AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022 RR vs GT Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ

বৃহস্পতিবার আইপিএল-১৫-র (IPL 2022) ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)।

IPL 2022 RR vs GT Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ
রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স
| Edited By: | Updated on: Apr 13, 2022 | 6:00 PM
Share

মুম্বই: আগামীকাল, বৃহস্পতিবার আইপিএল-১৫-র (IPL 2022) ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এ বারের আইপিএলে এখনও অবধি ৪টে ম্যাচে খেলেছে পিঙ্ক আর্মি। তারমধ্যে তিনটিতে জয় জুটেছে বাটলারদের কপালে এবং ১টি ম্যাচে হারতে হয়েছে সঞ্জুদের। অন্যদিকে গুজরাত টাইটান্স টানা ৩ ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিকের পর, মরসুমের প্রথম হারের মুখ দেখেছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। দুই দলের ঝুলিতেই আপাতত ৬ পয়েন্ট করে রয়েছে। তবে লিগ শীর্ষে রয়েছে রাজস্থান এবং ৪ নম্বরে রয়েছে টাইটান্সরা। আগামী ম্যাচে জিতে জয়ের ধারা বজায় রাখতে চায় পিঙ্ক আর্মি। তেমনই অন্যদিকে হার্দিকদের লক্ষ্য ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। ফলে আগামীকাল ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কোন দল জেতে সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি কবে হবে?

রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি (১৪ এপ্রিল) আগামীকাল, বৃহস্পতিবার হবে।

রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি কোথায় হবে?

রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে।

রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।

গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।

আরও পড়ুন: IPL 2022: মাহির টিপসে সাফল্যের মুখ দেখলেন শিবম দুবে