IPL 2021: কোভিড যোদ্ধাদের সম্মান জানিয়ে বিশেষ জার্সি বিরাটদের
বিরাটদের দলের মূল জার্সির রং লাল। কিন্তু প্রতিবছর একটি ম্যাচে পরিবেশ সুরক্ষার বার্তা দিয়ে সবুজ জার্সিতে মাঠে নামে আরসিবি। কিন্তু এবার সেই সবুজ জার্সির বদলে কোভিড যোদ্ধাদের (frontline workers) শ্রদ্ধা (tribute) জানাতে আকাশি নীল (blue) রংয়ের জার্সিতে মাঠে দেখা যাবে এবিদের।
দুবাই: কোভিডের (covid) জন্য টেস্ট সিরিজ শেষ না করেই আইপিএলের (IPL) মঞ্চে পা দিতে হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। ইংল্যান্ডে সিরিজ জয়ের সুযোগ না পাওয়ায় কিছুটা হতাশ তিনি। দুবাইয়ে পৌঁছে সেই কথা জানিয়েছেন বিরাট। করোনা (corona) কালে সব কিছুই সম্ভব। তাই সাবধানে থাকার পরামর্শ উঠে এসেছিল বিরাট কোহলির কথায়। এবার জার্সিতেও (jersey) কোভিড সচেতনতার বার্তা নিয়ে হাজির বিরাট কোহলি ও তার দল।
আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে, পিপিই কিটের (PPE kit) রংয়ের বিশেষ জার্সি পরে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। জার্সিতে থাকবে মাস্ক (mask) পরারা মত কোভিড বিধি মেনে চলার বার্তা।
RCB to wear Blue Jersey v KKR on 20th
We at RCB are honoured to sport the Blue kit, that resembles the colour of the PPE kits of the frontline warriors, to pay tribute to their invaluable service while leading the fight against the Covid pandemic.#PlayBold #1Team1Fight pic.twitter.com/r0NPBdybAS
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 14, 2021
বিরাটদের দলের মূল জার্সির রং লাল। কিন্তু প্রতিবছর একটি ম্যাচে পরিবেশ সুরক্ষার বার্তা দিয়ে সবুজ জার্সিতে মাঠে নামে আরসিবি। কিন্তু এবার সেই সবুজ জার্সির বদলে কোভিড যোদ্ধাদের (frontline workers) শ্রদ্ধা (tribute) জানাতে আকাশি নীল (blue) রংয়ের জার্সিতে মাঠে দেখা যাবে এবিদের।
আইপিএলের প্রথম পর্বের সময়ই বেঙ্গালুরুতে কোভিড মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছিল আরসিবি (RCB)। হাসপাতাল গুলিকে সাহায্য করতে ৭৫ কোটি টাকা দেওয়ার পাশাপাশি, তিন লক্ষ লিটার স্যানিটাইজার বিলি, ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর বিলির মত একাধিক পদক্ষেপ নিয়েছিল তারা।
এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কোভিড যোদ্ধাদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে বিরাটের দল। ২০ তারিখ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল দ্বিতীয় পর্বের খেলা শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম পর্বে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে আরসিবি।
আরও পড়ুন: IPL 2021: ক্যাপ্টেন মর্গ্যান ও KKR টিম ম্যানেজমেন্টকে তুলোধনা কুলদীপের