India vs Pakistan Playing XI: টস জিতলেন বাবর, রোহিতরা পাকিস্তানকে বড় টার্গেট দিতে পারবেন তো?

IND vs PAK, T20 World Cup 2024, Playing XI: নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আজ ভারত-পাকিস্তান ম্যাচ। বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে কোনও বদল নেই। আর ভারতের বিরুদ্ধে খেলার জন্য পাকিস্তানের একাদশ কেমন হল জানেন?

India vs Pakistan Playing XI: টস জিতলেন বাবর, রোহিতরা পাকিস্তানকে বড় টার্গেট দিতে পারবেন তো?
নিউ ইয়র্কের বিশ্বকাপের ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান।Image Credit source: AFP

Jun 09, 2024 | 8:19 PM

কলকাতা: সুপার সানডে আরও জমজমাট হতে চলেছে টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে। ভারত-পাকিস্তান ম্যাচের বল গড়াল বলে। অধীর আগ্রহে থাকা দুই দেশের ক্রিকেট প্রেমীরা তৈরি হয়ে গিয়েছেন রোমাঞ্চ উপভোগ করার জন্য। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিশ্বকাপে অভিষেক হয়েছে এ বারই। আর এ বার নাসাউ স্টেডিয়ামের ইতিহাস গড়ার পালা। যে মাঠে ভারত-পাক মহারণ হয়, তা ঢুকে পড়ে ইতিহাসের পাতায়। এমনিতেই নাসাউের পিচ নিয়ে অস্বস্তি রয়েছেই। এখানে লো-স্কোরিং ম্যাচই দেখা গিয়েছে। ভারত-পাক ম্যাচে কত রান উঠবে? আপাতত মার্কিন মুলুকে ভারত-পাক ম্যাচে টস জিতলেন বাবর আজম। এই ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি ছিল। আর এই বৃষ্টির কারণেই নির্ধারিত সময়ে টস হয়নি। আপাতত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাবর।

চলতি টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ হয়েছিল যে পিচে, সেই পিচেই ভারত-পাকিস্তান। সম্প্রচারকারী চ্যানেলে এমনই নিশ্চিত করা হল। এটাই অস্বস্তিতে ফেলতে পারে দুই দলকে। কারণ পরের দিকে পিচ থেকে টার্নও হতে পারে। একইসঙ্গে অসমান বাউন্সের আতঙ্কও রয়েছে।

পিচে আর্দ্রতার জন্য প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বাবর আজম। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। আর পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন। আজ পাক টিম থেকে বাদ পড়েছেন আজম খান। টস জিতে বাবর আজম বলেন, ‘আবহাওয়া ও পিচের আর্দ্রতার কারণে আমরা প্রথমে বোলিং করব। পরিস্থিতি আমাদের পক্ষে। চারজন ফাস্ট বোলার রয়েছে। আমরা সেরাটা উজাড় করে দিতে চাই। অতীতকে ফেলে আমরা আজকের ম্যাচের জন্য অপেক্ষা করছি। আমরা তৈরি। আমাদের ১০০ শতাংশ দেব। সব সময় ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য আমাদের আত্মবিশ্বাস বেশি।’

টসের পর রোহিত বলেন, ‘আমরাও প্রথমে বোলিং করতাম। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। একটা ভালো স্কোর তুলতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবে ভালো রান তোলার জন্য আমাদের কথা হয়েছে। তারপর আমাদের দেওয়া রান আটকানোর জন্য বোলিং ইউনিট রয়েছে। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যে কোনও কিছু হতে পারে। একই একাদশে খেলব।’

পরিসংখ্যান বলছে এর আগে টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত ও পাকিস্তান ৭ বার মুখোমুখি হয়েছে। তাতে টিম ইন্ডিয়ারই পাল্লা ভারি। কারণ, পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে ভারত জিতেছে ৬ বার। আর পাকিস্তান ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে জিতেছে মাত্র ১ বার। এ বার এই ম্যাচের রেজাল্ট কী হবে?

ভারতের একাদশ -রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং।

পাকিস্তানের একাদশ – বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিকার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ ও মহম্মদ আমির।