
কলকাতা: বাইশ গজে বিরাট কোহলি (Virat Kohli) নামা মানেই ম্যাজিক। তাঁর অনুরাগীরা বরাবর সেটাই চান। তিনি মাঠে নামলেই কোনও না কোনও রেকর্ড গড়েন এবং ভাঙেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বিরাট। সেই সঙ্গে এক রেকর্ডের দিক থেকে তিনি ছাপিয়ে যান সচিন তেন্ডুলকরকে। ওডিআইতে দ্রুততম ১৪ হাজার রানের গণ্ডি পেরিয়ে মাস্টার ব্লাস্টারকে পিছনে ফেলেন কোহলি। সচিনের সঙ্গে প্রায়শই বিরাটের তুলনা চলে। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি যেখানে তাঁদের মধ্যে তুলনাতেই যেতে চান না, সেখানে দেশের এক প্রাক্তন ক্রিকেটার আবার সচিনের থেকে কোহলিকে এক বিশেষ জায়গায় এগিয়ে রেখেছেন।
কিং কোহলি বনাম গড অব ক্রিকেট!
চেজমাস্টার তকমা বিরাট কোহলি এমনি এমনি পাননি। বহু ম্যাচে রান তাড়া করে দলকে জিতিয়েছেন বিরাট। সেখানেই কোহলির থেকে খানিক পিছিয়ে সচিন তেন্ডুলকর। এমনটাই জানিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, সচিনের ঝুলি সবকিছুতেই ভর্তি। কিন্তু একটা বিশেষ দক্ষতা রয়েছে বিরাটের। যা অনেকটাই কম রয়েছে সচিনের।
বিরাট বনাম সচিন প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর বলেন, “আমার মতে দু’জনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল সচিন তেন্ডুলকরের থেকে রান তাড়ায় ভালো প্লেয়ার বিরাট কোহলি। তেন্ডুলকর প্রথমে ব্যাটিং করা পছন্দ করতেন। তিনি সম্ভবত নিশ্চিত ছিলেন যে নতুন বলে আউট হবেন না।”
সেখানেই থেমে থাকেননি সঞ্জয়। তিনি আরও বলেন, “বিরাট বেশ কয়েকটা ম্যাচে রান তাড়া করে টার্গেট পূরণ করেছে। এবং শেষ অবধি ম্যাচ খেলেছে। তেন্ডুলকরও বেশ কিছু ম্যাচ রান তাড়া করে জিতেছে। তবে সেই সংখ্যাটা বিরাট কোহলির থেকে বেশি নয়। এ ছাড়া তেন্ডুলকরের ঝুলিতে সব আছে। তবে ওই একটাই জায়গা রয়েছে, যেখানে বিরাট কোহলি ক্রিকেটের ঈশ্বরের থেকে এগিয়ে। আর তা হল রান তাড়ায়।”