AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: আজ আইপিএল অভিষেক দুই নতুন দলের

আলজারি যোশেফ ছাড়া প্রথম ম্যাচ থেকেই সব ক্রিকেটারদের পাচ্ছে গুজরাত। দলনায়ক হার্দিক পান্ডিয়া টি-২০ বিশ্বকাপের পর আর মাঠে নামেননি। আইপিএলের মঞ্চেই প্রথম বার দেখা যাবে তাঁকে। ভারতীয় অলরাউন্ডারের সাম্প্রতিক ফর্ম একেবারেই ভালো নেই।

IPL 2022: আজ আইপিএল অভিষেক দুই নতুন দলের
গুজরাত বনাম লখনউ। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 9:00 AM
Share

মুম্বই: সোমবার আইপিএল (IPL) অভিষেক হচ্ছে দুই নতুন দলের। গুজরাত টাইটান্স (Gujarat Titans) আর লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants)। দুটো দলই এ বারের আইপিএলে প্রথম বার খেলতে নামছে। সোমবারই ওয়াংখেড়েতে একে অপরের মুখোমুখি হতে চলেছে। সঞ্জীব গোয়েঙ্কা এর আগেও আইপিএলেও বিনিয়োগ করেছিলেন। চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস সাসপেন্ড থাকার সময় রাইজিং পুনে সুপারজায়ান্টস নামে একটা নতুন দলে বিনিয়োগ করেছিলেন গোয়েঙ্কা। ৮ দলের আইপিএলে দলসংখ্যা বেড়ে এ বার ১০। গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল। দুই দলেই তারকা ক্রিকেটারের সংখ্যা প্রচুর। লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর। আইপিএলের মেগা নিলামে বেশ দায়িত্বের সঙ্গেই দল গঠন করেছেন।

অন্যান্য সব দলে যখন কিছু না কিছু সমস্যা রয়েছে, গুজরাত টাইটান্সে কোনও সমস্যাই নেই। আলজারি যোশেফ ছাড়া প্রথম ম্যাচ থেকেই সব ক্রিকেটারদের পাচ্ছে গুজরাত। দলনায়ক হার্দিক পান্ডিয়া টি-২০ বিশ্বকাপের পর আর মাঠে নামেননি। আইপিএলের মঞ্চেই প্রথম বার দেখা যাবে তাঁকে। ভারতীয় অলরাউন্ডারের সাম্প্রতিক ফর্ম একেবারেই ভালো নেই। আইপিএল থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হার্দিকের। গুজরাত দলে রয়েছেন ঋদ্ধিমান সাহাও। টেস্ট দল থেকে বাদ পড়ার পর ঘুরে দাঁড়ানোর লড়াই ঋদ্ধিরও। এছাড়া শুভমন গিল, রশিদ খান, মহম্মদ সামি, রাহুল তেওয়াটিয়ারাও রয়েছেন গুজরাত দলে।

অন্যদিকে আইপিএল অভিযানের আগেই ধাক্কা খায় লখনউ সুপারজায়ান্টস। চোটের জন্য ছিটকে যান মার্ক উড। লখনউ দলের প্রধান ভরসার নামই অধিনায়ক লোকেশ রাহুল। এছাড়া কুইন্টন ডি’কক, মণীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, আবেশ খান, রবি বিষ্ণোইরা রয়েছেন লখনউয়ের দলে। জেসন হোল্ডার, মার্কাস স্টোয়নিস, কাইল মেয়ার্সদের পাওয়া যাবে না প্রথম ম্যাচে।

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।

গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।

আরও পড়ুন: IPL 2022: ব্র্যাভোর নাচ, রাসেলের হেয়ারস্টাইলে মুগ্ধ নেটিজেনরা