
কলকাতা: অপেক্ষার ইতি। শুরু হয়ে গিয়েছে আইপিএলের নতুন সংস্করণ। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের পর চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। ১৭তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটে জয় চেন্নাই সুপার কিংসের। নতুন অধিনায়ক দায়িত্ব নিয়েছেন। ঋতুরাজ গায়কোয়াড়ের দৌড় শুরু জয় দিয়েই। ধোনি ক্যাপ্টেন না থাকলেও তিনি যে লিডার, প্রতি মুহূর্তে বুঝিয়ে দিলেন। ঋতুরাজকে সঠিক পথ দেখালেন। উদ্বোধনী আইপিএলে ঘরের মাঠে আরসিবির কাছে হেরেছিল চেন্নাই। সেই প্রথম এবং শেষ। চেন্নাই দুর্গ অক্ষত রইল। সিএসকে জার্সিতে অভিষেক ম্যাচে ভালো পারফর্ম করলেন বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান, নিউজিল্যান্ড ওপেনার রাচিন রবীন্দ্র।
ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বেও জয় দিয়ে শুরু চেন্নাই সুপার কিংসের।
উদ্বোধনী আইপিএল অর্থাৎ ২০০৮ সালের পর চেন্নাইয়ের মাঠে জয় পায়নি আরসিবি। এ বারও পারল না।
ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখল চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী আইপিএল অর্থাৎ ২০০৮ সালের পর থেকে আর ঘরের মাঠে আরসিবির কাছে হারেনি সিএসকে। ক্যাপ্টেন বদল হলেও দুর্গ অক্ষত রইল। সিএসকে-তে ক্যাপ্টেন ঋতুরাজের যাত্রা শুরু হল ৬ উইকেটের জয়ে। বিস্তারিত পড়ুন: চেন্নাই দুর্গ অক্ষত সিএসকের, ব্যাটার ধোনির দেখা মিলল না
টানা শর্টপিচ ডেলিভারিতে শিবম দুবে ও ড্যারেল মিচেলকে বিব্রত করছিলেন আরসিবি পেসাররা। অবশেষে সাফল্য। ড্যারেল মিচেলকে ফেরালেন ক্যামেরন গ্রিন। ক্রিজে শিবমের সঙ্গে যোগ দিলেন জাডেজা।
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে শিবম দুবেকে নামাল চেন্নাই সুপার কিংস। গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক ভালো খেলেছেন শিবম।
টার্গেট ১৭৪। বাউন্ডারিতে ইনিংস শুরু করেছিলেন সিএসকের নতুন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। আরসিবিকে প্রথম সাফল্য দিলেন ইমপ্যাক্ট প্লেয়ার যশ দয়াল। বাঁ হাতি পেসারের বোলিংয়ে স্লিপে ক্যাচ নিলেন ক্যামেরন গ্রিন। প্রথম সুযোগে স্লিপ করলেও হাতে জমান গ্রিন।
আরসিবি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাল বাঁ হাতি পেসার যশ দয়ালকে। গত মরসুমে গুজরাট টাইটান্সে ছিলেন যশ। তাঁর বোলিংয়েই টানা পাঁচ ছক্কা মেরেছিলেন রিঙ্কু সিং। দীনেশ কার্তিকের জায়গায় নামানো হল যশকে।
আরসিবির টার্নিং পয়েন্ট। অনুজ রাওয়াত এবং দীনেশ কার্তিকের বিধ্বংসী ব্যাটিং। ৫৭ বলে ৯৫ রানের জুটি। চেন্নাই সুপার কিংসকে ১৭৪ রানের টার্গেট দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৬ বলে ৩৮ রান দীনেশ কার্তিকের। অনুজ রাওয়াত ২৫ বলে ৪৮ করেন।
পাওয়ার প্লে-তে এক ওভারে জোড়া উইকেট নিয়েছিলেন চেন্নাই শিবিরে বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আক্রমণে এসে ফের জোড়া উইকেট। মাত্র ৬ রান দিয়ে ৪ উইকেট। আরসিবি প্রবল চাপে। ৫ উইকেটে মাত্র ৭৮ রান।
ঋতুরাজ গায়কোয়াড়ের দুর্দান্ত ক্যাপ্টেন্সি। পাওয়ার প্লে-তে ৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর। অবশেষে তাঁকে আক্রমণে আনেন। তার আগের ওভারে জাডেজা মাত্র ১ রান দিয়েছিলেন। প্রবল চাপে থাকা আরসিবি গিয়ার শিফ্ট করতে চেয়েছিল। বিরাট কোহলি বড় শট খেলার চেষ্টা করেন। ক্যাচ নিয়ে ব্যালান্স হারান রাহানে। শরীর বাউন্ডারি ছোঁয়ার আগে বল ছুড়ে দেন। রাচিনের ক্যাচ।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোনের সামনে ছিলেন বিরাট কোহলি। মাত্র ৬ রান প্রয়োজন ছিল তাঁর। সেই মাইলফলক পেরিয়ে গেলেন বিরাট কোহলি।
প্রথম তিন ওভার পেসারদের দিয়েই বোলিং করান সিএসকে অধিনায়ক। বিরাটের ব্যাট সেভাবে না চললেও বিধ্বংসী মেজাজে ফাফ ডুপ্লেসি। চতুর্থ ওভারে স্পিন। মহেশ থিকসানা মাত্র ৪ রান দেন। চতুর্থ ওভারে বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেন ঋতুরাজ গায়কোয়াড়। পঞ্চম ওভারে বিধ্বংসী ডুপ্লেসি এবং রজত পাতিদারকে ফেরান মুস্তাফিজুর। দীপক চাহার ফেরান গ্লেন ম্যাক্সওয়েলকে। পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে ৪২ রান আরসিবির। ক্রিজে বিরাট ও গ্রিন।
ডুপ্লেসি দুর্দান্ত শুরু করেছিলেন। যদিও তিনি আউট হতেই বিপর্যয়। জোড়া ডাক। রজত পাতিদার এবং গ্লেন ম্যাক্সওয়েল প্যাভিলিয়নে। ম্যাক্সির অনবদ্যা ক্যাচ ধোনির। ক্রিজে ক্যামেরন গ্রিন।
চেন্নাই সুপার কিংস জার্সিতে দুর্দান্ত শুরু বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানের। ওয়াইড ডেলিভারিতে ওভার শুরু হয়েছিল। তৃতীয় বলে স্লোয়ারে ফেরালেন বিধ্বংসী ফাফ ডুপ্লেসিকে। অনবদ্য ক্যাচ রাচিন রবীন্দ্রর। তিনে রজত পাতিদার। যদিও ওভারের শেষ বলে শূন্যতেই ফিরলেন রজত পাতিদার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সাফল্য পাননি। আরসিবি জার্সিতেও ব্যর্থতা তাড়া করল।
দু-দলের প্লেয়াররা অনেক আগেই নেমে গিয়েছিলেন। জাতীয় সঙ্গীতও হল। আম্পায়াররা নামলেন এখন! কাউন্টডাউন শেষ। ম্যাচ শুরু। দীপকের প্রথম ডেলিভারি বিরাট আউট সুইং।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আরসিবি একাদশ: ফাফ জুপ্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, করণ শর্মা, আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ
চেন্নাই সুপার কিংস-ঋতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাডেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু। প্রথম ম্যাচে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা ওয়ার্ম আপ শুরু করে দিয়েছেন। টসের অপেক্ষা। কিপিং ড্রিল করছেন ধোনি। প্রায় দু-মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা বিরাট কোহলি ব্যাট হাতে শ্যাডো করছেন। ৭.৪০-এ টস হবে।
নাচে-গানে এবং আলোর রোশনাইয়ে শেষ হল ১৭তম আইপিএলের ওপেনিং সেরেমনি। এ বার সকলের অপেক্ষা ম্যাচ শুরু হওয়ার।
অক্ষয় কুমার ও টাইগার শ্রফের মুগ্ধ করা নাচের পর এ বার বন্দেমাতরম গান দিয়ে সুরের জাদু ছড়ালেন এআর রহমান ও সোনু নিগম।
একের পর এক জমজমাট গানের তালে নাচ করে চিপকের দর্শকদের বিনোদন দিচ্ছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।
শুরু হল ১৭তম আইপিএলের ওপেনিং সেরেমনি। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।
মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নার বন্ধুত্ব কারও অজানা নয়। আন্তর্জাতিক ক্রিকেটকে ধোনি যেদিন বিদায় জানিয়েছিলেন, সেই দিনই সুরেশ রায়নাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।
পড়ুন বিস্তারিত – MS Dhoni: চিপকে মাহি-রায়নার ব্রোম্যান্স, ভিডিয়ো না দেখলেই মিস…
চিপকের পিচ স্পিনারদের স্বর্গ। কিন্তু এ বার সবুজ আভা কিছুটা যেন ধোঁয়াশায় রাখছে। বিরাট, ডুপ্লেসি দু-জনই গতিময় পিচে খেলা পছন্দ করেন। গত মরসুমে আরসিবির এই ওপেনিং জুটি দারুণ সফল। নতুন সফরে তাদের কাছে চ্যালেঞ্জিং হতে পারে। ডুপ্লেসির প্রাক্তন টিম সিএসকে। প্রতিপক্ষ ক্যাপ্টেন হিসেবে চেন্নাইয়ের মাঠে এটিই তাঁর প্রথম পরীক্ষা।
পড়ুন বিস্তারিত – CSK vs RCB IPL 2024 Match Prediction: ধোনির নতুন ভূমিকা, বিরাট প্রত্যাবর্তন; চিপকের ‘সবুজ আভায়’ অন্য অধ্যায়
শুক্র-রাতে চিপকে দক্ষিণী ডার্বি উপভোগ করতে চান? দুই দলের কোন ৫ জন করে ক্রিকেটারের দিকে নজর রাখবেন। জানতে পড়ুন – CSK vs RCB Playing XI IPL 2024: চিপকে উদ্বোধনী ম্যাচে দু-দলের চমক হতে পারেন যাঁরা, রইল সেই কারণ…
নতুন ছন্দে ১০ ফ্র্যাঞ্চাইজি আইপিএল যুদ্ধে নেমে পড়বে একটু পরই। চিপকে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচের আগে থাকবে ওপেনিং সেরেমনি। তা দেখবেন কোথায়? রইল সব তথ্য।
পড়ুন বিস্তারিত – IPL 2024 CSK vs RCB Live Streaming: শুক্র-সন্ধে হবে জমজমাট, ঋতু-ডু’প্লেসির টক্কর সঙ্গে নাচ-গানে ভরপুর বিনোদন
অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
The M.A. Chidambaram stadium is ready to host the #TATAIPL 2024 opener 🏟
💛 @ChennaiIPL 🆚 @RCBTweets ❤
⏰ 8 PM IST
💻 https://t.co/4n69KTTxCB
📱 Official IPL App#CSKvRCB pic.twitter.com/bGz3DDdh4h— IndianPremierLeague (@IPL) March 22, 2024