Indian Premier League : টাইটেল স্পনসর টাটা, আগে কারা ছিল, টাকার অঙ্কই বা কত?

IPL Title Sponsor : ২০২২-এ ভিভোর সঙ্গে চুক্তি শেষ হয় বোর্ডের। টাইটেল স্পনসরের দৌড়ে বেশ কিছু সংস্থা থাকলেও ভারতীয় সংস্থাই টাইটেইল স্পনসর হয়। ৪৩৯.৮ কোটিতেই টাইটেল স্পনসর হয় টাটা।

Indian Premier League : টাইটেল স্পনসর টাটা, আগে কারা ছিল, টাকার অঙ্কই বা কত?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 9:45 AM

কলকাতা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অনেক কিছুই বদলেছে। সময়ের সঙ্গে নতুন অনেক কিছুর আমদানি হয়েছে। খেলার নিয়ম থেকে শুরু করে টাইটল স্পনসর। বেড়েছে ব্র্য়ান্ড ভ্যালু। ২০০৮ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আট দলের টুর্নামেন্ট এখন বেড়ে হয়েছে দশ দলের। ম্য়াচও বেড়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নানা ভাবেই যে পরিবর্তন হয়েছে তার মধ্য়ে অন্য়তম টাইটেল স্পনসর। বর্তমানে আইপিএলের টাইটেল স্পনসর টাটা। এর জন্য় কত টাকা দিয়েছে টাটা? প্রথম আইপিএলে টাইটেল স্পনসর কারা ছিল? মাঝেও অনেকেই টাইটেল স্পনসর হিসেবে এসেছে। স্পনসরশিপ থেকে ব্র্য়ান্ড ভ্যালু, কী ধরনের বদল হয়েছে আইপিএলে? বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হল TV9Bangla-য়।

উদ্বোধনী আইপিএলের টাইটেল স্পনসর ছিল ডিলএফ। স্পনসরশিপ ফি হিসেবে বার্ষিক ৪০ কোটি টাকা দিত তারা। ২০১২ সাল অবধি ডিলএফ-ই টাইটেল স্পনসর ছিল। টুর্নামেন্ট জনপ্রিয় হয়ে ওঠায় ব্র্যান্ড ভ্য়ালুও বাড়তে থাকে। ২০১৩ সালে টাইটেল স্পনসর হয় নরম পানীয় প্রস্তুতকারী সংস্থা পেপসি। স্পনসরশিপ ফি হিসেবে তারা দিত বছরে ৭৯.৪ কোটি টাকা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টাইটেল স্পনসরশিপ ফি তিন অঙ্কের ঘরে (কোটি টাকায়) পৌঁছেছিল ২০১৬ সালে। চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ২০১৬-১৭ সালে ১০০ কোটি টাকা বার্ষিক অঙ্কে টাইটেল স্পনসর হয়েছিল ভিভো। ২০১৮-১৯ মরসুমে টাইটেল স্পনসরের দিক থেকে ব্য়াপক রদবদল হয়েছিল। জনপ্রিয় এই টুর্নামেন্টের টাইটেল স্পনসরশিপ ধরে রাখতে বিশাল অঙ্ক খরচ করেছিল মোবাইল প্রস্তুতকারী এই সংস্থাই। বার্ষিক ৪৩৯.৮ কোটি টাকা দিত তারা।

পরের মরসুমে অর্থাৎ ২০২০ আইপিএলে চিনের সংস্থাকে স্পনসর রাখা নিয়ে ব্য়পক সমস্য়ায় পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। চিনের সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে স্পনসরশিপ থেকে ভিভোকে সরাতে বাধ্য় হয় বোর্ড। টুর্নামেন্ট শুরুর অল্প সময় আগে এই সমস্য়া হওয়ায় দ্রুত নতুন স্পনসর জোগার করা চাপ হয়ে পড়ে। ২০২০ আইপিএলে তড়িঘড়ি ড্রিম ইলেভেন নামক একটি ফ্যান্টাসি গেমিং সংস্থাকে শেষ মুহূর্তে আইপিএলের টাইটেল স্পনসরশিপ দেওয়া হয়। তার আগের বারের ৪৩৯.৮ কোটির থেকে স্পনসরশিপের অঙ্কটা নেমে আসে মাত্র ২২২ কোটি টাকায়।

এক বছর পর ফের ভিভো ফেরে টাইটেল স্পনসর হিসেবে। তাদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকলেও মাঝে এক বছর সমস্য়া হয়েছিল। তবে ২০২১ সালে ফের টাইটেল স্পনসর ভিভো। টাকার অঙ্ক বার্ষিক ৪৩৯.৮ কোটি। ২০২২-এ ভিভোর সঙ্গে চুক্তি শেষ হয় বোর্ডের। টাইটেল স্পনসরের দৌড়ে বেশ কিছু সংস্থা থাকলেও ভারতীয় সংস্থাই টাইটেইল স্পনসর হয়। ৪৩৯.৮ কোটিতেই টাইটেল স্পনসর হয় টাটা।