IPL 2023 : ক্রিকেট-প্রেম-বন্ধুত্ব, গ্যালারি আজ কেকেআর
Kolkata Knight Riders vs Gujarat Titans : আর একজনের কথা শুনে পরিষ্কার, নিয়মিত নন। বন্ধুকে বলছেন, 'ভাই, আমার খেলা ভালো লাগে না। তবে ছয় মারা দেখতে ভালো লাগে। রাসেল আজ খেলে দেবে।' সঙ্গে সঙ্গে আর এক জনের বিশ্লেষণ, 'না ভাই, আজ তো মারবে জেসন রয়।' কেকেআর একাদশ ঘোষণা হতেই দেখা গেল জেসন রয় নেই। পিঠের চোটে তাঁকে বাইরে রাখতে হয়েছে। ধারাবাহিক ভালো খেলছিলেন জেসন।
দীপঙ্কর ঘোষাল : গরমের দুপুর কেই বা আরামের জায়গা থেকে বেরোতে চায়! কিন্তু কাজের তাগিদের বাইরে, যাঁরা ক্রিকেট ভালো বাসেন, বেরোবেন না! ইডেন গার্ডেন্সে এ মরসুমে আগের ম্যাচগুলো হয়েছে রাতে। চাইলেও অনেক আসতে পারছিলেন না। বিশেষত যাঁদের বাড়িতে একটু কড়াকড়ি। দিনের ম্য়াচ হওয়ায় অনেকের আবদারই মঞ্জুর হয়েছে। কিশোর-কিশোরীর সংখ্যা বাকি ম্য়াচগুলোর তুলনায় অনেক বেশি চোখে পড়ল। গত ম্য়াচগুলিতে আরও একটা পার্থক্য় ছিল। গ্য়ালারি পুরোপুরি নাইটদের দখলে ছিল না। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ইডেন কেকেআরেরই। আর কী কী নজরে পড়ল TV9Bangla Sports-এর! বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
ইডেনের পথে মেট্রোতে যেমন অনেক গুলো লাইন। কয়েকটা তুলে ধরছি। ‘ভাই, ধর্মতলায় নেমেই একটা টুপি কিনব, বাঁশি কিনব।’ হঠাৎ এমন কথায় কিছুটা অবাক হয়েছিলেন পাশে দাঁড়িয়ে থাকা তাঁরই বন্ধু। জিজ্ঞেস করেই ফেললেন, ‘কিন্তু কেন?’ উত্তরও প্রস্তুত ছিল। ‘ক্যামেরায় যাতে দেখায়। এর আগে কতকিছু করেছি, অদ্ভুত টাইপের টুপি পড়েছি, মুখে পেইন্ট করেছি, তবু টিভিতে দেখায়নি।’ বন্ধুর আক্ষেপ শুনতে না শুনতেই এসপ্ল্যানেড। মেট্রো থেকে বেরোতেই একজন বলে উঠলেন, ‘এ ভাই, আরসিবির জার্সি পরে এসছে কেন!’
আর একজনের কথা শুনে পরিষ্কার, নিয়মিত নন। বন্ধুকে বলছেন, ‘ভাই, আমার খেলা ভালো লাগে না। তবে ছয় মারা দেখতে ভালো লাগে। রাসেল আজ খেলে দেবে।’ সঙ্গে সঙ্গে আর এক জনের বিশ্লেষণ, ‘না ভাই, আজ তো মারবে জেসন রয়।’ কেকেআর একাদশ ঘোষণা হতেই দেখা গেল জেসন রয় নেই। পিঠের চোটে তাঁকে বাইরে রাখতে হয়েছে। ধারাবাহিক ভালো খেলছিলেন জেসন।
ইডেন মানে কি শুধুই ক্রিকেট? শনিবারের ইডেন নয়। ক্রিকেট-বন্ধুত্ব এবং প্রেম। ছেলেটির প্রথম বার ইডেন দর্শন নয়। তবে প্রেমিকাকে নিয়ে প্রথম। ক্রিকেটের সঙ্গে প্রেমের পাশাপাশি সঙ্গীকে মাঠ মুখো করতে পেরে বিশাল স্বস্তিতে দেখালো তাঁকে। শোনা গেল, ‘আমরা কি ডেটে যাচ্ছি, নাকি ক্রিকেট দেখতে?’ ছেলেটির জবাব, ‘তোমার এবং ক্রিকেটের সঙ্গে এক সঙ্গে ডেট। ভালো না?’ উৎফুল্ল জবাব, ‘এরপর বারবার নিয়ে আসতে হবে কিন্তু…।’ আকাশে মেঘ করে বৃষ্টি নামতেই আতঙ্ক। ম্য়াচ হবে তো! গ্য়ালারি ততক্ষণে পঞ্চাশ শতাংশ পূর্ণ। টস হয়ে গিয়েছে। আশা নিয়েই অপেক্ষা করলেন। ৪৫ মিনিটে দেরিতে খেলা শুরু হতেই গ্য়ালারি পূর্ণ। ইডেন আজ মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলির নয়, শুধুই কেকেআরের।