RCB vs CSK : দক্ষিণের ডার্বি KGF বনাম RRR, কেন জানেন?
Royal Challengers Bangalore vs Chennai Super Kings : বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডুপ্লেসির নাম নিয়েই তৈরি হল KGF। এখানে কোহলির K, গ্লেন ম্যাক্সওয়েলের G এবং ফাফ ডুপ্লেসির F। এই মিলিয়ে KGF। অপেক্ষা এখন চিন্নাস্বামীতে KGF বনাম RRR ম্য়াচের।
দীপঙ্কর ঘোষাল ও জয়িতা চন্দ্র : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আর কিছুক্ষণের অপেক্ষা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস। বহু আগেই শেষ হয়ে গিয়েছে এই ম্য়াচের টিকিট। গ্য়ালারি হাউসফুল থাকবে এ বিষয়ে সন্দেহ নেই। উত্তেজনার পারদ চড়ছে নানা ভাবেই। প্রথম বার এই দু-দল মুখোমুখি হচ্ছে তা নয়। তবে আইপিএলের মঞ্চে যখনই এই দুই দল মুখোমুখি হয়, আকর্ষণ একই থাকে। সময়ের সঙ্গে উন্মাদনা বাড়ে বলা যায়। টিম কম্বিনেশনের দিক থেকে চেন্নাই সুপার কিংস কিছুটা চাপে রয়েছে। তাদের বেশ কয়েকজন পেসারের চোট। রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর শিবিরে একই সমস্য়া থাকলেও তারা পরিস্থিতিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রেখেছে। রিস টপলি ছিটকে যাওয়ার পর আরসিবি সই করিয়েছিল আর এক বাঁ হাতি পেসার ওয়েন পার্নেলকে। এখনও অবধি ভরসা দিয়েছেন অভিজ্ঞ এই পেসার। কিন্তু সব ছাপিয়ে এই ম্য়াচকে বলা হচ্ছে KGF বনাম RRR। অতি জনপ্রিয় দুই সিনেমার সঙ্গে কেন এই ম্য়াচের তুলনা করা হচ্ছে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
২০২২-এর দক্ষিণ ঘোর এখনও কাটেনি। এক দিকে KGF-2, অন্য দিকে RRR। বক্স অফিসে ঝড় তুলেছিল রাতারাতি। মুক্তির আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়িয়েছে এই দুই ছবি। তবে RRR-এর নাম কেন এমন? প্রথমটাই এই প্রশ্ন জেগেছিল অনেকেরই মনে। উত্তরটা ছিল ততটাই সহজ, ছবির তিন স্তম্ভ, দুই অভিনেতা রাম চরণ, জুনিয়র এনটিআর ও পরিচালক রাজামৌলীর নামের প্রথম অক্ষর ব্যবহার করেই জনপ্রিয় এই ছবির নাম। সেই ছকেই এবার গাঁথা হল রবীন্দ্র জাডেজা, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানেকে। নেটপাড়ার দৌলতে তৈরি হল RRR পোস্টার। সুপারহিট এই ছবি ঘরে তুলেছিল মোটের ওপর ১২০০ কোটি টাকা, ভারতকে এনে দিয়েছে অস্কারও।
অন্যদিকে KGF 2-র আধিপত্যও বক্স অফিসে কম ছিল না। বক্স অফিসে এই ছবির আয়ও কম নয়। একা হাতে ছবিকে টেনে নিয়ে গিয়েছেন দক্ষিণী সুপারস্টার যশ। তবে এক্ষেত্রে নামের আদ্যাক্ষর ব্যবহার করা হয়নি। যদিও আইপিএল পোস্টারে তাক লাগাতে সেই ছকেই হাতযশ দেখাল নেটপাড়া। বিরাট কোহলি, গ্লেন ম্য়াক্সওয়েল, ফাফ ডুপ্লেসির নাম নিয়েই তৈরি হল KGF। এখানে কোহলির K, গ্লেন ম্য়াক্সওয়েলের G এবং ফাফ ডুপ্লেসির F। এই মিলিয়ে KGF। অপেক্ষা এখন চিন্নাস্বামীতে KGF বনাম RRR ম্য়াচের। আরসিবি শিবিরে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন। তেমনই ফাফ ডুপ্লেসিও। গ্লেন ম্য়াক্সওয়েল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিধ্বংসী ব্য়াটিং করেছিলেন। চেন্নাই শিবিরের ব্য়াটিং আক্রমণে বাঁ হাতি আধিপত্য থাকায় ম্য়াক্সওয়েলের অফস্পিন কার্যকর ভূমিকা নিতে পারে। অন্য় দিকে, আসা যাক RRR প্রসঙ্গে। সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে বিধ্বংসী ফর্মে। রবীন্দ্র জাডেজা ব্য়াটিংয়ে এখনও দাপট দেখাতে না পারলেও বোলিং-ফিল্ডিংয়ে বরাবরের মতোই ফর্মে। চিন্নাস্বামীতে কোন ত্রয়ী বাজিমাত করবে, অপেক্ষা বাড়ছে।