পেসারদের তুলনায় খুবই কম। ওভালে চতুর্থ দিনের খেলা শুরুর আগে স্পিনের বিরুদ্ধে বিশেষ প্রস্তুতি নেন। জাডেজাকে এখনও অবধি ভালো ভাবেই সামলে দিয়েছেন।
অস্ট্রেলিয়ার লিড ৩০০ ছাড়াল। ব্যাট করছেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। দ্রুত উইকেট ফেলতে চায় ভারত।
দিনের প্রথমেই বড় সাফল্য ভারতের। মার্নাস লাবুশনকে ফেরালেন উমেশ যাদব। গতকালের রানের সঙ্গে ১ রানও যোগ করতে পারেননি। ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া
ওভালে শুরু হল চতুর্থ দিনের খেলা। ব্যাট করতে নেমে আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিন। ভারতের প্রথম লক্ষ্য টেস্ট ফরম্যাটের ১ নম্বর ব্যাটার লাবুশেনকে ফেরানো।
ওভালে WTC ফাইনালের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, টিম ইন্ডিয়ায় এমন ক্রিকেটার রয়েছেন, যাঁরা ম্যাচের মোড় ঘোরাতে ওস্তাদ। ফলে শেষ ২ দিন যে কোনও কিছু হতে পারে। মহারাজ আলাদা করে বিরাট কোহলির নামও উল্লেখ করেছেন।
পড়ুন বিস্তারিত – Sourav Ganguly : ‘চেজমাস্টার কোহলি আছে, ভারতের জয়ের আশাও রয়েছে’, বলছেন সৌরভ
অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ঠিকই, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতকে পাল্টা লড়াই করার জমি খুঁজে দিয়েছেন অজিঙ্ক রাহানে।
পড়ুন বিস্তারিত – Ajinkya Rahane : ক্ষতবিক্ষত আঙুল, যন্ত্রণা চেপে রাহানে বললেন, “আমরা জিততে পারি”
শনিবার ওভালে বৃষ্টির পূর্বাভাস। তাহলে কি ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল গড়াবে রিজার্ভ ডে-তে।
পড়ুন বিস্তারিত – WTC Final 2023 : ওভালে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, চতুর্থ দিনের খেলা ভেস্তে যাবে?
ওভালে চলতি WTC ফাইনালের আজ চতুর্থ দিন। ঘণ্টাখানেক পর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনের খেলা।