IPL 2022 CSK vs PBKS Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ

রবিবারের ম্যাচে মুখোমুখি হতে চলেছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)।

IPL 2022 CSK vs PBKS Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ
জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2022 | 6:44 PM

মুম্বই: আজ, রবিবার আইপিএল-১৫-র নবম দিন। চলতি আইপিএলের (IPL 2022) এগারো নম্বর ম্যাচে মুখোমুখি হতে চলেছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ২টি করে ম্যাচে খেলেছে চেন্নাই ও পঞ্জাব। তার মধ্যে সিএসকে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কেকেআরের কাছে হেরেছিল। এর পর ধোনিরা দ্বিতীয় ম্যাচে হারেন লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসদের কাছে। ফলে আজকের ম্যাচে জাডেজারা হেরে গেলে হারের হ্যাটট্রিক হয়ে যাবে। তাই সেটা আটকানোর মরিয়া চেষ্টা চালাবে ইয়েলোব্রিগেড। অন্যদিকে পঞ্জাব তাদের প্রথম ম্যাচে আরসিবিকে হারালেও, দ্বিতীয় ম্যাচে কেকেআরের কাছে হেরে যায়। ফলে মায়াঙ্করাও আজ জয়ে ফিরতে চাইবেন। তাই বিশেষ নজর রাখতে হবে আজকের ম্যাচে।

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই ও পঞ্জাব। যার মধ্যে ১৫ বার জিতেছে কেকেআর। আর ১০ বার জিতেছে পঞ্জাব।

চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কবে হবে?

চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস ম্যাচটি (৩ এপ্রিল) আজ, রবিবার হবে।

চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কোথায় হবে?

চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে।

চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

আরও পড়ুন: IPL 2022: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ ইডেনে: সূত্র

আরও পড়ুন: IPL 2022: ধোনির পথেই হেঁটেই সাফল্য পাচ্ছেন এই ক্রিকেটার, কার নাম বললেন রবি শাস্ত্রী?

আরও পড়ুন: IPL 2022: বাটলারের দুরন্ত সেঞ্চুরিতে ফের হার রোহিতের মুম্বইয়ের