Sourav Ganguly: ‘এভাবেই তো…’, টেস্ট টিমে সাই সুদর্শন, নিজেকেও খুঁজে পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!
India Tour of England: নজর থাকবে ভারতীয় দলের নতুন মুখ সাই সুদর্শনের দিকেও। বাঁ হাতি ব্যাটার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন। এ বার টেস্ট খেলার সম্ভাবনা। সাই সুদর্শনের মধ্যে যেন নিজেকেও খুঁজে পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষের পথে। ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর এ বার ইংল্যান্ডেও। ইতিমধ্যেই ভারতের এ দলের সঙ্গে টেস্ট টিমের অনেক প্লেয়ারই চলে গিয়েছেন। করুণ নায়ার, যশস্বী জয়সওয়াল, শার্দূল ঠাকুর, নীতীশ রেড্ডিরা ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলছেন। সোমবার যাওয়ার কথা লোকেশ রাহুলের মতো সিনিয়র প্লেয়ারদেরও। ৩ জুন আইপিএল ফাইনাল শেষে টিমের বাকি সদস্যরাও দ্রুত রওনা দেবেন। নজর থাকবে ভারতীয় দলের নতুন মুখ সাই সুদর্শনের দিকেও। বাঁ হাতি ব্যাটার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন। এ বার টেস্ট খেলার সম্ভাবনা। সাই সুদর্শনের মধ্যে যেন নিজেকেও খুঁজে পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আইপিএলের এলিমিনেটর ম্যাচ হেরে গিয়েছে গুজরাট টাইটান্স। পুরো মরসুমের মতো তাদের ওপেনার সাই সুদর্শন অবশ্য দুর্দান্ত খেলেছেন। এ মরসুমে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এখনও অবধি এগিয়ে সাই। লাল বলের ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স নজর কাড়ার মতোই। ইংল্যান্ডে তাঁর অভিষেক হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। বাঁ হাতি ব্যাটার, ইংল্যান্ডে টেস্ট অভিষেক। অনেকেই হয়তো এর মধ্যে নানা মিল পেতে পারেন। তরুণ ক্রিকেটারের মধ্যে সৌরভও যেন তেমনই মিল পেলেন।
শহরে একটি অনুষ্ঠানে টেস্ট টিমের নতুন মুখ সাই সুদর্শন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে সৌরভ বলেন, ‘ভালো প্লেয়ার। আশা করি টেস্টেও ভালো খেলবে। ইংল্যান্ড বরাবরই আলাদা। ওখানকার পরিবেশ ব্যতিক্রম। ওর কাছে দুর্দান্ত সুযোগ। এ ভাবেই কেরিয়ার শুরু হয়। সচিন, রাহুল, আমার, কোহলি সবারই এমনভাবেই কেরিয়ার শুরু হয়েছে। পাঁচ ম্যাচের দীর্ঘ সিরিজ। আমি এই টিমটাকে নিয়ে আশাবাদী।’
সৌরভ গঙ্গোপাধ্যায়ের টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডেই। অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। লর্ডসে একই টেস্টে অভিষেক হয়েছিল রাহুল দ্রাবিড়েরও। ৫ রানের জন্য সেঞ্চুরি মিস হয় দ্রাবিড়ের। নতুন প্লেয়ার এমন চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকেই উঠে আসে। সাই সুদর্শনও কি পারবেন সৌরভ-দ্রাবিড়ের পথে এগিয়ে যেতে?
