
কলকাতা: ক্রিকেট থেকে ফুটবল মাঠ একাধিক বন্ধুত্বের সাক্ষী খেলার দুনিয়া। দেশকে প্রতিনিধিত্ব করেন। তাই খেলাটা যাই হোক, লক্ষ্য একটাই থাকে, দেশের নাম উজ্জ্বল করা। ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি তেমনই একটা নাম। আর ফুটবলে সুনীল ছেত্রী ভারতের আইকন। আন্তর্জাতিক ফুটবলকে অবসর জানালেও পরিস্থিতির কারণে অবসর ভেঙে ফিরতে হয়েছে। দুই খেলার দুই আইকন খুব ভালো বন্ধুও। আর সেই বন্ধুত্বটাই আরও একবার দেখা গেল চিন্নাস্বামীর গ্যালারিতে।
বিরাট কোহলি ও সুনীল ছেত্রী। বিরাট কোহলি বর্তমান সময়ে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। অপর দিকে ভারতীয় ফুটবলের ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী। এই দুজনের বন্ধুত্ব অনেকেরই অজানা নয়। দু-জনেরই দিল্লিতে বেড়ে ওঠা। আর ফ্র্য়াঞ্চাইজি টুর্নামেন্টে খেলেন বেঙ্গালুরুর টিমে। কোহলি আর সুনীলের বন্ধুত্ব দীর্ঘদিনের। ভারতের ফুটবল দল মাঠে নামলে, সুনীলদের উজ্জীবিত করার বার্তা দেন কোহলি। তেমনই ক্রিকেট দলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন সুনীল।
এই দুই খেলোয়াড়ই নিজের ফিটনেসের ব্যাপারে খুব ওয়াকিবহাল। যা তাঁদের শরীরের গঠন ও মাঠে খেলার পারফরম্যান্সই প্রমাণ পায়। দুই বন্ধুর দেখা কিংবা কথা হলে, তাঁদের মধ্যে যেই বিষয় সব থেকে আলোচনা হয় তা হল ফিটনেস। তবে ফিটনেসের ক্ষেত্রে সজাগ হলেও, দু-জনের প্রিয় খাবারও এক। ছোলে ভাটুরে। বিশেষ করে দিল্লির ছোলে ভাটুরে। এই দুই তারকা এত ভালো বন্ধু যে সময় সুযোগ মিললে দেখাও হয়। আরসিবির অনুশীলনেও সুনীলকে উপস্থিত থাকতে দেখা গেছে। বিরাটও ফুটবলে মেতেছেন সুনীলের সঙ্গে।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি ও সিএসকে ম্যাচে আরও একবার দেখা মিলল বিরাট বন্ধুত্বের। হাইভোল্টেজ ম্যাচে গ্যালারিতে একাধিক সেলিব্রেটি উপস্থিত ছিলেন। রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজার মতো স্টার কাপল ছিলেন। তবে ক্রীড়াপ্রেমীদের চোখ টানল কিংবদন্তি সুনীল ছেত্রীর উপস্থিতিতে। বন্ধুকে সমর্থন জানাতে গ্যালারিতে দেখা গেল কিংবদন্তি সুনীল ছেত্রীকে। ক্লাব ফুটবলে দীর্ঘদিন বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন সুনীল। বেঙ্গালুরু এফসিতে তাঁর সতীর্থ ফুটবলার রায়ান উইলিয়ামসকেও ক্রিকেট মাঠে এনেছেন সুনীল।