AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: সতর্ক হও, মনোভাব বদলাও… রোহিত শর্মাকে পরামর্শ দেশের প্রাক্তনীর

IND vs NZ: পুনে টেস্টে ১১৩ রানে রোহিত ব্রিগেড কিউয়িদের বিরুদ্ধে হারার পর নানা প্রশ্ন উঠছে। ভারতীয় ক্রিকেটারদের সমালোচনাও চলছে। রোহিত শর্মা, গৌতম গম্ভীরদের স্ট্র্যাটেজি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।

Rohit Sharma: সতর্ক হও, মনোভাব বদলাও... রোহিত শর্মাকে পরামর্শ দেশের প্রাক্তনীর
Rohit Sharma: সতর্ক হও, মনোভাব বদলাও... রোহিতকে পরামর্শ দেশের প্রাক্তনীর Image Credit: PTI
| Updated on: Oct 27, 2024 | 3:56 PM
Share

কলকাতা: ছক ভাঙা পথে হেঁটে মাঝে মাঝে সাফল্য যেমন আসে, তেমনই বিপদ হতেও দেরি হয় না। দেশের মাটিতে ১২ বছর পর কোনও টেস্ট সিরিজ হারল টিম ইন্ডিয়া। পুনে টেস্টে ১১৩ রানে রোহিত ব্রিগেড কিউয়িদের বিরুদ্ধে হারার পর নানা প্রশ্ন উঠছে। ভারতীয় ক্রিকেটারদের সমালোচনাও চলছে। রোহিত শর্মা (Rohit Sharma), গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) স্ট্র্যাটেজি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। দেশের এক প্রাক্তন ক্রিকেটার এ বার ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পরামর্শ দিয়েছেন, তাঁর সতর্ক হওয়া উচিত। আর কী কী বললেন তিনি?

ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের মতে, রোহিত শর্মার টি-২০ মানসিকতা থেকে বেরনো উচিত। একইসঙ্গে পুনে টেস্টের চতুর্থ ইনিংসে সরফরাজ খানের আগে ওয়াশিংটন সুন্দরকে ব্যাটিংয়ে পাঠানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ESPNCricinfo-কে সঞ্জয় বলেন, ‘বাঁ হাতি বলে সরফরাজ খানের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে আগে ব্যাটিংয়ে পাঠানো ঠিক হয়নি বলে আমি মনে করি। এটা অদ্ভুত। এই ধরনের টি-২০ মনোভাব বদলাতে হবে রোহিতকে। আরও সতর্ক হতে হবে। এই বাঁ হাতি, ডান হাতি কম্বিনেশন বাছার ক্ষেত্রে। আমার মনে হয় প্লেয়ারদের সামগ্রিক ক্ষমতা দেখে রোহিতের সিদ্ধান্ত নেওয়া উচিত।’

৩৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৪৫ রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। ওপেনার যশস্বী জয়সওয়াল ৭৭ রান করেন। যশস্বীর পর ভারতের দ্বিতীয় ইনিংসে সর্বাধিক রান অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (৪২)। সরফরাজ খানের জায়গায় ব্যাটিং অর্ডারে প্রোমোশন পাওয়া ওয়াশিংটন সুন্দর করে ৪৭ বলে ২১ রান। পুনে টেস্টে ১৩টি উইকেট নিয়ে ভারতকে বিপাকে ফেলেন স্যান্টনার। পান ম্যাচের সেরার পুরস্কারও। ৩ টেস্টের সিরিজের শেষ ম্যাচ বাকি রয়েছে। মুম্বইতে এ বার ওই ম্যাচে রোহিত ব্রিগেড জিততে পারে কিনা সেটাই দেখার।