AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাহানের সংসার সামলাচ্ছেন বাংলার কোচ রাজীব

মুম্বইতে পূজারাদের সঙ্গে দ্রাবিড় হয়ে রাহানেদের সংসার সামলাচ্ছেন বাংলার এক কোচ রাজীব দত্ত। দ্রাবিড়ের পরিকল্পনা বাস্তবায়িত করার দায়িত্বে তিনি।

রাহানের সংসার সামলাচ্ছেন বাংলার কোচ রাজীব
রাহানের সংসার সামলাচ্ছেন বাংলার কোচ রাজীব (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 11:04 AM
Share

অভিষেক সেনগুপ্ত

গত এক দশক ধরে ভারতীয় ক্রিকেটে প্রায় প্রবাদের মতো একটা কথা চালু রয়েছে— রাহুল দ্রাবিড় (Rahul Dravid) থাকুন আর না-ই থাকুন, সর্বত্র রয়েছে তাঁর ছায়া! গত এক দশক ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ হিসেবে তরুণ প্রজন্মকে নীরবে তুলে আনার কাজটা করেছেন ‘দ্য ওয়াল’। এ বার সেই দ্রাবিড় ঢুকে পড়েছেন ভারতীয় ক্রিকেটে। সিনিয়র টিমে চিফ কোচ হিসেবে অভিষেক হতে চলেছে আজ। জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দ্রাবিড়-জমানা শুরু হবে। কিন্তু তাঁর ছায়া থাকছে সর্বত্র।

জয়পুরে রোহিত শর্মাদের ড্রেসিংরুমে হাজির আছেন দ্রাবিড়। কয়েক’শো মাইল দূরে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সেও থাকছেন দ্রাবিড়। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা। আর সেখান দ্রাবিড় হয়ে রাহানেদের সংসার সামলাচ্ছেন বাংলার এক কোচ রাজীব দত্ত (Rajib Dutta)। দ্রাবিড়ের পরিকল্পনা বাস্তবায়িত করার দায়িত্বে তিনি। কেন উইলিয়ামসনের টিমের দুরন্ত বোলিংয়ের বিরুদ্ধে কী ভাবে নিজেদের তৈরি করতে হবে, বোলিংয়ের ভুলত্রুটি, সবই নজরে রাখছেন রাজীব।

ভারতীয় টিমের নতুন সাপোর্ট স্টাফ হিসেবে রাহুলের সঙ্গী হতে চলেছেন বিক্রম রাঠোর, পারশ মামরে, টি দিলীপরা। কিন্তু অজিঙ্ক রাহানে-সহ টেস্ট ক্রিকেটারদের প্রস্তুতির দিকটা দেখছেন রাজীব। বোলারদের দায়িত্বে আছেন অপূর্ব দেশাই। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকলেও রাজীব মিডিয়ার কাছে মুখ খুলতে নারাজ। দু’বেলা প্র্যাক্টিস, রাতে টিম মিটিং, সবই করছেন দ্রাবিড়ের গাইডলাইন মেনে। আর রাজীবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন রাহুল।

প্রাক্তন বাঁ হাতি স্পিনার এক সময় বাংলার বয়সভিত্তিক টিমের কোচিং স্টাফ ছিলেন। সেখান থেকে ত্রিপুরা, ঝাড়খণ্ড হয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন এক সময়। এনসিএ-র চিফ কোচ রাহুলের সঙ্গেই কাজ করে আসছেন তখন থেকে। যে কারণে সদ্য ভারতীয় টিমের কোচ হওয়া রাহুল আস্থাও রাখেন তাঁর উপর। মুম্বইয়ে জাতীয় শিবিরে রয়েছেন রাহানে-পূজারা ছাড়া রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, শ্রীকর ভরত, ইশান্ত শর্মা, উমেশ যাদব, জয়ন্ত যাদবরা। মুম্বইয়ের এক স্থানীয় কোচকে ক্রিকেটারদের ফিল্ডিংয়ের দিকটা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মুম্বইয়ে প্র্যাক্টিস করে কানপুরে যাওয়ার কথা ভারতীয় টিমের। সেখানে চার দিনের কোয়ারান্টিন। কানপুরে প্রথম টেস্ট শুরু ২৫ নভেম্বর থেকে।

রবি শাস্ত্রীর জমানায় ভারতীয় টিম সাফল্য কম পাইনি। আইসিসি টুর্নামেন্ট না জিতলেও গত পাঁচ বছরে টেস্টে ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। এখান থেকেই ভারতীয় টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে রাহুল দ্রাবিড়কে। সেই কারণে বিরাট-রোহিতদের সংসারের প্রতিটা খুঁটিনাটি বিষয়ে সমান নজর রাখছেন তিনি। মঙ্গলবার প্রথম সাংবাদিক সম্মেলনে রাহুল স্পষ্ট করে দিয়েছেন, কোচিং দর্শনে কোনও বদল হবে না। তবে ভারতের বয়সভিত্তিক টিম চালানোর সময় তাঁর কোচিংয়ে যে ধারা ছিল, সিনিয়র টিমের ক্ষেত্রে তা বদলাবে। রাহুলকে ভারতীয় টিমের কোচ করার একটা বড় যুক্তিই হল, ভবিষ্যতের দিকে তাকিয়ে এখন থেকেই জাতীয় টিম তৈরি করার প্রক্রিয়া শুরু করে দেওয়া। এখন যাঁরা ভারতীয় টিমে খেলেন, তাঁদের অনেকেই নানা সমস্যায় দ্রাবিড়কে পাশে পেয়েছেন। সিনিয়রদের সাফল্যমুখী রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে তৈরি করার কাজটা শুরু করে দিয়েছেন তিনি। আর, দ্রাবিড় সভ্যতায় মিশে থাকছেন বাংলার রাজীবও।