AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের নিলাম

আইপিএল-১৪ কোথায় হবে, এখনও ঠিক হয়নি। ঘরের মাঠেই আইপিএল করা হবে। তার আগেই নিলামের পর্ব সেরে ফেলতে চাইছে বোর্ড।

১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের নিলাম
১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের নিলাম
| Updated on: Jan 27, 2021 | 3:54 PM
Share

নয়াদিল্লি: আইপিএলের (IPL) মিনি নিলাম হবে ১৮ ফেব্রুয়ারি, চেন্নাইয়ে। আইপিএলের সরকারি টুইটার হ্যান্ডল থেকে জানিয়ে দিল বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম দুটো টেস্ট চেন্নাইয়েই। ওই সময় বোর্ডের প্রথম সারির কর্তারা থাকবেন ওখানেই। যে কারণে চেন্নাইকেই বাছা হল নিলামের জন্য।

আইপিএল-১৪ কোথায় হবে, এখনও ঠিক হয়নি। ঘরের মাঠেই আইপিএল করা হবে। তার আগেই নিলামের পর্ব সেরে ফেলতে চাইছে বোর্ড। এ বারের আইপিএলের আকর্ষণ হতে চলেছেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা। নিলামে উঠবেন ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ, হরভজন সিংয়ের মতো ক্রিকেটাররাও। আটটা ফ্যাঞ্চাইজি ১৩৯ ক্রিকেটারকে রেখেছে। ছেড়ে দিয়েছে ৩৯জন ক্রিকেটারকে। তাঁদের রাখা হয়েছে নিলামের তালিকায়।

আরও পড়ুন: প্লেয়ার অফ দ্য মান্থ, লড়াইয়ে পন্থ-অশ্বিনরা

আগামী আইপিএলের মিনি নিলামে সবচেয়ে টাকা নিয়ে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব। ৫৩.২০ কোটি। তার পরেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৩৫.৯০ কোটি টাকা) ও রাজস্থান রয়্য়ালস (৩৪.৮৫ কোটি)। নিলামে কলকাতা নাইট রাইডার্সের বাজেট ১০.৭৫ কোটি টাকা।

আরও পড়ুন:  চেন্নাইতে পৌঁছলেন জো রুটরা