IND vs ENG Preview: জায়গা ছাড়বেন কে! কটকে কঠিন ‘সমস্যায়’ টিম ইন্ডিয়া
India vs England 2nd ODI, Cuttack: প্রথম ওয়ান ডে-তে খেলতে পারেননি বিরাট কোহলি। হাঁটুতে চোট ছিল তাঁর। ভারতীয় দলের ব্যাটিং কোচ নিশ্চিত করেছেন, বিরাট খেলার জন্য প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, জায়গা ছাড়বেন কে?

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়েই শুরু করেছে। এর মধ্যে অস্বস্তিও রয়েছে। ক্যাপ্টেন রোহিত শর্মার রানের খরা কাটছে না। ফরম্যাট বদলালেও খারাপ পিছু ছাড়েনি রোহিতের। প্রথম ওয়ান ডে-তে মাত্র ২ রান করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা ভারতীয় টিমের কাছে চিন্তার বিষয়। প্রথম ওয়ান ডে-তে খেলতে পারেননি বিরাট কোহলি। হাঁটুতে চোট ছিল তাঁর। ভারতীয় দলের ব্যাটিং কোচ নিশ্চিত করেছেন, বিরাট খেলার জন্য প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, জায়গা ছাড়বেন কে?
প্রথম ওয়ান ডে-তে শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন বিরাট কোহলি। টেস্ট ও টি-টোয়েন্টিতে নজর কাড়ার পর ওয়ান ডে অভিষেক হয়েছে যশস্বীর। প্রথম ম্যাচে রান না পেলেও ভবিষ্যতের তারকা বলা যায় যশস্বীকে। কিন্তু বিরাট ফিরলে তাঁকেও জায়গা ছাড়তে হতে পারে। সমস্যা অন্যও রয়েছে। রোহিতের সঙ্গে ওপেন করবেন কে? ভাইস ক্য়াপ্টেন শুভমন গিল গত ম্যাচে তিনে ব্যাট করেছিলেন। ৮৭ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছিলেন। বিরাট একাদশে ফেরা মানে সেখানেও বদল করতে হবে।
প্রথম ওয়ান ডে-তে একাদশে নিশ্চিত ছিলেন না শ্রেয়স আইয়ার। বিরাটের চোটেই সুযোগ মিলেছিল শ্রেয়সের। ৩৬ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কম্বিনেশন সেট করে নেওয়াই লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। আপাতত মাথাব্যথা কটক ম্যাচের কম্বিনেশন নিয়েই। বিরাট ফিরলে যশস্বী নাকি শ্রেয়স, কাকে বসানো হবে সেটাই প্রশ্ন। যশস্বী বসলে ওপেনিং জুটি ভাঙতে হবে। গত ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা শ্রেয়সকে বাইরে রাখাও কঠিন।
বোলিং বিভাবে অবশ্য সমস্যা নেই। তবে পরিবর্তন হতেই পারে। অর্শদীপ সিংয়ের ওয়ান ডে অভিষেক হতে পারে। তার অন্যতম কারণ, জসপ্রীত বুমরার ফিটনেস ধোঁয়াশা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হলেও বুমরাকে পাওয়া যাবে কি না নিশ্চিত নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে তাঁর ফিটনেস টেস্ট হওয়ার কথা। আগে থেকে অর্শদীপ সিংকে রেডি করা হতে পারে। হর্ষিত রানার পরিবর্তে সামির সঙ্গে জুটি বাঁধতে পারেন অর্শদীপ। আবার মহম্মদ সামিকে বিশ্রাম দিয়ে অর্শদীপ ও হর্ষিতকে খেলানো হতে পারে। প্রথম ওয়ান ডে-তে স্পিনাররা দুর্দান্ত পারফর্ম করায় এই ঝুঁকি নেওয়া যেতেই পারে।
ভারত বনাম ইংল্য়ান্ড, দ্বিতীয় ওয়ান ডে, দুপুর ১.৩০ থেকে, স্পোর্টস ১৮, ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচার
