U19 World Cup 2022: আজ কাপ অভিযানে যশ-হর্নুরদের সামনে দক্ষিণ আফ্রিকা

বাঁ-হাতি ওপেনার হর্নুর সিংকে ঘিরে তুমুল প্রত্যাশা রয়েছে। বয়সভিত্তিক চ্যালেঞ্জার ট্রফিতে ৩টে সেঞ্চুরি করার পরই লাইমলাইটে আসেন। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেন হর্নুর। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও দুরন্ত ব্যাটিং করেন। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের বিরুদ্ধে ৭২ আর ১১১ রান করেন তিনি। এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন।

U19 World Cup 2022: আজ কাপ অভিযানে যশ-হর্নুরদের সামনে দক্ষিণ আফ্রিকা
ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2022 | 9:30 AM

গুয়ানা: আজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ (U19 Cricket World Cup) অভিযানে নামছে ভারত (Indian Cricket Team)। হর্নুর সিং (Harnoor Singh), যশ ধুল (Yash Dhull), রবি কুমারদের (Ravi Kumar) ঘিরে রয়েছে প্রত্যাশার পারদ। ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন হয়ে উঠতে পারেন এই উদীয়মান তারকারাই। যুব বিশ্বকাপের মঞ্চ থেকে উঠে এসেছেন যুবরাজ সিং, মহম্মদ কাইফ, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শুভমন গিলরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বসেরা হওয়ার চ্যালেঞ্জ ভারতের সামনে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ বারও অন্যতম ফেভারিত হৃষিকেশ কানিতকারের ছেলেরা। কোভিডকালে দীর্ঘদিন থমকে ছিল ক্রিকেট। সদ্যসমাপ্ত এশিয়া কাপেই (Asia Cup) একসঙ্গে খেলেছেন যশ ধুল, হর্নুর সিংরা। আর সেই টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয় ভারত।

বাঁ-হাতি ওপেনার হর্নুর সিংকে ঘিরে তুমুল প্রত্যাশা রয়েছে। বয়সভিত্তিক চ্যালেঞ্জার ট্রফিতে ৩টে সেঞ্চুরি করার পরই লাইমলাইটে আসেন। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেন হর্নুর। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও দুরন্ত ব্যাটিং করেন। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের বিরুদ্ধে ৭২ আর ১১১ রান করেন তিনি। এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৪৬ আর আফগানিস্তানের বিপক্ষে ৬৫ রান করেন।

অন্ধ্রপ্রদেশের শেখ রশিদ এবারের অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের সহ অধিনায়ক। তাঁকে ঘিরেও রয়েছে প্রচুর প্রত্যাশা। ১৭ বছরের এই ক্রিকেটার সম্প্রতি এশিয়া কাপে দুরন্ত পারফর্ম করেন। এশিয়া কাপের একটা ম্যাচে ১৩৩ রান করেছিলেন। ব্যাটিং গড় ৬৬.৫০।

বাংলার বাঁ-হাতি পেসার রবি কুমার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অন্যতম প্রধান অস্ত্র। ক্রিকেট বিশেষজ্ঞদের নজরেও আছেন রবি। বাঁ-হাতি ব্যাটারদের সমস্যায় ফেলেন অধিকাংশ সময়েই। বলের সিম পজিশন বেশ ভালো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ৩৪ রানে ৪ উইকেট নেন বাংলার জোরে বোলার।

এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপই ভবিষ্যতের রাস্তা খুলে দিতে পারে হর্নুর, রবিদের সামনে। আজ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আপাতত সেই ম্যাচেই ফোকাস কানিতকারের ছেলেদের। দাদারা প্রোটিয়া সফরে টেস্ট সিরিজ হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভাইরা সেই প্রতিশোধ নিতে মরিয়া।

আরও পড়ুন: IPL 2022: ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে দলে টানল কেকেআর