India vs New Zealand: দ্রাবিড়ের হাত ধরে নতুন ভারতের স্বপ্নের উড়ানের অপেক্ষা

দু'বছর পর জয়পুরের উইকেটে খেলা। জয়পুরের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। রাতে খেলা হওয়ায় শিশির ফ্যাক্টর হতে পারে।

India vs New Zealand: দ্রাবিড়ের হাত ধরে নতুন ভারতের স্বপ্নের উড়ানের অপেক্ষা
India vs New Zealand: দ্রাবিড়ের হাত ধরে নতুন ভারতের স্বপ্নের উড়ানের অপেক্ষা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 11:11 AM

জয়পুর: বিশ্বকাপ অতীত। এবার নতুন ভারতীয় দলের উত্থানের পালা। কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে মাঠে নামছে ভারতীয় দল। টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি ছেড়েছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ড সিরিজেও নেই তিনি। রোহিত শর্মার নেতৃত্বে নতুন ভারতীয় দলের যাত্রা শুরু আজ থেকে।

প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলে নেই অধিনায়ক কেন উইলিয়ামসন। নেতৃত্ব দেবেন টিম সাউদি। জাতীয় দলের বেশ কিছু নতুন মুখের অভিষেক হতে পারে। ভারতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে ভেঙ্কটেশ আইয়ারের। ঋতুরাজ গায়কোয়াড়, হর্ষল প্যাটেল, আবেশ খানদেরও পরখ করে নেওয়ার ভাবনা। তবে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হতে চলেছে কোচ দ্রাবিড়ের অভিষেক। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের হয়ে কোচিং করালেও পাকাপাকিভাবে এই প্রথমবার পূর্ণ মেয়াদে দায়িত্ব পেলেন। আর ১১ মাস পরই অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই লক্ষ্যে এখন থেকেই দল সাজিয়ে নেওয়ার পরিকল্পনা মিস্টার ডিপেন্ডেবলের।

ভারতীয় দলে একজন প্রকৃত অলরাউন্ডারের অভাব দেখা দিয়েছে ইদানিং। সেটা মেটাতে পারেন ভেঙ্কটেশ আইয়ারই। তবে ওপেনিংয়ে নামবেন নাকি পরে ব্যাট করতে দেখা যাবে তাঁকে তা ঠিক হবে ম্যাচের দিনই। ওপেনিংয়ে হয়তো রোহিত-রাহুলের শুরু করতে পারেন। তিনে আসতে পারেন ঈশান কিষান। চারে আসতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। ভাবনায় রয়েছেন শ্রেয়সও। বোলিং বিভাগে থাকতে পারেন আবেশ খান, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ। স্পিনার হিসেবে খেলতে পারেন অক্ষর প্যাটেল।

দু’বছর পর জয়পুরের উইকেটে খেলা। জয়পুরের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। রাতে খেলা হওয়ায় শিশির ফ্যাক্টর হতে পারে।

গত ১৮ বছরে আইসিসির সমস্ত ইভেন্টেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। কিউয়িদের হারিয়েই সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্যে এগিয়ে যাওয়াই এখন লক্ষ্য দ্রাবিড়ের ভারতের।

আরও পড়ুন: রাহানের সংসার সামলাচ্ছেন বাংলার কোচ রাজীব

আরও পড়ুন: India vs New Zealand 1st T20I Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ

আরও পড়ুন: ICC: ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ সালে আয়োজক পাকিস্তান