প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার লোয়ার অর্ডার ব্যাটাররা দুর্দান্ত পারফর্ম করেছিলেন। দ্বিতীয় ওয়ান ডে-তেও ভরসা দিলেন। দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতের সামনে লক্ষ্য দাঁড়াল ২৪০ রান। প্রথম ওয়ান ডে-তে ২৩১ রান তাড়ায় নেমে ২৩০ রানে অলআউট হয়েছিল ভারত। ম্যাচ টাই হয়। ভারত-শ্রীলঙ্কার ম্যাচে এটি দ্বিতীয় টাই। এর আগে ১২ বছর আগে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ টাই হয়েছিল। কলম্বোয় দ্বিতীয় ওয়ান ডে-তে একাদশ অপরিবর্তিত রাখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। স্পিন সহায়ক পিচ। স্লগ ওভারে সিরাজ-অর্শদীপ এই ম্যাচেও হতাশ করলেন। ৪৯তম ওভারে ১২ রান আসে। ভারতের লক্ষ্য বাড়ে। শেষ দশ ওভারে ৭৯ রান তোলে শ্রীলঙ্কা। সাত বোলার ব্যবহার করেও লাভ হয়নি।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক চরিত আসালঙ্কা। তাদের একাদশে হাসারঙ্গা নেই। মাত্র এক পেসার অসিত ফার্নান্ডোকে রেখে স্পিনার ভ্যানডারসেকে একাদশে আনে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই গত ম্যাচের হাফসেঞ্চুরিয়ন পাথুম নিশাঙ্ককে ফিরিয়ে বড় ধাক্কা দেন মহম্মদ সিরাজ। দ্রুত ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ছোট ছোট পার্টনারশিপেই নজর দেয় তারা। ভারতীয় স্পিনাররা অনবদ্য বোলিং করেন।
ওয়াশিংটন সুন্দর গত ম্যাচে মাত্র ১ উইকেট নিয়েছিলেন। ইকোনমি ছিল ৬-এর কাছাকাছি। ভারতীয় স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচ করেছিলেন তিনিই। এই ম্যাচে ১০ ওভারে ১টি মেডেন সহ ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট। সিরাজ ১ উইকেট নিলেও পারফরম্যান্সে হতাশ করলেন দুই পেসারই। বিশেষ করে বলতে হয় অর্শদীপ সিংয়ের কথা। ৯ ওভারে ৫৮ রান দেন তিনি। শেষ অবধি ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করে শ্রীলঙ্কা।