AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: কেরিয়ারের সপ্তম, ছয় মেরেই ইংল্যান্ডে আরও একটা সেঞ্চুরি ঋষভ পন্থের

India Vs England 1st Test: লিগ পর্বে প্রথম ১৩ ম্যাচের মধ্যে মাত্র একটা হাফসেঞ্চুরি প্লাস ইনিংস খেলেছিলেন। শেষ ম্যাচে জমিয়ে দিয়েছিলেন পন্থ। দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজেও যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন।

Rishabh Pant: কেরিয়ারের সপ্তম, ছয় মেরেই ইংল্যান্ডে আরও একটা সেঞ্চুরি ঋষভ পন্থের
Image Credit: Alex Davidson/Getty Images
| Updated on: Jun 21, 2025 | 5:58 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। সবচেয়ে দামি ক্যাপ্টেনও। তাঁকে আইপিএলের মেগা অকশনে ২৭ কোটি টাকায় নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু পুরো মরসুমেই হতাশ করেছিলেন। প্লে-অফে জায়গা করে নিতে পারেনি লখনউ। লিগ পর্বে প্রথম ১৩ ম্যাচের মধ্যে মাত্র একটা হাফসেঞ্চুরি প্লাস ইনিংস খেলেছিলেন। শেষ ম্যাচে জমিয়ে দিয়েছিলেন পন্থ। দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজেও যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন।

ইংল্যান্ডের মাটিতে আগেও সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে তাঁর আগ্রাসী মনোভাব যে কোনও প্রতিপক্ষকেই চাপে ফেলে। এ বার তাঁকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। দায়িত্ব নিয়ে আরও যেন দুর্দান্ত। ক্রিজে এসে দ্বিতীয় ডেলিভারিতেই চার্জ করেছিলেন। এরপর কিছুটা শান্ত ব্যাটিং করেন। প্রতি বলে মার নয়, বরং একটা পরিণত ইনিংস ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থের ব্যাটে। তাই বলে অ্যাটাকিং ক্রিকেট থেকে সরেছেন তা নয়। তবে অপেক্ষা করেছেন মারার বলের।

লিডস টেস্টের দ্বিতীয় দিনও বেশ কিছু দর্শনীয় শট খেলেন। আবার ছাড়ার বল ছেড়েওছেন দুর্দান্ত ভাবে। ৬ মেরে ৯৪-তে পৌঁছন পন্থ। এরপর অবশ্য খুচরো রানে ৯৯-তে। অপেক্ষা ছিল আরও একটা টেস্ট সেঞ্চুরির। অবশেষে অফস্পিনার শোয়েব বশিরের বোলিংয়ে ছয় মেরে সেঞ্চুরি পার। আইপিএলে সেঞ্চুরি করে যেমন ভল্ট দিয়েছিলেন, লিডসেও সেই সেলিব্রেশন দেখা গেল। একমাত্র উইকেট কিপার হিসেবে ইংল্যান্ডের মাটিতে তিনটি টেস্ট সেঞ্চুরি পন্থের।

পাশাপাশি আরও একটা রেকর্ড গড়লেন ঋষভ পন্থ। ভারতীয় কিপারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি ছিল মহেন্দ্র সিং ধোনির। তিনি আধডজন সেঞ্চুরি করেছিলেন। এরপর রয়েছেন ঋদ্ধিমান সাহা। তাঁর রয়েছে তিনটি সেঞ্চুরি। ধোনিকে ছাপিয়ে সেঞ্চুরির শীর্ষে এখন পন্থ। তাঁর সাতটি টেস্ট সেঞ্চুরি।