IND vs ENG: ভারতীয় ক্রিকেটের বড়-দিন! ২০ জুন টেস্ট অভিষেক হয়েছিল আরও তিন কিংবদন্তির
India Vs England 1st Test: বেশ একটা নস্ট্যালজিক মুহূর্ত। তেমনই দীর্ঘ ৮ বছর পর টেস্টে প্রত্যাবর্তন হয়েছে করুণ নায়ায়ের। আলোচনায় ক্যাপ নম্বর ৩১৭। লিডসে অভিষেক হল সাই সুদর্শনের। শুধু তিনিই নন, ২০ জুন ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট দিন।

শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। আইপিএলের মাঝ পথেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুই কিংবদন্তির টেস্ট অবসরের পর প্রথম ম্যাচ। বেশ একটা নস্ট্যালজিক মুহূর্ত। তেমনই দীর্ঘ ৮ বছর পর টেস্টে প্রত্যাবর্তন হয়েছে করুণ নায়ায়ের। আলোচনায় ক্যাপ নম্বর ৩১৭। লিডসে অভিষেক হল সাই সুদর্শনের। শুধু তিনিই নন, ২০ জুন ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট দিন।
রোহিত-বিরাট পরবর্তী সময়ে নতুন কেউ সুযোগ পাবেন এমনটা প্রত্যাশিতই ছিল। দীর্ঘ সময় টেস্ট স্কোয়াডে থাকা অভিমন্যু ঈশ্বরণের দিকেও নজর ছিল। এ বারও তাঁকে অপেক্ষায়ই থাকতে হল। টেস্ট অভিষেক হল বাঁ হাতি ব্যাটার সাই সুদর্শনের। ২০ জুন ভারতীয় ক্রিকেটের জন্য ঐতিহাসিকও বলা যায়। ফলে সাই সুদর্শনের কাছে এই দিনটা আরও স্পেশাল হয়ে উঠতে পারে।
সাল ১৯৯৬। ইংল্যান্ডের মাঠে আজকের দিনেই টেস্ট অভিষেক হয়েছিল ভারতের দুই কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের। লর্ডসে সেই অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন বাঁ হাতি ব্যাটার সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশকে নেতৃত্ব দিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বেও ছিলেন। সর্বকালের অন্যতম সেরা হয়ে উঠেছেন। তেমনই লর্ডসে আজকের দিনে অভিষেক করা রাহুল দ্রাবি়ড় সেই ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও টেস্ট ক্রিকেটে দ্য ওয়াল হয়ে উঠেছিলেন ধীরে ধীরে।
এই দু-জন কিংবদন্তির পাশাপাশি আজকের দিনে অর্থাৎ ২০ জুন আর একজনের টেস্ট ডেবিউ হয়েছিল। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেক হয়েছিল বিরাট কোহলির। সাই সুদর্শনের কাছে এই তিনটি নামের চেয়ে আর বড় প্রেরণা কী হতে পারে!
