
দুবাই: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) গ্রুপ-এ থেকে ভারত (India) ও নিউজিল্যান্ড (New Zealand) পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। আট টিমের এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই নকআউটের সমান। এই পরিস্থিতিতে একে একে গ্রুপ এ-র পাকিস্তান ও বাংলাদেশ বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে। এ বার লড়াই বাকি শুরু ভারত এবং নিউজিল্যান্ডের। কোন টিম এ গ্রুপের শীর্ষে থেকে শেষ চারে যাবে? এই উত্তর পাওয়া যাবে আগামিকাল। দুটো টিমের কাছেই এই ম্যাচ সেমিফাইনালের প্রস্তুতির সমান। টুর্নামেন্টে মেন ইন ব্লু ও কিউয়িরা এখনও অবধি ২টি করে ম্যাচ জিতেছে। জেনে নিন কবে, কখন, কোথায় ও কীভাবে দেখবেন মিনি বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি কবে হবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি আগামিকাল, রবিবার (২ মার্চ) হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি কোথায় হবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি কখন শুরু হবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে। ম্যাচের আগে ২টো নাগাদ টস হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটির লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস ২ ও স্পোর্টস ১৮-১ এবং স্পোর্টস ১৯-খেল। এ ছাড়া মোবাইলে দেখা যাবে জিওহটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।