IPL 2021: ক্যাপ্টেন মর্গ্যান ও KKR টিম ম্যানেজমেন্টকে তুলোধনা কুলদীপের

অধিনায়ক ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) বিরুদ্ধেও সরব কুলদীপ। তিনি বলেন, 'আমি জানিনা মর্গ্যান আমাকে কি চোখে দেখে? এ সব ক্ষেত্রে যোগাযোগের অভাব বড় হয়ে দাঁডায়। যদি ভারতীয় দলের ক্ষেত্রে হয়, তাহলে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করা যায়, কেন দল থেকে বাদ পড়লাম।

IPL 2021: ক্যাপ্টেন মর্গ্যান ও KKR টিম ম্যানেজমেন্টকে তুলোধনা কুলদীপের
বোমা ফাটালেন কুলদীপ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2021 | 3:38 PM

দুবাই: রবিবার থেকে শুরু আইপিএল (IPL)। দ্বিতীয় পর্বের খেলা শুরুর আগেই নাইট টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানের ভূমিকা নিয়েও তুলোধনা করলেন চায়নাম্যান। কুলদীপের বিস্ফোরক জবাবে অস্বস্তিতে কেকেআর (KKR)। আকাশ চোপড়ার (Akash Chopra) ইন্টারভিউতে নাইট টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বোমা ফাটান বাঁ-হাতি লেগস্পিনার। এখনও আইপিএলের গ্রুপ পর্বের ৭ ম্যাচ বাকি কেকেআরের। দুবাইতে দলের সঙ্গেও রয়েছেন তিনি। অথচ সেখানে বসেই মর্গ্যানদের বিষোদ্গার কুলদীপের। আকাশ চোপড়ার ইন্টারভিউতে কুলদীপ বলেন, ‘যখন কোনও কোচ কারও সঙ্গে অনেক দিন ধরে আলোচনা চালায়, সে সেই ক্রিকেটারকে ভালো বুঝতে পারে। কিন্তু যখন কোনও যোগাযোগই হয় না, তখন বিষয়টা খুব কঠিন হয়ে দাঁড়ায়। মাঝেমধ্যে আমি বুঝতেই পারি না, আমি খেলছি কি খেলছি না। আদৌ আমি টিমের অংশ কিনা, তা জানতেই পারি না। আমি জানি, দলকে জেতাতে সক্ষম আমি। কিন্তু কোনও অজ্ঞাত কারণে আমাকে দল থেকে বাদ দেওয়া হয়। মাত্র ২ মাসের প্ল্যান নিয়ে ম্যানেজমেন্ট আসে, তাদের পক্ষে কোনও কিছু করাই খুব কঠিন।’ কুলদীপ আরও বলেন, ‘আমার মনে আছে, আইপিএল শুরুর আগে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলাম। কিন্তু কোনও কারণ ছাড়াই ম্যাচের মাঝে আমাকে বসিয়ে দেওয়া হয়। আমি অবাক হয়ে গিয়েছিলাম। তখন আমি বুঝতে পারি, আমার স্কিলের উপর এদের কারও ভরসা নেই। যখন টিমে অনেক অপশন চলে আসে, তখন এমনটাই হয়। কেকেআরে এখন স্পিনারের সংখ্যা অনেক।’ নাইটদের দলে এখন সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী অটোমেটিক চয়েস। এগারো জনের দলে তাঁরাই শুরু করেন। তাই বাইরেই থাকতে হয় কুলদীপকে। নাইট টিম ম্যানেজমেন্টের উপর ক্ষোভ উগড়েই থেমে থাকেননি চায়নাম্যান। অধিনায়ক ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) বিরুদ্ধেও সরব কুলদীপ। তিনি বলেন, ‘আমি জানিনা মর্গ্যান আমাকে কি চোখে দেখে? এ সব ক্ষেত্রে যোগাযোগের অভাব বড় হয়ে দাঁডায়। যদি ভারতীয় দলের ক্ষেত্রে হয়, তাহলে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করা যায়, কেন দল থেকে বাদ পড়লাম। ধরুন, রোহিত শর্মা (Rohit Sharma) দলনায়ক। ওর কাছে স্বাধীন ভাবে গিয়ে জিজ্ঞাসা করা যায়, কেন দল থেকে বাদ পড়লাম। কোন জায়গায় উন্নতি দরকার তা জানা যায়। দলে আমার ভূমিকা কী, তাই অধিনায়কের বোঝা উচিত। আমার থেকে সে কি চাইছে, সেটা তারই বলা উচিত।’ বল গড়ানোর আগেই কুলদীপের মন্তব্যে অশান্ত কেকেআর ড্রেসিংরুম। আইপিএলের পয়েন্ট টেবিলেও ৭ নম্বরে আছে নাইটরা। চায়নাম্যানের চাঞ্চল্যকর অভিযোগের প্রভাব কি হয় সেটাই এখন দেখার।

আরও পড়ুন: FIFA World Cup: দু’বছর অন্তর বিশ্বকাপে সায় কনকাকাফের