IPL 2024 Auction: মাহির পাঠশালায় ‘ডানহাতি রায়না’, IPL নিলামে পেলেন ৮.৪০ কোটি
Sameer Rizvi, CSK: মাহির পাঠশালায় নতুন ছাত্র হতে চলেছেন সমীর রিজভি (Sameer Rizvi)। কারণ, মরুশহরে আইপিএল নিলামে (IPL 2024 Auction) আনক্যাপড সমীর রিজভিকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনেছে সিএসকে (CSK)। যাঁকে আবার ঘরোয়া ক্রিকেটে ডান হাতি সুরেশ রায়নাও বলা হয়। দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নার সঙ্গে সমীরের ২টো মিল রয়েছে।
কলকাতা: মহেন্দ্র সিং ধোনির ছায়ায় বেড়ে উঠেছেন, এমন তরুণের অভাব নেই সিএসকে শিবিরে। এ বার মাহির পাঠশালায় নতুন ছাত্র হতে চলেছেন সমীর রিজভি (Sameer Rizvi)। কারণ, মরুশহরে আইপিএল নিলামে (IPL 2024 Auction) আনক্যাপড সমীর রিজভিকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনেছে সিএসকে (CSK)। যাঁকে আবার ঘরোয়া ক্রিকেটে ডান হাতি সুরেশ রায়নাও বলা হয়। দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নার সঙ্গে সমীরের ২টো মিল রয়েছে। এক, তাঁরা দু’জনই উত্তরপ্রদেশের। দুই, স্পিনের বিরুদ্ধে সুরেশ রায়না যেমন খেলতেন, সমীরও তেমন খেলেন। এ বার ধোনির ছত্রছায়ায় বছর কুড়ির সমীর রিজভি নিজেকে কীভাবে মেলে ধরেন, সেটাই দেখার। অবশ্য উত্তরপ্রদেশের সমীরের ক্রিকেট খেলাই হত না, যদি তাঁর মামা পাশে না থাকত। সমীরের থেকে তাঁর মামা তানকিব আখতার তাঁর উপর বেশি আস্থা রেখেছিলেন। ক্রিকেটেই যে ভাগ্নের ভবিষ্যৎ রয়েছে, তা ভালোই বুঝেছিলেন তানকিব আখতার।
সমীর রিজভি ২২ গজে কীভাবে নিজেকে মেলে ধরেছিলেন? সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সমীর বলেন, ‘মামা সব সময় আমার পাশে দাঁড়িয়েছে। গত ১৪ বছরে হয়তো মাত্র ১৪দিনই এমন হয়েছে যে আমার সঙ্গে মামা মাঠে উপস্থিত ছিল না। আমার থেকেও আমার উপর মামার বেশি ভরসা রয়েছে। তিনিই আমাকে জোর করে নিলাম দেখতে বসিয়েছিলেন। আমি নিলাম দেখতে চাইনি। কিন্তু আমাকে মামা জোর করায় আমি নিলাম দেখেছি এবং ভীষণ খুশি হয়েছি।’
একটা সময় সমীরের মামাকে কম কথা শোনাননি তাঁর বাবা। কারণ, সমীরের মামা তানকিবও ক্রিকেটার ছিলেন। কিন্তু বেশিদূর এগোতে পারেননি। তাই সমীরের বাবা কখনও চাইতেন না ছেলে ক্রিকেটার হোক। তানকিব জানান সমীরের বাবা তাঁকে দেখতে পেলেই একসময় বলতেন, ‘ওকে (সমীরকে) নষ্ট করো না। নিজের মতো বানিয়ো না। ক্রিকেট থেকে কী পেয়েছো তুমি?’ এরপর সমীরের মামা তাঁদের বাড়ি যাওয়া বন্ধ করে দেন। ১৬ বছর বয়সী সমীর যখন রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পান (বছর তিনেক আগে), তখন ফের তানকিব তাঁর দিদির বাড়িতে যান।
সমীরের মামা তানকিব জানান, গত তিন বছর ধরে সমীরের বাবার শরীর ভালো নেই। সমীরের রঞ্জি অভিষেকের কয়েকদিন আগে তাঁর বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। এই সবের মাঝেও এখন সমীরের পরিবারে খুশির হাওয়া। কারণ, আইপিএ নিলামে এত বেশি দরে সিএসকে সমীরকে কিনেছে। তানকিবের অবশ্য সমীরকে নিয়ে চিন্তাও হচ্ছে। তাঁর কথায়, ‘এত বয়সে এত টাকা, আমি একটু ভয় পাচ্ছি। কোচ হিসেবে আমার ভূমিকা শেষ। এখন ও উত্তরপ্রদেশ, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি এবং চেন্নাই সুপার কিংসে আরও যোগ্য কোচ পাবে। আমার কাজ এখন ও যেন মাটিতে পা রেখে চলে সেটা দেখা। এটা একটা কঠিন কাজ হতে চলেছে। ও সিএসকেতে সুযোগ পেয়েছে আমি খুশি। কারণ, তিন মাস ও মহেন্দ্র সিং ধোনির কাছে থাকতে পারবে। তাঁর থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবে’
রোহিতকে নিজের রোল মডেল মনে করেন সমীর। মামা তানকিবকে একাধিক সময় সমীর জিজ্ঞাসা করেন, তিনি কি রোহিতের মতো পুল শট মারতে পারেন? তানকিব জানিয়েছেন, তাঁর ভাগ্নে রোহিতের মতো পুল শট মারতে পারে না। কিন্তু সমীর মনে করেন তাঁর ও রোহিতের ব্যাটিংয়ে অনেকটা মিল রয়েছে। ক্রিকেট মহলে অনেকেই আবার সমীরকে টিম ইন্ডিয়ার রাইজিং স্টার রিঙ্কু সিংয়ের সঙ্গে তুলনা করছেন। কারণ, রিঙ্কুর স্টাইলে সমীরও ঘরোয়া ক্রিকেটের একাধিক ম্যাচ ফিনিশ করেছেন।