
আমেদাবাদ: অবশেষে অপেক্ষার অবসান। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে ব্যাপক উন্মাদনা ছিল। তবে এমন একপেশে ম্যাচ হবে তা যদিও কেউ প্রত্যাশা করেননি। ভারতীয় বোলারদের দাপট, রোহিত শ্রেয়সের হাফ সেঞ্চুরি। ১৯২ রান তাড়া করতে নেমে ১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে বিশাল জয় টিম ইন্ডিয়ার। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে স্কোর লাইন ৮-০ করল ভারত। এ বারের বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিকে মেন ইন ব্লু। ক্রিকেট বিনোদনের পাশাপাশি মাঠ মাতাতে বাড়তি পাওয়া এক ঝাঁক তারকার লাইভ পারফরম্যান্স। এই ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে ক্লিক করুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়ী টিম ইন্ডিয়া। রোহিত টানা দুই ম্যাচেই সফল।শ্রেয়সের ব্যাটিং ভরসা দিল ভারতকে।
আশা ছিল সেঞ্চুরি করবেন। কিন্তু হল না। ৮৬ রানের মাথাায় ফিরতে হল তাঁকে।
১৩ ওভারে দলগত শতরান এল ভারতের ঘরে।
৩৬ বলে হাফ সেঞ্চুর ক্যাপ্টেন রোহিত শর্মার।
বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত। পাওয়ার প্লে-র শেষ বলে হাসান আলি তুলে নেন বিরাট কোহলির উইকেট। ১৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন বিরাট।
শুরুটা ভালো হলেও, মাত্র ১৬ রান করলেই ফিরতে হল গিলকে। ক্রিজে রোহিত-বিরাট জুটি।
সিনিয়র বিশ্বকাপ ডেবিউতে চমক গিলের। ডেঙ্গি থেকে সেরে উঠেই ফর্মে শুভমন। মাঠে নেমেই একের পর এক চার।
১৯২ রানের লক্ষ্য নিয়ে শুরু হল ভারতের ইনিংস। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে শুভমন।
বিস্তারিত পড়ুন: স্নায়ুর চাপে ‘চাপা পড়ল’ পাকিস্তান ব্যাটিং! ভারতের লক্ষ্য ১৯২
৪৯ বল বাকি থাকতেই অলআউট বাবররা। ভারতীয় বোলিংয়ের সামনে ধরাশায়ী পাকিস্তান। ভারতের লক্ষ্য ১৯২।
ফিরেই জাত চেনালেন। হাসানকে ফেরালেন জাডেজা। অনবদ্য ক্যাচ গিলের।
মোতারায় শুরু ‘বুমরা শো।’ ঘরের মাঠে পর-পর দুই উইকেট নিলেন বুমরা। প্রথমে রিজওয়ান ও পরে শাদাব খানকে ফেরালেন তিনি।
সাউদ শাকিলের বিরুদ্ধে আউটের আবেদন রোহিতদের। অন ফিল্ড আম্পায়ার মারিয়া এরাসমাস আউট দেননি। কিপার লোকেশ রাহুলের পরামর্শে রিভিউ নেন রোহিত। রিভিউ সঠির প্রমাণিত হয়। কুলদীপের ঝুলিতে উইকেট।
অর্ধশত রান করেই মনসংযোগ হারালেন বাবর! ভারতের বিরুদ্ধে ওয়ান ডে প্রথম হাফ সেঞ্চুরি বাবরের। এরপরই তাঁর উইকেট ছিটকে দেন সিরাজ।
ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ভারতের বিরুদ্ধে অর্ধশত রান পাক অধিনায়ক বাবর আজমের।
অফ স্ট্যাম্পের অনেক বাইরে বল। জায়গায় দাঁড়িয়ে তাড়া ইমাম উল হকের। পায়ের কোনও মুভমেন্ট ছিল না। উইকেটের পিছনে অনবদ্য একটা ক্যাচ লোকেশ রাহুলের।
এশিয়া কাপে সুপার ৪-এর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব। ২০১৯ ওডিআই বিশ্বকাপও পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য পেয়েছিলেন। গত বিশ্বকাপে তাঁর সেরা শিকার বাবর আজম। ইনিংসের দ্বাদশ ওভারেই আক্রমণে আনা হল কুলদীপকে। ক্রিজে রয়েছেন বাবর।
প্রথম দিকে পরিকল্পনা অনুযায়ী বোলিং হয়নি। মাত্র একটিই সাফল্য। পাওয়ার প্লে শেষ হওয়ায় ফিল্ডিং ছড়িয়ে দেওয়ার সুযোগ থাকছে।
এশিয়া কাপের সেই ডেলিভারি মনে আছে? হার্দিকের ভেতরে আসা ডেলিভারি উইকেট ছিটকে দিয়েছিল বাবরের। পাকিস্তান অধিনায়ক ক্রিজে আসতেই আক্রমণে আনা হল হার্দিককে।
অষ্টম ওভারের শেষ বলে আবদুল্লা শফিককে ফেরালেন লেগ বিফোরের ফাঁদে ফেললেন সিরাজ। ক্রিজে পাক অধিনায়ক বাবর আজম।
বাঁ-হাতি ইমামের বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে এসে মেডেন বুমরার।
ওপেনিংয়ে ইমাম উল হক ও আবদুল্লা শফিক। বোলিংয়ে জসপ্রীত বুমরা। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথম ম্যাচ বুমরার।
টস জিতে বাবরদের ব্যাটিংয়ে পাঠালেন ভারতীয় অধিনায়র রোহিত শর্মা।
কেউ ১২ ঘণ্টা, কেউ আবার ১৪ ঘণ্টা জার্নি করে খেলা দেখতে এসেছেন ব্যাটেল গ্রাউন্ড মোতেরায়।
ছবি: তুষার ঘটক
আর কিছুক্ষণের অপেক্ষা! থিকথিক করছে গ্য়ালারি। তৈরি ভক্তরা।
ছবি: তুষার ঘটক
দুপুর ১২.৩০ টায় শুরু হওয়ার কথা ছিল প্রি-ম্যাচ সেরেমনি। কিন্তু অনুষ্ঠান শুরুতে বিলম্ব।
বিস্তারিত পড়ুন: ‘কিছু খাবার আছে?’, মহারণের আগে আহমেদাবাদ পৌঁছে এ কী বললেন অরিজিৎ!
দিকে-দিকে ছড়িয়েছে ভারত-পাক ম্য়াচের উত্তাপ। আর উত্তাজনা ধরে রাখতে পারছেন না ভক্তরা। পাকিস্তান ব্রিগেডকে বধ করতে তৈরি রোহিত শর্মারা।
ছবি: তুষার ঘটক
উৎসবে মাতোয়ারা নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র।
ছবি: তুষার ঘটক
নানান সাজে সেজেছেন ফ্যানেরা। ভারতের হয়ে গলা ফাটাতো তৈরি!
ছবি: তুষার ঘটক
ম্যাচের ৪ ঘণ্টা আগে স্টেডিয়ামে ঢুকতে পারছেন দর্শকা। নানারকমের সাজে সেজে দলের জন্য গলা ফাটাতে এক্কেবারে তৈরি তাঁরা।
ছবি: তুষার ঘটক
পড়ুন বিস্তারিত: ভারত-পাক ম্যাচের আগে ‘প্রিন্স’ ও ‘কিং কোহলি’র মুড, দেখুন ছবিতে
পড়ুন বিস্তারিত: আমেদাবাদে ‘অষ্টম’ পর্ব, ভারত-পাক ম্যাচের আকর্ষণ চিরন্তন
দেখতে অবিকল বিরাট কোহলির মতো। ক্রিকেটের অন্ধভক্ত তিনি। নাম কার্তিক শর্মা। চণ্ডিগড় থেকে আমেদাবাদ পৌঁছেছেন এই ভক্ত।
ছবি: তুষার ঘটক
ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা!সকাল থেকেই মোতেরার ভক্তদের ঢল।
ছবি: তুষার ঘটক