Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীর বন্ধুও একইরকম বিধ্বংসী, ১৩ বছরের ব্যাটারের ট্রিপল সেঞ্চুরি!
Vaibhav Suryavanshi's Friend: বৈভব খেলেছেন ভারতের যুব দলেও। সামনে ভারতীয় যুব দলের ইংল্যান্ড সফরের স্কোয়াডেও রয়েছেন। তবে ভারতীয় ক্রিকেটের মানচিত্রে তাঁর উত্থান বলা যায় আইপিএলের মঞ্চ থেকেই। সদ্য সমাপ্ত ১৮তম সংস্করণে আইপিএল অভিষেক হয় বৈভবের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঝড় তুলেছিলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। তাঁর বন্ধুও এমন বিধ্বংসী! ৩০০-র উপর স্ট্রাইকরেটে ট্রিপল সেঞ্চুরি মাত্র ১৩ বছরের ব্যাটারের। ১২ বছরে ঘরোয়া ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। এ বার কি তাঁর বন্ধুও সেই পথে এগতে পারবেন? ভবিষ্যৎ যাই হোক, এই ইনিংস নিয়ে জোর আলোচনা চলছে। মাত্র ১৩৪ বলে ৩২৭ রানের অবিশ্বাস্য ইনিংস। আলোচনা হওয়ারই কথা। বৈভবের এই বন্ধুর নাম অয়ন রাজ। একটা সময় বৈভবের সঙ্গে খেলতেন, সেটাই জানিয়েছেন রাজ।
বৈভব খেলেছেন ভারতের যুব দলেও। সামনে ভারতীয় যুব দলের ইংল্যান্ড সফরের স্কোয়াডেও রয়েছেন। তবে ভারতীয় ক্রিকেটের মানচিত্রে তাঁর উত্থান বলা যায় আইপিএলের মঞ্চ থেকেই। সদ্য সমাপ্ত ১৮তম সংস্করণে আইপিএল অভিষেক হয় বৈভবের। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের মঞ্চে। সর্বকনিষ্ঠ হিসেবে আইপিএল খেলার নজির। শুধু তাই নয় মাত্র ৩৫ বলে সেঞ্চুরিতেও নজির গড়েছেন। ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন বৈভব সূর্যবংশীর দখলেই।
বন্ধুই প্রেরণা অয়ন রাজের। ১৩ বছরের এই বিধ্বংসী ব্যাটার জেলা ক্রিকেটের একটি ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেন। ৩০ ওভারের ম্যাচ। সংস্কৃত ক্রিকেট অ্যাকাডেমির হয়ে নামা অয়ন রাজ ২২টি ছয় এবং ৪১টি বাউন্ডারি মেরেছেন। তাঁর ৩২৭ রানের ইনিংসের মধ্যে ২৯৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। বৈভবের পথেই যে এগোতে চান, তাও জানিয়েছেন ১৩ বছরের এই নতুন প্রতিভা। বৈভবের মতো তাঁরও আইপিএলে খেলার স্বপ্ন, তাও জানাতে ভোলেননি।





