IND vs AUS: সিরাজের জন্যই গাব্বায় ভরা গ্যালারি… কেন এমন বলা হচ্ছে?
India vs Australia 3rd Test: তৃতীয় টেস্ট শুরু হয়েছে। ভরা গ্যালারি। ভারতের সমর্থন খুবই কম। বিরাট কোহলি ব্যাটিংয়ে এলে পরিস্থিতি অন্য হবে বলাই যায়। তবে সোশ্যাল মিডিয়ায় নানা কমেন্ট, এই ভিড় যেন মহম্মদ সিরাজের জন্য়ই! কেন এমন বলা হচ্ছে?
ভারতীয় দল যেখানেই খেলুক, সমর্থনের অভাব হয় না। অস্ট্রেলিয়াতেও একই চিত্র। তবে মেলবোর্ন কিংবা সিডনিতে ভারতীয়দের যে ভিড় দেখা যায়, ব্রিসবেনে তুলনামূলক অনেক কম। অস্ট্রেলিয়ার বাকি মাঠগুলিতে যেন ব্যক্তিকেন্দ্রিক সমর্থন। গত কয়েক বছর সেটা বিরাট কোহলির দখলে। ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজের তৃতীয় টেস্ট শুরু হয়েছে। ভরা গ্যালারি। ভারতের সমর্থন খুবই কম। বিরাট কোহলি ব্যাটিংয়ে এলে পরিস্থিতি অন্য হবে বলাই যায়। তবে সোশ্যাল মিডিয়ায় নানা কমেন্ট, এই ভিড় যেন মহম্মদ সিরাজের জন্যই! কেন এমন বলা হচ্ছে?
ব্রিসবেন টেস্টে প্রথম স্পেল সুখের হয়নি সিরাজের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রত্যাশিত ভাবেই বুমরার সঙ্গে নতুন বলে জুটি বাঁধেন সিরাজ। বোলিংয়ের পাশাপাশি গ্যালারির অভিজ্ঞতাও তিক্ত। সিরাজকে বিদ্রুপ করা হয় গ্যালারি থেকে।
Big boo for siraj from the crowd#AUSvIND #TheGabba pic.twitter.com/rQp5ekoIak
— ٭𝙉𝙄𝙏𝙄𝙎𝙃٭ (@nitiszhhhh) December 14, 2024
গত টেস্টে ট্রাভিস হেডের সঙ্গে বাগযুদ্ধে মেতেছিলেন সিরাজ। শেষ অবধি সিরাজই আউট করেন ট্রাভিস হেডকে। তাঁর সেলিব্রেশনের স্টাইল নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছে। শাস্তিও দেওয়া হয়েছে দু-জনকেই। সিরাজের ক্ষেত্রে একটু বেশিই কড়া হয়েছে আইসিসি।
অ্যাডিলেড অধ্যায় শেষ হলেও সিরাজকে নিয়ে গ্যালারির রাগ! তাঁকে বিদ্রুপ করার আরও একটা কারণ আতঙ্ক! গত সফরে এই ব্রিসবেনেই বিধ্বংসী বোলিং করেছিলেন মহম্মদ সিরাজ। ভারত এখানে ম্যাচ এবং সিরিজও জিতেছিল। এ বার ব্রিসবেন থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া। প্রথম বৃষ্টি ব্রেকের পর সিরাজও দুর্দান্ত বোলিং করছিলেন। সিরাজকে নিয়ে গ্যালারির আচরণে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, ওকে বিদ্রুপ করার জন্যই যেন ভিড় বেড়েছে!
Credit must go to Siraj half the crowd seems to be here just to boo him 😭
— mon (@4sacinom) December 14, 2024