AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: ১৮ থেকে ১৯! ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট স্কোয়াডে নতুন সদস্য

India Vs England Test Series: ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় বোর্ড। তবে নতুন তথ্য, এ দলের সঙ্গে সফর করা এক ক্রিকেটারকে টেস্ট স্কোয়াডে যোগ করা হয়েছে। যদিও সরকারি ভাবে বোর্ডের তরফে এখনও নিশ্চিত করা হয়নি।

IND vs ENG: ১৮ থেকে ১৯! ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট স্কোয়াডে নতুন সদস্য
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Jun 17, 2025 | 7:08 PM

হাতে গোনা কয়েকটা দিন। শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট স্কোয়াডের অনেকেই ভারত এ দলের সঙ্গে আগে ভাগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছিলেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ম্যাচও খেলেছেন। টেস্ট স্কোয়াডে না থাকা অনেকেও ভারত ‘এ’ দলের হয়ে নজর কেড়েছেন। যেমন সরফরাজ খান দুর্দান্ত পারফর্ম করেছেন। ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় বোর্ড। তবে নতুন তথ্য, এ দলের সঙ্গে সফর করা এক ক্রিকেটারকে টেস্ট স্কোয়াডে যোগ করা হয়েছে। যদিও সরকারি ভাবে বোর্ডের তরফে এখনও নিশ্চিত করা হয়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াডে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংয়ের মতো পেসার রয়েছেন। এ ছাড়াও দুই পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুর এবং নীতীশ কুমার রেড্ডি। দৈনিক জাগরণের খবর অনুযায়ী, পেস আক্রমণকে শক্তিশালী করতে হর্ষিত রানাকে স্কোয়াডে যোগ করা হয়েছে। গত অস্ট্রেলিয়া সফর অর্থাৎ বর্ডার-গাভাসকর ট্রফিতেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হর্ষিতের। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। হঠাৎ কেন তাঁকে রেখে দেওয়ার সিদ্ধান্ত?

স্কোয়াডে জসপ্রীত বুমরা থাকলেও তাঁকে সব ম্যাচে খেলানো হবে না। এ কথা আগেই পরিষ্কার করে দিয়েছিলেন হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর। বুমরা হয়তো তিন টেস্টে খেলবেন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করা হবে। মনে করা হচ্ছে, সে কারণেই হর্ষিতকে রেখে দেওয়া হচ্ছে। দীর্ঘ সফর। কোনও পেসার চোট পেলে সমস্যা বাড়বে। বিকল্প রাখাটা জরুরি।

সরকারি ভাবে বোর্ডের তরফে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল- শুভমন গিল (ক্যাপ্টেন), ঋষভ পন্থ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব