BAN T20 Squad: মিরাজ ইন, সৌম্য আউট; বাংলাদেশের স্কোয়াডে চমক ৩৮ বছরের ক্রিকেটার

India vs Bangladesh T20I Series: বিসিবিও স্কোয়াড জানিয়ে দিল। বাদ পড়লেন সৌম্য সরকার। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে চমক মাহমুদুল্লা রিয়াদের জায়গা ধরে রাখা। তেমনই টি-টোয়েন্টি দলে ফেরানো হল মেহেদি হাসান মিরাজকে। অলরাউন্ডার হলেও মিরাজকে ব্যাটিংয়ে বেশি চাইছে বাংলাদেশ, পরিষ্কার করে দিয়েছে বোর্ড।

BAN T20 Squad: মিরাজ ইন, সৌম্য আউট; বাংলাদেশের স্কোয়াডে চমক ৩৮ বছরের ক্রিকেটার
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Sep 29, 2024 | 10:18 PM

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাকিব আল হাসান। টেস্টেও কেরিয়ার ইতির পথে। কানপুর টেস্টের মাঝেই টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একদিন আগেই ভারতের দল ঘোষণা হয়েছে। এ বার বিসিবিও স্কোয়াড জানিয়ে দিল। বাদ পড়লেন সৌম্য সরকার। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে চমক মাহমুদুল্লা রিয়াদের জায়গা ধরে রাখা। তেমনই টি-টোয়েন্টি দলে ফেরানো হল মেহেদি হাসান মিরাজকে। অলরাউন্ডার হলেও মিরাজকে ব্যাটিংয়ে বেশি চাইছে বাংলাদেশ, পরিষ্কার করে দিয়েছে বোর্ড।

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হবে ৬, ৯ ও ১২ অক্টোবর যথাক্রমে গোয়ালিয়র, নয়াদিল্লি এবং হায়দরাবাদে। ৩৮ বছরের মাহমুদুল্লাকে টি-টোয়েন্টি স্কোয়াডে দেখে অনেকেই চমকে উঠতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও পারফর্ম করতে পারেননি মাহমুদুল্লা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান গাজি আশরফ হোসেন বলেন, ‘আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখেই স্কোয়াড বেছে নিয়েছি। তবে অভিজ্ঞ প্লেয়ারদেরও গুরুত্ব দিতে হবে। মাহমুদুল্লার উপর বিশ্বাস রয়েছে। ক্যাপ্টেনের কাছেও নানা বিকল্প থাকছে কম্বিনেশন বেছে নেওয়ার ক্ষেত্রে।’

সংক্ষিপ্ত ফরম্যাটে সদ্য প্রাক্তন সাকিব আল হাসানকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধান নির্বাচক গাজি আশরফ হোসেন। সাকিবের জায়গা যে ভরাট করা সম্ভব নয়, এমনটাই বলেন। মেহেদি হাসান মিরাজকে টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরানো হয়েছে মূলত ব্যাটিংয়ের জন্য। তাঁকে আর মিডল অর্ডার নয়, টপ অর্ডার ব্যাটার হিসেবেই দেখা যাবে ভারতের বিরুদ্ধে সিরিজে। প্রত্যাশামতোই স্কোয়াডে রয়েছেন বিশ্বকাপে নজর কাড়া লেগ স্পিনার রিশাদ হোসেন।

এই খবরটিও পড়ুন

টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতের স্কোয়াড-সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।

বাংলাদেশ স্কোয়াড-নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লা, লিটন দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসা, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।