AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অশ্বিন-অক্ষরে গর্বিত আমরা, বলছেন বিরাট

ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে এগিয়ে ২-১।

অশ্বিন-অক্ষরে গর্বিত আমরা, বলছেন বিরাট
অশ্বিন-অক্ষরে গর্বিত আমরা, বলছেন বিরাট
| Updated on: Feb 25, 2021 | 9:16 PM
Share

আমদাবাদ: প্রথম টেস্ট হেরে যে চাপ তৈরি হয়েছিল, সেখান থেকে আবার ঘুরে দাঁড়াল ভারতীয় টিম। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে এগিয়ে ২-১। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত করে দিল বিরাট কোহলির টিমের। পরের টেস্ট ড্র করলেও ফাইনালে চলে যাবে ভারত।

মোতেরায় দিন-রাতে টেস্টে জো রুটের টিম দু’দিনেরও কম সময়ে হেরে গেল। ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল দারুণ পারফর্ম করেন। বিপক্ষের ২০টা উইকেটের মধ্যে ১৮টাই তুললেন অশ্বিন-অক্ষররা। দেশের মাঠে সাম্প্রতিক কালে এমন পারফরম্যান্স দেখা যায়নি।

ম্যাচ জেতার পর বিরাট মুখে অক্ষরের প্রশংসা। ভারতের ক্যাপ্টেন বলেছেন, ‘চোটের কারণে জাডেজা ছিকটে যাওয়ার পর বিপক্ষ টিম কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু অক্ষর জাডেজার থেকে জোরে বল করেছে। বাঁ হাতি স্পিনটা বোধহয় গুজরাটিদের ক্ষেত্রে বেশি করে যায়।’

মোতেরাতেই ৪০০ টেস্ট উইকেট তুলে নিলেন অশ্বিন। ভারতীয় স্পিনারদের মধ্যে দ্রুততম। অশ্বিনকে নিয়ে উচ্ছ্বসিত বিরাট। তাঁর কথায়, ‘অশ্বিন যা করেছে, তার জন্য আমরা সবাই গর্বিত। ওকে আমি বলেছি, তোমাকে এবার থেকে পাহাড়চূড়া বলে ডাকব। আধুনিক ক্রিকেটের কিংবদন্তি ও।’

আরও পড়ুন: ধোনিকে টপকে কোহলির মুকুটে নতুন পালক

এত কম সময়ের কোনও টেস্টে কখনও খেলেননি বিরাট। যা নিয়ে অকপট, ‘ম্যাচটা আসলে দ্রুত রান তোলার আর দ্রুত উইকেট পড়ার। তবে আমরা নিজেদের লম্বা ম্যাচের জন্য তৈরি রেখেছিলাম। তবে, কঠিন একটা সিরিজের মধ্যে নিজেদের জন্য একটু সময়ও পাওয়া যাবে।’

আরও পড়ুন:  বিতর্কে যখন বৃহত্তম মোতেরার পিচ!

টসে জিতে আগে ব্যাট নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু সেই অ্যাডভান্টেজটা কাজে লাগাতে পারল না জো রুটের টিম। তা নিয়ে যথেষ্ট আক্ষেপ রয়েছে তাঁর। রুট বলেছেন, ‘টসে জিতে ব্যাট করেছিলাম আগে, তবুও সুবিধাটা নিতে পারলাম না। যদি ২৫০ তুলতে পারতাম প্রথম ইনিংসে, বিপক্ষের উপর চাপ তৈরি করতে পারতাম।’