India vs Pakistan, ICC World Cup: গিলের বিশ্বকাপ ডেবিউ, বাবরদের বিরুদ্ধে রান তাড়া করে জিততে চায় ভারত

IND vs PAK, ICC ODI World Cup: বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। শনি-দুপুরে ভারত-পাক ম্যাচের সাক্ষী হতে মোতেরা ভরিয়েছেন হাজার হাজার দর্শক। গালে তেরঙ্গা আঁকা, বিরাট-রোহিতদের জার্সি পরা দর্শকে ভরেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি। 'ইস বার আট পার' করার লক্ষ্যে আজ নামছে মেন ইন ব্লু।

India vs Pakistan, ICC World Cup: গিলের বিশ্বকাপ ডেবিউ, বাবরদের বিরুদ্ধে রান তাড়া করে জিততে চায় ভারত
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 2:12 PM

অভিষেক সেনগুপ্ত

ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে যত উত্তেজনা তা এ বার আরও বাড়বে। কারণ, মহারণের সময় চলে এসেছে। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের (ICC World Cup) সবচেয়ে বড় ম্যাচ। শনি-দুপুরে ভারত-পাক ম্যাচের সাক্ষী হতে মোতেরা ভরিয়েছেন হাজার হাজার দর্শক। গালে তেরঙ্গা আঁকা, বিরাট-রোহিতদের জার্সি পরা দর্শকে ভরেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি। ‘ইস বার আট পার’ করার লক্ষ্যে আজ নামছে মেন ইন ব্লু। অন্যদিকে গ্রিন আর্মির টার্গেট ভারতের বিরুদ্ধে প্রথম বার ওডিআই বিশ্বকাপের কোনও ম্যাচ জেতা। কয়েন ফ্লিপ করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হেড কল করেন পাক ক্যাপ্টেন বাবর আজম। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার। দুই দলের একাদশ ও টসের পর দুই অধিনায়ক যা বললেন বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টসের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। দারুণ পরিবেশ। আমরা সকলেই দারুণ কিছু অভিজ্ঞতা অর্জন করতে চলেছি। পিচটা বেশ ভালো। শিশির বড় ফ্যাক্টর হতে চলেছে। সেটা মাথায় রেখে আমরা প্রথমে বল করতে চাই। আমরা প্রতিটা ম্যাচেই নিজেদের সেরাটা দিতে চাই। এই রকম একটা টুর্নামেন্টে দলের পরিবেশ রিল্যাক্সড থাকা দরকার। গিল একাদশে ফিরল। ও আসায় ঈশানকে এই ম্যাচ থেকে বাদ দিতে হল। ওর জন্য খারাপ লাগছে। দলের যখন প্রয়োজন ছিল, ও এগিয়ে এসেছিল। গিল আমাদের টিমে গত কয়েক বছর ধরে দারুণ পারফর্ম করছে। বিশেষ করে এই মাঠে। তাই ওকে ফেরানো প্রয়োজন ছিল।’

মেগা ম্যাচে প্রথমে ব্যাট করতে হবে জানার পর বাবর বলেন, ‘আমরাও প্রথমে বোলিং করতাম। পরপর দুটো ম্যাচ জিতেছি। তাই দলের পরিবেশ ভালো। সকলে আত্মবিশ্বাসীও। ঠাসা স্টেডিয়াম। ম্যাচটা উপভোগ করব। আমাদের ফিল্ডিংটাও ভালো করতে হবে। আমাদের অনুশীলন ভালোই হয়েছে। আগের ম্যাচের মতো একই দল নিয়ে নামছি।’

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।

পাকিস্তানের একাদশ – ইমাম উল হক, আবদুল্লা শফিক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাউদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।