IND vs NZ, 2nd T20 Highlights: কিউয়িদের বিরুদ্ধে ৬৫ রানের বড় ব্যবধানে জয় ভারতের

| Edited By: | Updated on: Nov 20, 2022 | 4:47 PM

India vs New Zealand 2nd T20 Live Score: মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।

IND vs NZ, 2nd T20 Highlights: কিউয়িদের বিরুদ্ধে ৬৫ রানের বড় ব্যবধানে জয় ভারতের
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০

মাউন্ট মঙ্গানুই: টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর, টিম ইন্ডিয়া বর্তমানে ব্যস্ত নিউজিল্যান্ড সফরে। এই কিউয়ি সফরে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৩টি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ এবং ৩টি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলার কথা ভারতীয় দলের। এই সিরিজের প্রথম টি২০ ম্যাচ ছিল ওয়েলিংটনে। সেখানে মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আজ বে ওভালে ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে টিম ইন্ডিয়া। কিউয়িদের টার্গেট ছিল ১৯২। ৭ বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় কিউয়িরা। ১২৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন সূর্যকুমার যাদব (১১১*)। নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন টিম সাউদি। ভারতের ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক নিয়েছেন সাউদি। কিউয়িদের হয়ে আজ সর্বাধিক রান এসেছে নেতা উইলিয়ামসনের (৬১) ব্যাটে। ভারতের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন দীপক হুডা (৪টি)।

Key Events

সূর্যর অপরাজিত ১১১

বে ওভালে সূর্যকুমার যাদবের ব্যাটে রানের ফুলঝুলি। ৫১ বলে ১১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন স্কাই।

টি২০ সিরিজে ১-০ এগিয়ে ভারত

কেন উইলিয়ামসনদের টার্গেট ছিল ১৯২। ৭ বল বাকি থাকতেই কিউয়িদের অল আউট করে, ৬৫ রানের বড় ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 20 Nov 2022 04:02 PM (IST)

    ১২৬ রানে অল আউট কিউয়িরা

    • ৬৫ রানের বড় ব্যবধানে জিতল ভারত।
    • ৭ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডকে অল আউট করল মেন ইন ব্লু।
    • ১২৬ রানে গুটিয়ে গেল কিউয়িরা।
    • নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে টিম ইন্ডিয়া।
    • কিউয়িদের টার্গেট ছিল ১৯২।
    • ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন সূর্যকুমার যাদব (১১১*)।
    • নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন টিম সাউদি।
    • ভারতের ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক নিয়েছেন সাউদি।
    • কিউয়িদের হয়ে আজ সর্বাধিক রান এসেছে নেতা উইলিয়ামসনের (৬১) ব্যাটে।
    • ভারতের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন দীপক হুডা (৪টি)।
    • ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব।
  • 20 Nov 2022 04:00 PM (IST)

    সোধির পর সাউদিকে ফেরালেন হুডা

    ১৯তম ওভারে ঈশ সোধির পর টিম সাউদির উইকেট তুলে নিলেন দীপক হুডা।

  • 20 Nov 2022 04:00 PM (IST)

    ঈশ সোধি আউট

    অষ্টম উইকেট হারাল নিউজিল্যান্ড। ১৮.২ ওভারে ঈশ সোধির উইকেট তুলে নিলেন দীপক হুডা।

  • 20 Nov 2022 03:55 PM (IST)

    উইলিয়ামসনের স্টাম্প ছিটকে দিলেন সিরাজ

    ৫২ বলে ৬১ রান করে ড্রেসিংরুমে ফিরলেন কিউয়ি নেতা কেন উইলিয়ামসন।

  • 20 Nov 2022 03:53 PM (IST)

    কেনের হাফসেঞ্চুরি

    বে ওভালে দ্বিতীয় টি২০ ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কেন উইলিয়ামসন।

  • 20 Nov 2022 03:52 PM (IST)

    কিউয়িদের ইনিংস বাকি ৩ ওভারের

    • ১৭ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১১১।
    • ম্যাচ জিততে হলে নিউজিল্যান্ডের এখনও প্রয়োজন ১৮ বলে ৮১ রান।
    • ক্রিজে অ্যাডাম মিলনে ও কেন উইলিয়ামসন
  • 20 Nov 2022 03:44 PM (IST)

    স্যান্টনার ফিরলেন ড্রেসিংরুমে

    ১৫.৫ ওভারে ভারতকে ছয় নম্বর উইকেট এনে দিলেন মহম্মদ সিরাজ। ৭ বলে মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন মিচেল স্যান্টনার।

  • 20 Nov 2022 03:40 PM (IST)

    ১৫ ওভারে নিউজিল্যান্ড ৯৮/৫

    • নিউজিল্যান্ডের ইনিংসের ৫ ওভারের খেলা বাকি।
    • শুরুর ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে নিউজিল্যান্ড।
    • ম্যাচ জিততে হলে কিউয়িদের এখনও তুলতে হলে ৩০ বলে ৯৪ রান।
  • 20 Nov 2022 03:31 PM (IST)

    জিমির উইকেট তুলে নিলেন চাহাল

    জিমি নিশামের উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। ৩ বল খেললেও কোনও রান না করেই ড্রেসিংরুমে ফিরতে হলে জিমিকে।

  • 20 Nov 2022 03:26 PM (IST)

    মিচেল আউট

    কিউয়িরা চতুর্থ ধাক্কা খেল ১২.৫ ওভারে। ড্যারেল মিচেলের উইকেট তুলে নিলেন দীপক হুডা। ১১ বলে ১০ রান করে ড্রেসিংরুমে ফিরলেন মিচেল।

  • 20 Nov 2022 03:13 PM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ৭১/৩

    • নিউজিল্যান্ডের ইনিংসের ১০ ওভারের খেলা শেষ।
    • ইনিংসের মাঝপথে নিউজিল্যান্ড তুলেছে ৭১ রান।
    • কিউয়িদের জিততে হলে শেষ ১০ ওভারে তুলতে হবে ৬০ বলে ১২১ রান।
  • 20 Nov 2022 03:10 PM (IST)

    ফিলিপস আউট

    গ্লেন ফিলিপসের উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। তৃতীয় উইকেট হারিয়ে ফেলল নিউজিল্যান্ড। ৬ বলে ১২ রান করে ড্রেসিংরুমে ফিরলেন ফিলিপস।

  • 20 Nov 2022 03:07 PM (IST)

    কনওয়ে আউট

    ২২ বলে ২৫ রান করে মাঠ ছাড়লেন ডেভন কনওয়ে। ভারতকে দ্বিতীয় উইকেট এনে দিলেন ওয়াশিংটন সুন্দর।

  • 20 Nov 2022 02:46 PM (IST)

    ৫ ওভারে নিউজিল্যান্ড ২৫/১

    • নিউজিল্যান্ডের ইনিংসের পাঁচ ওভারের খেলা শেষ
    • শুরুর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫ রান তুলেছে কিউয়িরা
    • ক্রিজে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে
    • কেন ব্যাট করছেন ১১ রানে
    • কনওয়ে রয়েছেন ৯ রানে
  • 20 Nov 2022 02:23 PM (IST)

    অ্যালেন আউট

    প্রথম ওভারের দ্বিতীয় বলে ফিন অ্যালেনের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। শূন্যে ফিরলেন কিউয়ি ওপেনার।

  • 20 Nov 2022 02:10 PM (IST)

    মেন ইন ব্লু থামল ১৯১ রানে

    • টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হল ভারতকে।
    • নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে টিম ইন্ডিয়া।
    • বে ওভালে ঝকমকে সূর্যকুমার যাদবের ব্যাট।
    • ৪৯ বলে সেঞ্চুরি করার পর, শেষ অবধি ৫১ বলে ১১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন স্কাই।
    • শেষ ওভারে হ্যাটট্রিক টিম সাউদির।
    • ১৯.৩, ১৯.৪ ও ১৯.৫ ওভারে পর পর ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া, দীপক হুডা এবং ওয়াশিংটন সুন্দরের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন সাউদি।
  • 20 Nov 2022 02:08 PM (IST)

    সাউদির হ্যাটট্রিক

    হার্দিক পান্ডিয়া, দীপক হুডার পর শেষ ওভারে ওয়াশিংটন সুন্দরের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করে ফেললেন টিম সাউদি।

  • 20 Nov 2022 02:07 PM (IST)

    হুডা আউট

    শেষ ওভারে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার পর দীপক হুডার উইকেট তুলে নিলেন টিম সাউদি

  • 20 Nov 2022 02:05 PM (IST)

    হার্দিক আউট

    শেষ ওভারের তৃতীয় বলে টিম সাউদি তুলে নিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উইকেট। ১৩ বলে ১৩ রান করে ফিরলেন মেন ইন ব্লুর ক্যাপ্টেন।

  • 20 Nov 2022 02:03 PM (IST)

    ১৯তম ওভারে এক্কেবারে জ্বলে উঠলেন স্কাই

    ১৯তম ওভারে চারটি চার এবং একটি ছয় এসেছে সূর্যকুমার যাদবের ব্যাটে। লকি ফার্গুসনের এই ওভারে ২২ রান তুলে নিলেন ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি।

  • 20 Nov 2022 02:00 PM (IST)

    সূর্যর সেঞ্চুরি

    কিউয়িদের বিরুদ্ধে বে ওভালে দ্বিতীয় টি২০ ম্যাচে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন সূর্যকুমার যাদব।

  • 20 Nov 2022 01:56 PM (IST)

    ভারতের ইনিংস বাকি ২ ওভারের

    • ভারতের ইনিংসের ১৮ ওভারের খেলা শেষ।
    • ১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৬৪।
    • ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব।
    • স্কাই ব্যাট করছেন ৮৯ রানে।
    • হার্দিক রয়েছেন ৯ রানে।
  • 20 Nov 2022 01:47 PM (IST)

    হাফসেঞ্চুরি সূর্যর

    টি২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সূর্যর ব্যাট জ্বলে উঠছে। ১৫.২ ওভারে বে ওভালে কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সূর্যকুমার যাদব।

  • 20 Nov 2022 01:43 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১১৯/৩

    • টিম ইন্ডিয়ার ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ।
    • খেলা বাকি আর ৫ ওভারের।
    • ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে টিম ইন্ডিয়া।
  • 20 Nov 2022 01:35 PM (IST)

    শ্রেয়স আউট

    হিট উইকেট হয়ে ড্রেসিংরুমে ফিরলেন শ্রেয়স আইয়ার। ১৩ রান এসেছে তাঁর ব্যাটে। ১২.৪ ওভারে লকি ফার্গুসনের বল মারতে গিয়ে নিজের স্টাম্পে ব্যাট ছুঁইয়ে ফেলেন শ্রেয়স।

  • 20 Nov 2022 01:20 PM (IST)

    ১০ ওভারে ভারত ৭৫/২

    • ভারতের ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • এর মধ্যে দুই উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে টিম ইন্ডিয়া।
    • ক্রিজে সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার।
  • 20 Nov 2022 01:17 PM (IST)

    ঈশান আউট

    ঈশান কিষাণের উইকেট তুলে নিলেন ঈশ সোধি। দ্বিতীয় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ৩১ বলে ৩৬ রান করে মাঠ ছাড়লেন ঈশান।

  • 20 Nov 2022 01:05 PM (IST)

    বৃষ্টি বন্ধ

    খেলা শুরু

    বে ওভালে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। ফের শুরু হল ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি২০ ম্যাচ।

  • 20 Nov 2022 12:47 PM (IST)

    বৃষ্টি শুরু বে ওভালে

    • বৃষ্টির কারণে থমকে গেল ম্যাচ।
    • ভারতের ইনিংসের ৬.৪ ওভারের পর বে ওভালে শুরু হয়ে যায় বৃষ্টি।
    • ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ।
    • ৬.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে টিম ইন্ডিয়া।
    • প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।
    • এ বারও বরুণ দেবতার রোষে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচ।
  • 20 Nov 2022 12:29 PM (IST)

    পন্থ আউট

    ছয় ওভারের প্রথম বলে ঋষভ পন্থের উইকেট তুলে নিলেন লকি ফার্গুসন। ১৩ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন পন্থ।

  • 20 Nov 2022 12:27 PM (IST)

    ৫ ওভারে ভারত ৩৬/০

    • ভারতের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • ঈশান কিষাণ ও ঋষভ পন্থের ওপেনিং জুটিতে এগিয়ে চলেছে মেন ইন ব্লু।
    • ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৬।
  • 20 Nov 2022 12:01 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    টিম ইন্ডিয়ার ইনিংস শুরু। ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন ঈশান কিষাণ ও ঋষভ পন্থ। নতুন বল হাতে এলেন টিম সাউদি।

  • 20 Nov 2022 11:52 AM (IST)

    যত লড়াই এই ট্রফির জন্য

  • 20 Nov 2022 11:46 AM (IST)

    কিউয়িদের একাদশ

    নিউজিল্যান্ডের একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, জেমস নিশ্যাম, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে এবং লকি ফার্গুসন।

  • 20 Nov 2022 11:42 AM (IST)

    মেন ইন ব্লুর একাদশ

    ভারতের একাদশ: ঈশান কিষাণ, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, মহম্মদ সামি এবং যুজবেন্দ্র চাহাল।

  • 20 Nov 2022 11:37 AM (IST)

    টস আপডেট

    বে ওভালে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচের টস হল। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামস।

  • 20 Nov 2022 11:28 AM (IST)

    মেন ইন ব্লু-র ওয়ার্ম আপ

    টি২০ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। আজ দ্বিতীয় ম্য়াচের আগে ওয়ার্ম আপে ব্যস্ত মেন ইন ব্লু।

  • 20 Nov 2022 11:08 AM (IST)

    আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ

    বে ওভালে আজ ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি২০ ম্যাচ।

  • 20 Nov 2022 11:08 AM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর দিলে দেখা যায় এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২১ বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৯ বার, ভারত জিতেছে ১১ বার এবং ম্যাচ অমীমাংসিত ১টি। এ ছাড়া, চলতি সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

Published On - Nov 20,2022 11:00 AM

Follow Us: