Gautam Gambhir: বিরাট-রোহিতকে বাধ্য করা হয়নি… বড় কথা বলে দিলেন গম্ভীর!

অনেক দিন পর ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। সব দিক থেকে ইংল্যান্ড সফরের ভারতীয় টিমের কাছে কঠিন পরীক্ষা হতে চলেছে। বুমরা বা শুভমনই শুধু নন, পরীক্ষা গম্ভীরের কাছেও। তিনি যদি সাফল্য দিতে না পারেন, চাপে পড়ে যাবেন।

Gautam Gambhir: বিরাট-রোহিতকে বাধ্য করা হয়নি... বড় কথা বলে দিলেন গম্ভীর!
বিরাট-রোহিতকে বাধ্য করা হয়নি... বড় কথা বলে দিলেন গম্ভীর!Image Credit source: Getty Images

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 23, 2025 | 1:07 PM

কলকাতা: চাপের মুখেই নাকি টেস্ট থেকে অবসর নিতে হয়েছে দুই তারকাকে। প্রথমে বাধ্য হয়েছিলেন রোহিত শর্মা। তারপর বিরাট কোহলি। এমনই প্রচার রয়েছে ক্রিকেট মহলে। এমনও শোনা যাচ্ছে, এই চাপটা নাকি দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীরই। সামনে ইংল্যান্ড সফর। তার ঠিক এক মাস আগে দুই মহাতারকার বিদায়ে ভারতীয় টেস্ট টিমকে নতুন করে গড়তে হবে। সেই কাজটা ভবিষ্যতের দিকে তাকিয়ে করতে চান বলেই নাকি গম্ভীর পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন। তারই ফসল বিরাট ও রোহিতের টেস্ট ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানো। এটা কি সত্যিই? এবার মুখ খুললেন গৌতম গম্ভীর। কী বললেন তিনি?

যতই তাঁকে দাঁড় করানো হোক তোপের মুখে, বিরাট-রোহিতের অবসরের সিদ্ধান্তের দায় নিতে নারাজ গম্ভীর। তাঁর স্পষ্ট দাবি, বিরাট, রোহিতকে অবসর নিতে বাধ্য করা হয়নি। এটা তাঁদের নিজেদের সিদ্ধান্ত। গম্ভীর বলেছেন, ‘কে কখন খেলা শুরু করবে, কখন শেষ করবে, তার নিজের সিদ্ধান্ত। কোচ, নির্বাচক বা অন্য কারও এই অধিকার নেই যে, কোনও ক্রিকেটারকে বলা, সে কখন অবসর নেবে। এটা ভিতর থেকে আসে। এটাও সত্যি যে, আমাদের দুই অভিজ্ঞ, সিনিয়র প্লেয়ারকে বাদ দিয়েই খেলতে হবে।’

ইংল্যান্ড সফর থেকেই নতুন ক্যাপ্টেনের হাতে ভারত। জমপ্রীত বুমরা নেবেন দায়িত্ব। তাঁর সহকারী শুভমন গিল। নতুন ভারতকে সাফল্যে ফেরানোটা যে গম্ভীরের কাছে চ্যালেঞ্জ, সন্দেহ নেই। ভারতীয় টিমের কোচ বলে দিচ্ছেন, ‘এটা আমারও মনে হচ্ছে, নতুনদের কাছে এটা একটা বড় সুযোগ সামনে এগিয়ে এসে বলা, আমি দায়িত্ব নিতে তৈরি। সন্দেহ নেই যে, এটা কঠিন দায়িত্ব। কিন্তু এটা সামলানোর সুযোগ পাবে নতুনরা।’

অনেক দিন পর ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। সব দিক থেকে ইংল্যান্ড সফরের ভারতীয় টিমের কাছে কঠিন পরীক্ষা হতে চলেছে। বুমরা বা শুভমনই শুধু নন, পরীক্ষা গম্ভীরের কাছেও। তিনি যদি সাফল্য দিতে না পারেন, চাপে পড়ে যাবেন।