AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Sourav Ganguly: ধোনিকে নিয়ে নানা সমালোচনা, মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly on MS Dhoni: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় এই ম্যাচ থেকে মরসুমের বাকি সময় চেন্নাইকে ফের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। তার আগে নানা বিষয়েই কথা বললেন ধোনির ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

IPL 2025, Sourav Ganguly: ধোনিকে নিয়ে নানা সমালোচনা, মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Apr 10, 2025 | 8:17 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম চলছে। এখন থেকেই বিশেষ কিছু আন্দাজ করা কঠিন। বেশ কিছু দল ধারাবাবিক ভালো পারফর্ম করছে। আবার অনেক দল খেই হারিয়েছে। এর মধ্যে যেমন চেন্নাই সুপার কিংস। টানা চার ম্যাচে হার। অনেকটাই চাপে চেন্নাই সুপার কিংস। আগামী কাল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় এই ম্যাচ থেকে মরসুমের বাকি সময় চেন্নাইকে ফের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। তার আগে নানা বিষয়েই কথা বললেন ধোনির ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায় 2.O। এআই টেকনোলজির দৌলতে বিজ্ঞান অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের এআই ভার্সন রিলিজ করল এক সংস্থা। সেই অনুষ্ঠানেই নানা বিষয়ে কথা বলেন মহারাজ। আইপিএলের প্লে-অফে কোন দল যেতে পারে? সৌরভ বলেন, ‘এখনও বলার সময় আসেনি। তবে দিল্লি, পঞ্জাব, গুজরাট, আরসিবির মতো দলগুলো এখনও অবধি বেশ ভালো খেলছে।’

প্রতি আইপিএলেই নতুন তারকা উঠে আসে। এ বারও অনেকে নজর কেড়েছেন। এই তরুণদের মধ্যে যেমন নতুন মুখ রয়েছে, তেমনই কিছুটা পরিচিতও। সৌরভ বলেন, ‘আইপিএলে শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, প্রিয়াংশ আর্য, জিশান আলি, অভিষেক পোড়েলের মতো ক্রিকেটাররা উঠে আসছে। রজত পাতিদার দুরন্ত নেতৃত্ব দিচ্ছেন দলকে। আইপিএল তো এরকম প্ল্যাটফর্ম যেখান থেকে এই উদীয়মান ক্রিকেটাররা তারকা হয়ে ওঠে।’

এ মরসুমে ধোনির ব্যাটিং পজিশন এবং পারফরম্যান্স নিয়ে নানা কথাই উঠছে। প্রাক্তন সতীর্থ প্রসঙ্গে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ বলছেন, ‘মহেন্দ্র সিং ধোনি এখনও ছয় মারছে। ভুললে চলবে না ৪৩-এই এভাবে ছক্কা হাঁকাচ্ছে। শটে সেই জোরও রয়েছে। ও খেলবে কী খেলবে না সেটা ওই সিদ্ধান্ত নিক। ওর মনের মধ্যে কী চলছে জানি না। চেন্নাইয়ের জন্য যেটা ভালো হবে ও সেটাই সিদ্ধান্ত নিক। তবে আমি মনে করি ধোনি চেন্নাইতে যতদিন খেলছে নেতৃত্ব দিক। কারণ ওই দলের স্তম্ভ।’