IND vs WI, 1st T20: ইতিহাসের সামনে হার্দিক, রইল ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ তে সম্ভাব্য রেকর্ডের তালিকা

India vs West Indies: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচটি হবে ব্রায়ান লারা স্টেডিয়ামে। এই ম্যাচটি বিশেষ টিম ইন্ডিয়ার কাছে। কারণ, আজ ভারতীয় দল ২০০তম টি-২০ ম্যাচে নামতে চলেছে। আর এই ম্যাচে একঝাঁক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের ক্রিকেটাররা।

IND vs WI, 1st T20: ইতিহাসের সামনে হার্দিক, রইল ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ তে সম্ভাব্য রেকর্ডের তালিকা
IND vs WI, 1st T20: ইতিহাসের সামনে হার্দিক, রইল ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ তে সম্ভাব্য রেকর্ডের তালিকা Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 9:39 AM

ত্রিনিদাদ: ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট টি-২০-তে মুখোমুখি হওয়ার জন্য তৈরি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। আজ, ৩ অগস্ট শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ৫ ম্যাচের টি-২০ সিরিজ। টেস্ট সিরিজ ১-০, ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর ভারত এ বার টি-২০ (T20) সিরিজেও ক্যারিবিয়ানদের মাত দেওয়ার জন্য নামবে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচটি হবে ব্রায়ান লারা স্টেডিয়ামে। এই ম্যাচটি বিশেষ টিম ইন্ডিয়ার কাছে। কারণ, আজ ভারতীয় দল ২০০তম টি-২০ ম্যাচে নামতে চলেছে। আর এই ম্যাচে একঝাঁক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের ক্রিকেটাররা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন সেগুলি।

IND vs WI প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কোন কোন রেকর্ড গড়তে পারে মেন ইন ব্লু?

  1. হার্দিক পান্ডিয়া – ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া আর ২টি উইকেট নিলেই টি-২০ ফর্ম্যাটে তাঁর ১৫০টির উইকেট সংখ্যা পূর্ণ হবে। সেইসঙ্গে ৪০০০ এর বেশি টি-২০ রান এবং ১৫০-র বেশি উইকেটের মালিক হওয়া প্রথম ভারতীয় ক্রিকেটারও হবেন তিনি।
  2. সঞ্জু স্যামসন – টি-২০ ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করার জন্য সঞ্জু স্যামসনকে করতে হবে আর ২১ রান। এই রেকর্ড গড়তে পারলে সঞ্জু হবেন এই মাইলফলক স্পর্শ করা ১২তম ভারতীয় ক্রিকেটার।
  3. সূর্যকুমার যাদব – টি-২০ ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করা থেকে ৩২৫ রান দূরে রয়েছেন সূর্যকুমার যাদব।
  4. যুজবেন্দ্র চাহাল – আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি উইকেটের রেকর্ড থেকে ৯টি উইকেট দূরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনি হবেন প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার যিনি এই রেকর্ড গড়বেন। এবং পুরুষ ও মহিলা ক্রিকেটারদের দিক থেকে দীপ্তি শর্মার পর তিনি হবেন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার, যিনি এই কীর্তি অর্জন করবেন।
  5. অর্শদীপ সিং – টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করার জন্য অর্শদীপ সিংয়ের প্রয়োজন ৯টি উইকেট। ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া ও ঝুলন গোস্বামীর পর তিনি হবেন পঞ্চম ভারতীয় পেসার, যিনি এই কীর্তি অর্জন করবেন।
  6. কুলদীপ যাদব – আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করার জন্য কুলদীপ যাদবকে আর নিতে হবে ৪টি উইকেট। তাঁর কাছে সুযোগ রয়েছে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম ৫০টি উইকেটের মালিক হওয়ার।
  7. অক্ষর প্যাটেল – টি-২০ ক্রিকেটে ২৫০০ রান পূর্ণ করার জন্য ভারতীয় তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলের প্রয়োজন আর ৮০ রান। রবীন্দ্র জাডেজার পর তিনি হবেন দ্বিতীয় ক্রিকেটার যিনি টি-২০ ক্রিকেটে ২৫০০ রান ও ১৫০ বা তার বেশি উইকেটের মালিক হবেন।