IPL 2024: ওয়ার্নারের চুম্বন, পোলার্ডের মুখে টেপ! আইপিএলের কিছু মজার মুহূর্ত…
IPL Funny Moments: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা খেলার মাঠে যেমন সিরিয়াস তেমনই রাজার মতোই জীবন কাটাতে ভালো বাসেন। সব সময়ই একটা 'কুল' মনোভাব। চাপে থাকলেও বোঝা কঠিন। খেলার মাঝে নানা মজায় জড়িয়ে পড়েন। তেমনই একটা ঘটনা আইপিএলের অষ্টম সংস্করণে। আরসিবি ব্যাটার গেইলের সঙ্গে স্লেজিংয়ে জড়িয়েছিলেন মুম্বই অলরাউন্ডার কায়রণ পোলার্ড। পরিস্থিতি সিরিয়াস হতে পারে অনুমান করে তাঁদের থামান মাঠের আম্পায়ার। পরের ওভারে দেখা যায় কায়রণ পোলার্ড মুখে টেপ লাগিয়ে মাঠে!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ক্রিকেটের সঙ্গে নানা বিনোদন। অনেক ভবিষ্যৎ তারকাও উঠে আসে এই টুর্নামেন্ট থেকে। তৈরি হয় নানা মুহূর্ত। এর মধ্যে কিছু মুহূর্ত বিতর্ক তৈরি করে, আবারও কোনওটা নিখাদ মজা। আবার এমন অনেক মুহূর্ত যে ফ্রেমব্রন্দি হয়ে থাকে স্রেফ শ্রদ্ধার কারণে। আর কয়েকটা দিন পরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণ। সেই ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। জনপ্রিয়তা একবিন্দু কমেনি। বরং সময়ের সঙ্গে যেন বেড়েছে। নতুন সফর শুরুর আগে আইপিএলের কয়েকটি মজার মুহূর্ত মনে করা যাক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণ শুরু হতে চলেছে ২২ মার্চ। প্রথম দিন ঘরের মাঠে নামতে চলেছে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলে মজার ঘটনার সঙ্গে জড়িয়ে আরসিবির প্রাক্তন তারকা ক্রিস গেইল।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা খেলার মাঠে যেমন সিরিয়াস তেমনই রাজার মতোই জীবন কাটাতে ভালো বাসেন। সব সময়ই একটা ‘কুল’ মনোভাব। চাপে থাকলেও বোঝা কঠিন। খেলার মাঝে নানা মজায় জড়িয়ে পড়েন। তেমনই একটা ঘটনা আইপিএলের অষ্টম সংস্করণে। আরসিবি ব্যাটার গেইলের সঙ্গে স্লেজিংয়ে জড়িয়েছিলেন মুম্বই অলরাউন্ডার কায়রণ পোলার্ড। পরিস্থিতি সিরিয়াস হতে পারে অনুমান করে তাঁদের থামান মাঠের আম্পায়ার। পরের ওভারে দেখা যায় কায়রণ পোলার্ড মুখে টেপ লাগিয়ে মাঠে!
আইপিএলে আরও একটি মজার মুহূর্তে জড়িয়ে ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি ওপেনার তখন খেলেন সানরাইজার্স হায়দরাবাদে। এই ঘটনাতেও ক্যারিবিয়ান ক্রিকেটার! ওয়ার্নারকে বোলিং করছিলেন পোলার্ড। কথায় স্লেজিং চলছিল। পোলার্ড ডট বল করেন। তাঁর বোলিংয়ের যা গতি, বড় শট খেলা কঠিন। ওয়ার্নারের ক্ষেত্রেও সেটাই সমস্যা হচ্ছিল। পোলার্ড তাঁকে কিছু বলার জন্য এগিয়েছিলেন। ওয়ার্নার তাঁর দিকে ফ্লাইং কিস দেন।
যুবরাজ সিং-ক্রিস গেইলের একটি মুহূর্তও গ্যালারিতে হাসি ফুটিয়েছিল। একটা সময় একই দলে খেলেছেন গেইল ও যুবি। ২০১৫ সালের ঘটনা। যুবি তখন দিল্লি টিমে। আরসিবিতে খেলছিলেন গেইল। হঠাৎ বৃষ্টি। প্লেয়াররা দ্রুত ড্রেসিংরুমের দিকে এগতে থাকেন। মজার ছলেই প্রাক্তন সতীর্থকে ধাক্কা মারেন যুবি। গেইলও ব্যাট নিয়ে তাড়া করেন যুবিকে। বৃষ্টির মাঝে এই দু-জনের মজায় বিনোদন গ্যালারির।
আরসিবি ড্রেসিংরুমের সেই ভাংরা নাচ! সেটা কী করে ভোলা যায়। আরসিবি প্লেয়ারদের ড্রেসিংরুমের নানা মজার ভিডিয়োই প্রকাশ্যে আসে। আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি পঞ্জাবি গান কতটা পছন্দ করেন, এ যেন কারও অজানা নয়। আর ক্যাপ্টেনের পছন্দ মতো গান বাজবে না এ আবার হয় নাকি! আরসিবি ড্রেসিংরুমেও বাজত। তাতে কিং কোহলির সঙ্গে নাচে মাততে দেখা যায় ক্রিস গেইলকে। কোহলিদের সঙ্গে ভাংরায় যোগ দেন মনদীপ সিংও।
আইপিএলে মজার মুহূর্ত নিয়ে কথা হবে আর ব্র্যাভোর নাম আসবে না, এও সম্ভব! ডোয়েন ব্র্যাভো। পরবর্তীতে তাঁর পরিচিতি হয়ে দাঁড়ায় ডিজে ব্র্যাভোই। মাঠে ডিজের মুডেই থাকতেন। চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির অন্যতম ভরসা ছিলেন। স্লগ ওভার তো অবশ্যই, তবে মাঝের ওভারে উইকেট নেওয়াই যেন তাঁর প্রধান দায়িত্ব ছিল। ২০১৮ সালে মুম্বই বনাম চেন্নাই ম্যাচ। পোলার্ডের উইকেট নিয়ে মুম্বইকে বড় ধাক্কা দেন ব্র্যাভো। দুই ক্যারিবিয়ান কিংবদন্তির মধ্যে কিছু কথাও হয়। যেন উইকেট নেওয়ার চ্যালেঞ্জ আগেই দিয়ে রেখেছিলেন ব্র্যাভো! ম্যাচ শেষে পোলার্ডের সাক্ষাৎকার চলছিল। পাশে ব্র্যাভো ডান্স করছিলেন।