শুরু থেকেই অজিদের চাপে রাখতে চেয়েছিলেন বুমরারা
'আমরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করেছি, যাতে দুটো দিক থেকেই চাপ তৈরি করা যায়। অশ্বিন অসাধারণ বোলিং করেছে। সিরাজও চমৎকার। বলছেন বুমরা।
TV9 বাংলা ডিজিটাল – চাপে পড়লে পাল্টা চাপ (pressure) দিতে হয়। ভারত সেই কথা মনে পড়িয়ে দিয়েছে মেলবোর্নের প্রথম দিন। অস্ট্রেলিয়াকে (Australia) পাল্টা চাপে রেখেই সফল জশপ্রীত বুমরা- রবিচন্দ্রন অশ্বিনরা। ৫৬ রানে ৪ উইকেট নেওয়া বুমরা ম্যাচের পর বলেই দিয়েছেন, ‘আমরা বেশি দূর ভাবছি না। ম্যাচটার এক-একটা সেশন ধরে এগোতে চাইছি। যেটা করতে চাই, সেটাতেই ফোকাস করছি। যাতে মানসিক ভাবে অবরুদ্ধ না হয়ে পড়ি।’
আরও পড়ুন – অভিষেকেই নজর কাড়লেন সিরাজ-শুভমন
অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু ভারতীয় (India) টিম যে এ ভাবে ঘুরে দাঁড়াবে, কেউই ভাবেনি। বুমরার ব্যাখ্যা, ‘আমরা পজিটিভ থাকার চেষ্টা করেছি। যেটা নিয়ন্ত্রণে আছে, সেটা যাতে আরও নিয়ন্ত্রণে থাকে। যাতে নিজেদের ফিরে পেতে সমস্যা না হয়। আগ্রাসী না হয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠাটা জরুরি ছিল। সেটা হলে সামনে এগোতে সুবিধা হয়।’
ভারতীয় বোলাররা প্রথম সকাল থেকে একে অপরের পাশে থাকার চেষ্টা করেছেন। যার ফল অস্ট্রেলিয়ার ১৯৫ রানে অল আউট হয়ে যাওয়া। বুমরা ম্যাচের পর প্রেস মিটে বলেছেন, ‘আমরা বোলাররা একে অপরকে সাহায্য করার চেষ্টা করেছি, যাতে দুটো দিক থেকেই চাপ তৈরি করা যায়। অশ্বিন তো অসাধারণ বোলিং করেছে। সিরাজও চমৎকার বল করল। বোলিং বিভাগের একজন সদস্য হিসেবে আমি টিমের পারফরম্যান্সে সন্তুষ্ট।’
.@Jaspritbumrah93 was all praise for fellow pacer and #TeamIndia debutant Mohammed Siraj, who put up an impressive performance on Day 1 of the Boxing Day Test against Australia. #AUSvIND pic.twitter.com/tKbUvLVo04
— BCCI (@BCCI) December 26, 2020
আরও পড়ুন – ভারতের বিরুদ্ধে প্রথমবার শূন্য রানে আউট স্মিথ
মেলবোর্নের পিচে আর্দ্রতা দেখে অশ্বিনকে তাড়াতাড়ি বোলিংয়ে নিয়ে আসা হয়েছিল। ‘সকালে বল করার সময় আমরা দেখেছিলাম, পিচে কিছুটা হলেও আর্দ্রতা আছে। সেটা দেখেই ওকে আগে বোলিং করা হয়। সেটা যে ঠিক স্ট্র্যাটেজি ছিল, সেটাও পরিষ্কার হয়ে গিয়েছে। ও টার্ন, বাউন্স দুই-ই পেয়েছে।’