IND vs BAN: ম্যাচ শেষে গম্ভীরের ক্লাসে লিটন, দীর্ঘক্ষণ কী নিয়ে হল আলোচনা?
Liton meets Gambhir: হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনি-রাতে ছিল ভারত-বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচের শেষে দেখা যায় লিটন দাস কথা বলছেন গৌতম গম্ভীরের সঙ্গে।
কলকাতা: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জমানায় ভারতীয় টিমের ক্রিকেটাররা যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছেন। সদ্য বাংলাদেশকে টেস্ট ও টি-২০ সিরিজ মিলিয়ে ৫-০ ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। হায়দরাবাদে শনি-রাতে ১৩৩ রানের বড় ব্যবধানে সূর্যকুমার যাদবরা জিতেছেন। সঞ্জু স্যামসনের সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটে ২৯৭ রান তোলে টিম ইন্ডিয়া। সেখানে বাংলাদেশ আটকে যায় ৭ উইকেটে ১৬৪ রানে। বাংলাদেশের হয়ে সর্বাধিক রান করেন তৌহিদ হৃদয় (৬৩*) ও লিটন দাস (৪২)। হায়দরাবাদে তৃতীয় টি-২০ ম্যাচ শেষ হতেই বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে (Liton Das) দেখা যায় ভারতের হেড কোচের কাছে যেতে।
সোশ্যাল মিডিয়ায় ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ও বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাসের একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ম্যাচের শেষে লিটন ভারতের কোচের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন। গৌতমের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল, তাঁদের মধ্যে ব্যাটিং নিয়ে, বিশেষ শট নিয়ে আলোচনা হচ্ছিল। সূর্যদের হেড স্যারের কথা মন দিয়ে শুনছিলেন লিটন।
#ICYMI: Gautam Gambhir was seen talking to Litton Das and giving him some tips🙌
📸: Jio Cinema#GautamGambhir #LittonDas #INDvsBAN #INDvBAN #Cricket #SBM pic.twitter.com/ckc4o3wdcg
— SBM Cricket (@Sbettingmarkets) October 13, 2024
ভারত সফরে এসে সে ভাবে লিটন দাসের ব্যাট জ্বলে ওঠেনি। রোহিত শর্মার দলের বিরুদ্ধে ২টো টেস্টে লিটন সব মিলিয়ে করেন ৩৭ রান। আর ২টো টেস্টের পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে লিটন যথাক্রমে করেন ৪, ১৪ ও ৪২ রান। বাংলাদেশের অন্যতম নির্ভর যোগ্য ক্রিকেটার লিটন দাস। কিন্তু ভারত সফরে এসে সে ভাবে তিনি নজর কাড়া পারফর্ম করতে পারেননি। যে কারণে ক্রিকেট মহলে প্রবল সমালোচিতও হয়েছেন।