
এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রাথমিক ভাবে বোর্ডের তরফে জানানো হয়েছিল দুপুর দেড়টায় সাংবাদিক সম্মেলন শুরু হবে। যদিও খারাপ আবহাওয়ার জন্য ফ্লাইট দেরী হওয়ায় নির্বাচন কমিটির সদস্য সেই টাইমে পৌঁছতে পারেননি। যে কারণে পিছিয়ে দেওয়া হয় এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা। নির্বাচক প্রধান অজিত আগরকর, ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব উপস্থিত হওয়ায় দ্রুতই টিম পাওয়া যাবে এমন প্রত্যাশা ছিল। তেমনই হল। এশিয়া কাপের ১৭তম সংস্করণে ভারতের স্কোয়াড সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে এশিয়া কাপের স্কোয়াডের উপর বাড়তি নজর ছিল। ধরে নেওয়া যায়, এই টিমই কার্যত ধরে রাখা হবে বিশ্বকাপ অবধিও। টি-টোয়েন্টিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শিরোপা ধরে রাখতে মরিয়া ভারতীয় দল। এর জন্য প্রস্তুতি প্রয়োজন। যার শুরুটা হয়ে যাচ্ছে এশিয়া কাপ থেকেই। ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। ভারত অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ।
বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া, সমস্ত নির্বাচক এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব দল নির্বাচন বৈঠকে ছিলেন। সূর্যকুমার যাদবের নেতৃত্বে স্কোয়াড ঘোষণা। ভাইস ক্যাপ্টেন করা হল শুভমন গিলকে।
ভারতের স্কোয়াড-সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হর্ষিত রানা