India vs South Africa: বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা, ভেস্তে গেল প্রথম ম্যাচ
IND vs SA 1st T20I Report: অপেক্ষাই সার। রেনবো নেশনে রেইনের জেরে প্রথম ম্যাচে টসই করা গেল না। ক্রিকেটারদের অস্বস্তি বাড়ল। সবচেয়ে বেশি হতাশা সমর্থকদের জন্য। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা। প্রকৃতির ওপর কারও নিয়ন্ত্রণ নেই। প্রথম ম্যাচে তাই হতাশাই সঙ্গী হল। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে শুভমন গিল, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজরা ফিরেছেন। কোচ রাহুল দ্রাবিড়ও। ফলে এই সিরিজ থেকেই বিশ্বকাপের একটা রূপরেখা তৈরির ভাবনা।

ডারবান: রেনবো নেশনে রেইন। দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। আজ টি-টোয়েন্টি দিয়ে শুরু হওয়ার কথা ছিল সিরিজ। ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা। তবে অপেক্ষাই সার। রেনবো নেশনে রেইনের জেরে প্রথম ম্যাচে টসই করা গেল না। ক্রিকেটারদের অস্বস্তি বাড়ল। সবচেয়ে বেশি হতাশা সমর্থকদের জন্য। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা। প্রকৃতির ওপর কারও নিয়ন্ত্রণ নেই। প্রথম ম্যাচে তাই হতাশাই সঙ্গী হল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সদ্য ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল হেরেছে ভারত। টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেও ট্রফি না আসা। সেই হতাশা পুরোপুরি কাটেনি। সে কারণেই নজর পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওয়ান ডে বিশ্বকাপ শেষ হতেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। তবে সিনিয়র ক্রিকেটারদের অনেকেই বিশ্রাম নিয়েছিলেন সেই সিরিজে। সূর্যর নেতৃত্বে ৪-১ ব্য়বধানে সিরিজ জেতে ভারত। তরুণ ক্রিকেটাররা নজর কেড়েছেন।
দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে শুভমন গিল, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজরা ফিরেছেন। কোচ রাহুল দ্রাবিড়ও। ফলে এই সিরিজ থেকেই বিশ্বকাপের একটা রূপরেখা তৈরির ভাবনা। বিশ্বকাপের আগে ভারতের মাত্র আধডজন টি-টোয়েন্টি। তার মধ্যে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই সেরা প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ। যদিও সংখ্যা একটা কমে গেল। ভারতের হাতে রইল পাঁচটি টি-টোয়েন্টি। আইপিএল দিয়েই যেন বিশ্বকাপের প্রস্তুতি সারতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মঙ্গলবার।
