Rohit Sharma: এক সময়ে একটা কাজই… ক্যানবেরায় হঠাৎ রোহিত শর্মার মুখে এমন কথা কেন?

Watch Video: ক্যানবেরার মানুকা ওভালে ভারতের প্রস্তুতি ম্যাচের আগে ঘটেছে একটি ঘটনা। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে বলতে শোনা যায়, 'এক সময়ে একটা কাজই করা যায়।' এ কথা কেন বললেন হিটম্যান?

Rohit Sharma: এক সময়ে একটা কাজই... ক্যানবেরায় হঠাৎ রোহিত শর্মার মুখে এমন কথা কেন?
Rohit Sharma: এক সময়ে একটা কাজই... ক্যানবেরায় হঠাৎ রোহিত শর্মার মুখে এমন কথা কেন?Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 01, 2024 | 11:46 AM

কলকাতা: ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) অনুরাগীরা দেশে তো বটেই, বিদেশেও ছড়িয়ে রয়েছেন। বর্তমানে টিম ইন্ডিয়া (Team India) ব্যস্ত ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে। প্রধানমন্ত্রী একাদশের (Prime Minister XI) বিরুদ্ধে ভারতের ওয়ার্ম ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় দিন (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি) চলছে দুই টিমের ওয়ার্ম আপ ম্যাচ। ক্যানবেরার মানুকা ওভালে ওই ম্যাচের আগে ঘটেছে একটি ঘটনা। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে রোহিত শর্মাকে বলতে শোনা যায়, ‘এক সময়ে একটা কাজই করা যায়।’ এ কথা কেন বললেন হিটম্যান?

আসলে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে সামনে দেখে ঘিরে ধরেন তাঁর একঝাঁক অনুরাগী। কেউ তাঁর কাছ থেকে অটোগ্রাফ তো কেউ আবার সেলফির আবদার করতে থাকেন। এরপর রোহিত তাঁর ভক্তদের অটোগ্রাফ দিতে দিতে বলতে থাকেন, ‘এক সময়ে একটা কাজই তো করা যেতে পারে।’ হাসকা হাসতে দেখা যায় তাঁকে। একে একে অনুরাগীদের অটোগ্রাফ ও সেলফির আবদার মিটিয়ে সেখান থেকে শেষে চলে যান তিনি।

এই খবরটিও পড়ুন

বিরাট কোহলি, রোহিত শর্মারা কখনও তাঁদের ভক্তদের অটোগ্রাফ দেওয়া, সেলফি তোলার আবদারে না করেন না। যাঁরা তাঁদের ভালোবাসায় ভরিয়ে দেন, তাঁদের মুখে হাসি ফোটাতে এই আবদার গুলো মেনে নেন তারকা ক্রিকেটাররা। রোহিতকে পারথ টেস্টে দেখা যায়নি। তিনি পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন। ১৫ নভেম্বর তাঁর ও ঋতিকার ছেলের জন্ম হয়েছে। তাই বোর্ডের থেকে ছুটি নিয়েছিলেন রোহিত। ছেলের জন্মের কয়েকদিন পর তিনি অস্ট্রেলিয়ায় আসেন। এবং টিমের সঙ্গে যোগ দিয়ে পুরোদমে অনুশীলনও করেন। এ বার দেখার অ্যাডিলেড টেস্টের আগে ওয়ার্ম আপ ম্যাচে তিনি কেমন খেলেন।